নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভালোবাসাহীন জগতের বাসিন্দা, জীবন যেখানে নীরস। প্রতিনিয়ত খুঁজে যাই ভালবাসার রূপ এবং অবগাহন করতে চাই যুক্তির সাগরে।

রায়হানুল এফ রাজ

আমি খুব সাধারণ মানুষ।পৃথিবীতে এই অল্প সময় বিচরণে আমি বুঝে গেছি আমার সম্বল একমাত্র আমি। প্রকৃতির মাঝে আমি আমিই। আমার অস্তিত্বও আমি। তাই নিজেকে নিয়ে খেলতেই আমি বেশি পছন্দ করি। মেতে থাকতে চাই যুক্তির খেলা নিয়ে।

রায়হানুল এফ রাজ › বিস্তারিত পোস্টঃ

লেখক-পাঠক-এডমিন-মোডারেটরঃ বহুমুখী সম্পর্ক

১৬ ই আগস্ট, ২০১৭ রাত ১:২৬



কিছু অপ্রিয় সত্য কথার গল্প বলি।
বেশ কিছুদিন থেকেই লক্ষ্য করছি যে কারো পোস্টেই কেউ কেউ আক্রমণাত্মক মন্তব্য করছে। এটা যে শুধু সমালোচনা করার জন্য তাই নয়, এটা এক প্রকার অসহ্য কর অবস্থায় পরিণত হচ্ছে। একেবারে সাম্প্রতিক একটা পোস্টের আলোকপাত করি। আলপনা তালুকদার আপুর পোস্টে খারাপ মন্তব্য করেছে সবার পরিচিত একজন। এই লোককে আমার ঠিক মানুষ মনে হয়না। নর্দমার কীট মনে হয়। হয়তো সত্যিই সে তাই। আমার অনেক পোষ্টেও এই লোকের অপ্রাসঙ্গিক মন্তব্য করতে দেখেছি। সাথে অনেকেরই পোস্টে।
আমরা যারা ব্লগে নিয়মিত থাকি তারা খুব সম্ভবত একটা পরিবার হয়ে গেছি। মাঝে মাঝে আড্ডা বসে ব্লগে। এই সম্পর্কটা তো একদিনে তৈরি হয়নি। এই সম্পর্ক যাতে নষ্ট না হয়ে যায়।
লেখক-পাঠকের সকল সমস্যা সমাধানের চেষ্টা করা উচিৎ এডমিন-মোডারেটর প্যানেলের। এটা অবশ্যই একটা দায়িত্বয়ের মধ্যে পড়ে।
লেখক-পাঠক-এডমিন-মোডারেটর সবাইকে নিয়ে সামু একটা পরিবার। এই বহুমুখী সম্পর্কের মাঝে কিন্তু ঢুকে গেলে অবশ্যই সেটা ভালো কিছু নয়।
আচ্ছা মাঝে মাঝে আমার মনে প্রশ্ন জাগে যারা অন্যকে বিরক্ত করেও ব্লগে টিকে আছে তারা কি "এডমিন-মোডারেটর" 'দের কেউ? নাহলে এই সব দেখেও কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। একটা বয়ে চলা সম্পর্ক নষ্ট হচ্ছে কেউই দেখছে না। এই পোস্ট থাকবে কি থাকবে না সেটা আমি জানি না। এই পোষ্টেও হয়তো খারাপ খারাপ মন্তব্য আসবে। তবে আমি বলতে চাই এই চলমান অবস্থার কারণে অনেকেই লেখার আগ্রহ হারিয়ে ফেলছেন।
কিছুদিন আগে লেখা চুরি হওয়া নিয়ে যে অবস্থা হল, তার পর থেকে অনেক ভালো ভালো লেখকের লেখা আর দেখা যায় না।
লেখক-পাঠক-এডমিন-মোডারেটর সবার সম্পর্ক ঠিক থাক। এই পরিবারে সবাই ভালো থাকুক। কেউ যেন কারো কষ্টের কারণ না হই এটা সবাই ভেবে দেখব।
শুভ ব্লগিং।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ১:৩৩

বরেন্য কবি বলেছেন: হুম কথা সত্যি

১৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

রায়হানুল এফ রাজ বলেছেন: এটা এখন সময়ের দাবি।

২| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ২:৩৭

চাঁদগাজী বলেছেন:


পরিবারে সবাই একই রকম হয় না; সবাই সবকিছু একইভাবে দেখন না; ব্লগারদের পরিবার অন্য পরিবারের মত নন, এখানে মানুষ আলোচনা করেন, সমালোচনা করেন, হিউমার করেন, লেখেন, পড়েন, নিজকে রিফাইন করেন; এটা হেটেরোজিনিয়াস পরিবার; মিল শুধু এক যায়গায়, এটা একটা নতুন জেনারেশন।

১৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

রায়হানুল এফ রাজ বলেছেন: এক ভাবে না দেখলেই যে শুধু খারাপ ভাবে দেখতে হবে এমন কোন নিয়ম আছে কি???

৩| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ৩:২৪

ঠ্যঠা মফিজ বলেছেন: সামুর অবস্থা ইদানিং খুব খারাপ মনে হচ্ছে ।

১৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

রায়হানুল এফ রাজ বলেছেন: এই অবস্থার উত্তরণ প্রয়োজন।

৪| ১৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:১২

নীল আকাশ ২০১৬ বলেছেন: ব্লগারদের সাথে এডমিনদের যে আচরণ - তাতে সামু টিকবে বলে মনে হয়না।

১৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

রায়হানুল এফ রাজ বলেছেন: হতেও পারে।

৫| ১৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৪

যাযাবর চখা বলেছেন: চাঁদগাজী বলেছেন: পরিবারে সবাই একই রকম হয় না অতি সত্যি কথা। তবে পরিবারের কেউ যদি অসুস্থ/অসংলগ্ন আচরন করে তবে অন্য সদস্যদের দায়িত্ব হয়ে যায় তাকে ঠিক পথে নিয়ে আসা, তার সুচিকিৎসার ব্যবস্থা করা।

১৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

রায়হানুল এফ রাজ বলেছেন: এটা কেউ বুঝে না কেন???

৬| ১৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৯

পান-সুপারি বলেছেন: সামুতে চাঁদগাজীর জন্য ব্লগিং বিশেষ আইনে হয়। সামুতে চাঁদগাজীর মত কমেন্ট অন্য কেউ করলে ব্যান হতে একদিনও লাগে না। আলপনা তালুকদারকে অনেকদিন ধরেই আজেবাজে কথা বলছে, সর্বোচ্চ শাস্তি হিসাবে কালকের পোস্টে চাঁদগাজীর কমেন্টটা মুছা হয়েছে দেখলাম।

১৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

রায়হানুল এফ রাজ বলেছেন: আমার তো মাঝে মাঝেই মনে হয় চাঁদগাজী এডমিন-মোডারেটরদের কেউ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.