নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভালোবাসাহীন জগতের বাসিন্দা, জীবন যেখানে নীরস। প্রতিনিয়ত খুঁজে যাই ভালবাসার রূপ এবং অবগাহন করতে চাই যুক্তির সাগরে।

রায়হানুল এফ রাজ

আমি খুব সাধারণ মানুষ।পৃথিবীতে এই অল্প সময় বিচরণে আমি বুঝে গেছি আমার সম্বল একমাত্র আমি। প্রকৃতির মাঝে আমি আমিই। আমার অস্তিত্বও আমি। তাই নিজেকে নিয়ে খেলতেই আমি বেশি পছন্দ করি। মেতে থাকতে চাই যুক্তির খেলা নিয়ে।

রায়হানুল এফ রাজ › বিস্তারিত পোস্টঃ

লাবণ্যময়ী

২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৫৩



কিশোরী-
তুমি লাবণ্যময়ী এক অপরূপ মূর্তি।
তোমার চোখে গোধূলি-রঙের ঝিলিক,
তোমার অধর-যুগলে শীতলতার গান,
কথা ঝরে ঝর্ণা ধারার মতো।
তোমার শুভ্র দাঁতে মুক্তো ঝরে
তোমার আঙ্গুল মাঝে পৃথিবীর রূপ।
তোমার কাজল কালো চোখের জলে-
আমি সিক্ত অবগাহনে।
তোমার সূর্য-দীঘল কালো চুলে রশ্মি খেলা করে।
তোমার ত্বক তৈরি যেন-
হলুদ,আলতা,দুধে।
তোমার মাঝেই হারিয়ে যাব,শুধুই সুখের খোঁজে।
সেই সুখেতেই পাগল হবো, চক্ষু দুটো বুজে।

ছবিঃ ইন্টারনেট
সর্বসত্ত্ব সংরক্ষিত

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৫৭

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা

২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৫৮

রায়হানুল এফ রাজ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।

২| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১:০৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ছবির সাথে কবিতার সামঞ্জস্যতা দেখে মুগ্ধতা নিয়ে ফিরলাম।

শুভকামনা রইল।

২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৯

রায়হানুল এফ রাজ বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৩| ২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:৫৭

চাঁদগাজী বলেছেন:



কিশোরী পড়তে হবে, বড় হতে হবে; এত স্তুতি গান গাইলে কিশোরী পথ হারাবে; কেন অকাল বসন্তের গান?

২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪০

রায়হানুল এফ রাজ বলেছেন: মন যে মানে না। কি করি???

৪| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৯

নিলয় খান বলেছেন: আরো চাই । চলুক এভাবে ।

২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪২

রায়হানুল এফ রাজ বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে মাধ্যমে অনুপ্রেরণা পেলাম। অনেক অনেক ভাললাগা জানবেন।

৫| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৭

রাজীব নুর বলেছেন: ভালোই লিখেছেন।

২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৩

রায়হানুল এফ রাজ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪০

খায়রুল আহসান বলেছেন: তোমার মাঝেই হারিয়ে যাব, শুধুই সুখের খোঁজে
সেই সুখেতেই পাগল হবো, চক্ষু দুটো বুজে
- এটুকুর জন্য ছবিতে এবং কবিতায় কিশোরীর যে বর্ণনা দিয়েছেন, অতটা না হলেও বোধ হয় চলে। তবে কবির কল্পনা বলে কথা!

২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৫

রায়হানুল এফ রাজ বলেছেন: অনেক ধন্যবাদ কবি। কবিতা পড়েছেন খুশি হয়েছি। আপনার কথা ঠিক বুঝতে পারিনি। ভালো থাকবেন।

৭| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৫

শায়মা বলেছেন: ছবিতা দেখে তো আমিও কবিতা মানে কবি হয়ে গেলাম ভাইয়া!!!!!!

আহা মরি মরি কি সৌন্দর্য্য!!!!!!

ছবি দেখে মুগ্ধ হয়ে নিজেই কবিতা লিখে ফেলেছি!!!!!!!!!

সেটা এইখানে দেবো নাকি ভাবছি!!!!!!

২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৯

রায়হানুল এফ রাজ বলেছেন: অবশ্যই আপু। দিয়ে দেন।

৮| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ছবিটা ভাই খুবই সুন্দর।
আমি লোড় করে রেখে দিলাম।

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ২:০৬

রায়হানুল এফ রাজ বলেছেন: ধন্যবাদ।
অবশ্যই। ভালো থাকবেন।

৯| ১৭ ই জুন, ২০১৭ রাত ২:৫৫

নাগরিক কবি বলেছেন: সুন্দর। সুন্দর, শুধু এটুকুই বলবো।

১৭ ই জুন, ২০১৭ রাত ৩:০০

রায়হানুল এফ রাজ বলেছেন: ধন্যবাদ কবি। পড়েছেন এজন্যই অনেক খুশি হয়েছি। কিছু না বললেও হত। ব্লগে স্বাগতম।

১০| ১৭ ই জুন, ২০১৭ রাত ৩:১৪

মন থেকে বলি বলেছেন: মুগ্ধতা অনুভব করতে পারলাম।

১৭ ই জুন, ২০১৭ রাত ৩:৪৭

রায়হানুল এফ রাজ বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।

১১| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:২০

খায়রুল আহসান বলেছেন: শায়মা এর কবিতাটার জন্য (৭ নং মন্তব্য) অপেক্ষা করছি।

২২ শে জুন, ২০১৭ সকাল ৯:৫৬

রায়হানুল এফ রাজ বলেছেন: আমিও সেই কবিতার জন্য অপেক্ষা করছি। কবিতা এখনো পেলাম না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.