নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভালোবাসাহীন জগতের বাসিন্দা, জীবন যেখানে নীরস। প্রতিনিয়ত খুঁজে যাই ভালবাসার রূপ এবং অবগাহন করতে চাই যুক্তির সাগরে।

রায়হানুল এফ রাজ

আমি খুব সাধারণ মানুষ।পৃথিবীতে এই অল্প সময় বিচরণে আমি বুঝে গেছি আমার সম্বল একমাত্র আমি। প্রকৃতির মাঝে আমি আমিই। আমার অস্তিত্বও আমি। তাই নিজেকে নিয়ে খেলতেই আমি বেশি পছন্দ করি। মেতে থাকতে চাই যুক্তির খেলা নিয়ে।

রায়হানুল এফ রাজ › বিস্তারিত পোস্টঃ

শরতের আগমন

১০ ই আগস্ট, ২০১৭ রাত ১:৩০



এটা কোন কবিতা না। একটা ছড়া। যখন ক্লাস সেভেনে পড়ি তখন লেখা। আজ প্রায় আট বছর হল এই ছড়ার বয়স। নিজের লেখা পড়ে নিজেই কিছু সময় নিয়ে হাসলাম। আপনাদের জন্য এই ছোট্ট হাসির উপাদান দিয়ে দিলাম কোন প্রকার সংশোধন ছাড়াই। হাসির উদ্রেক হলে সেই ছোট্ট বয়সে লেখা এই ছড়া সার্থক।

নীল আকাশ সাদা মেঘ,
চার দিকে চেয়ে দেখ,
শরতের আবাহন ধেয়ে ধেয়ে আসছে,
দূরে ঐ কাশবন চেয়ে চেয়ে হাসছে।

ঝাঁক বেঁধে পক্ষীকূল,
উড়ে চলে আকাশে
সাদা বক দল বেঁধে,
ডানা ভাসায় আকাশে।
চারদিকে সাঁঝ রব,
উৎসবের আবাহন
বর্ষার শেষে দেখ,
শরতের আগমন।

রায়হানুল এফ রাজ
ঝিনাই-কুঁড়ির পাড়,
পঞ্চগড়।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ১:৫৯

শামচুল হক বলেছেন: ভালো লাগল।

১৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

রায়হানুল এফ রাজ বলেছেন: অনেক ধন্যবাদ ছড়া পড়ার জন্য।
ভালো লেগেছে জেনে খুশি হলাম।

২| ১০ ই আগস্ট, ২০১৭ ভোর ৫:১২

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রিয় ঋতু নিয়ে সুন্দর ছড়া। ভালো হয়েছে!

১৬ ই আগস্ট, ২০১৭ রাত ১:৪৬

রায়হানুল এফ রাজ বলেছেন: ছড়া ভালো হয়েছে শুনে ভালো লাগলো। অনেক ভালো থাকবেন।

৩| ১০ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:২৩

নাবিক সিনবাদ বলেছেন: ছড়া দারুণ হয়েছে, শুভকামনা।।

১৬ ই আগস্ট, ২০১৭ রাত ১:৪৬

রায়হানুল এফ রাজ বলেছেন: অনেক ধন্যবাদ।

৪| ১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৫৬

মোস্তফা সোহেল বলেছেন: খারাপ হয়নি ভালই তো।
লিখবেন নিয়মিত। শুভ কামনা রইল।

১৬ ই আগস্ট, ২০১৭ রাত ১:৪৭

রায়হানুল এফ রাজ বলেছেন: জি লেখালেখি চলছে। পাশে থাকবেন।

৫| ১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০২

এই মেঘ এই রোদ্দুর বলেছেন: ভাল লাগল

১৬ ই আগস্ট, ২০১৭ রাত ১:৪৭

রায়হানুল এফ রাজ বলেছেন: ধন্যবাদ।

৬| ১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:০৭

বিজন রয় বলেছেন: ক্লাস সেভেনে পড়ে এই কবিতা লেখার অনেক বড় ব্যাপার ছিল। কবিতাটি খারাপ নয়।
আমার পক্ষে সম্ভব ছিল না।

তখনই আপনার কল্পনার আকাশ অনেক বিস্তৃত ছিল।
এখন নিশ্চয়ই আরো বেশী।

১৬ ই আগস্ট, ২০১৭ রাত ১:৪৮

রায়হানুল এফ রাজ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.