![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারণ মানুষ।পৃথিবীতে এই অল্প সময় বিচরণে আমি বুঝে গেছি আমার সম্বল একমাত্র আমি। প্রকৃতির মাঝে আমি আমিই। আমার অস্তিত্বও আমি। তাই নিজেকে নিয়ে খেলতেই আমি বেশি পছন্দ করি। মেতে থাকতে চাই যুক্তির খেলা নিয়ে।
ভেবেছি তোমাকে একটা চিঠি দেব,
তুমি রাগত হয়ে গাল ফুলিয়ে পড়বে।
তোমাকে নিশ্চিন্ত করা একটা চিঠি।
তোমার খুব ভালো লাগার একটা চিঠি।
পড়ার পর তুমি বুঝতে পারবে,
তুমি ছায়াসঙ্গী বিহীন
চিঠিটা-
আমার হয়ে ডাক্তারের দেওয়া,
ছোট্ট একটি চিঠি;
আমার মৃত্যু সনদ।
রায়হানুল এফ রাজ
ঝিনাই-কুঁড়ির পাড়
পঞ্চগড়।
১০ ই আগস্ট, ২০১৭ রাত ১:১০
রায়হানুল এফ রাজ বলেছেন: কিছু বিষাদ এমনই।
২| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৪
ধ্রুবক আলো বলেছেন: খুব বিষাদময়।
১০ ই আগস্ট, ২০১৭ রাত ১:১১
রায়হানুল এফ রাজ বলেছেন: বিষাদ ভাষাও কেঁড়ে নেয়।
৩| ০৭ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৩৬
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
১০ ই আগস্ট, ২০১৭ রাত ১:১১
রায়হানুল এফ রাজ বলেছেন: মন্তব্যে প্রীত হলাম। শুভকামনা রইলো।
৪| ০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৪১
দৃষ্টিসীমানা বলেছেন: মনের কি খুব খারাপ অবস্থা ? জীবন এরকমই, ষড়ঋতুর মত কিন্তু যে পারে সে এই সময়ও বেশ ভাল থাকে ।
১০ ই আগস্ট, ২০১৭ রাত ১:১২
রায়হানুল এফ রাজ বলেছেন: মনের অবস্থা তেমন খারাপ না। কষ্টের মাঝেও ভালো আছি। আসলে ভালো থাকতে হয়।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:১৯
মাহবুবুল আজাদ বলেছেন: বিষাদ ছুঁয়ে গেল