![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারণ মানুষ।পৃথিবীতে এই অল্প সময় বিচরণে আমি বুঝে গেছি আমার সম্বল একমাত্র আমি। প্রকৃতির মাঝে আমি আমিই। আমার অস্তিত্বও আমি। তাই নিজেকে নিয়ে খেলতেই আমি বেশি পছন্দ করি। মেতে থাকতে চাই যুক্তির খেলা নিয়ে।
ট্র্যাকিং করার জন্য অন্যতম একটি আদর্শ জায়গা হচ্ছে থানচি থেকে রেমাক্রি ফলস। সবুজের সাথে মিশে, সবুজকে সাথে নিয়ে অনবদ্য এক ট্র্যাকিং ট্র্যাক হচ্ছে এই রুট। অদম্য মনোবল, হার না মানার দৃঢ় সংকল্প, লক্ষ্যে পৌঁছার অটুট মনোবল, সাথে একটা ভ্রমণ পিপাসু মন নিয়ে যে কেউই নেমে পড়তে পারেন রাস্তায়। আমি বলছি, প্রকৃতি আপনাদের হতাশ করবে না। মনটা ফ্রেস রেখে যদি দিনে ৭-৮ ঘণ্টা হাঁটতে পারেন তবে দিন শেষে কিছু অনিন্দ্য সুন্দর দৃশ্য আপনার মনের ও দেহের সকল কষ্ট ভুলিয়ে দেবে নিঃসন্দেহে।
বান্দরবান শহর থেকে এই পথ দিয়েই সবুজের মাঝে ঢুকতে হয়।
আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা
পাহাড়ে সূর্যোদয়
সবুজের মাঝে স্নিগ্ধ সকাল
সবুজের বুক ছিঁড়ে আঁকাবাঁকা মেঠো পথ
চারদিকে শুধু সবুজ আর সবুজ
পাহাড়ের উপর বসত-বাড়ি
থুইসা পাড়া (ত্রিপুরা)
থুইসা পাড়ার মানুষদের জীবন যাপন
ছোট ছোট দোকানেরও দেখা মিলবে থুইসা পাড়ায়
কিছু স্বপ্নবান তরুণ পথ চলেছে
রেমাক্রি নদী
অনেক ভালো লাগবে একবার ঘুরে আসুন।
ছবি কৃতজ্ঞতাঃ সাকিব
৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৩০
রায়হানুল এফ রাজ বলেছেন: ধন্যবাদ।
২| ২১ শে আগস্ট, ২০১৭ সকাল ৭:৪৪
খায়রুল আহসান বলেছেন: আপনার এ ছবি ব্লগ দেখে সেখানে যাওয়ার ইচ্ছেটা মাথা চাড়া দিয়ে উঠলো।
সুন্দর ছবি ব্লগ। পাহাড়ে সূর্যোদয় ছবিটা খুব ভাল লেগেছে।
পোস্টে প্লাস + +
৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৩১
রায়হানুল এফ রাজ বলেছেন: অনেক ধন্যবাদ কবি। ঘুরেই আসুন একবার।
৩| ২১ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৫৭
মরুভূমির জলদস্যু বলেছেন: সুন্দর সব ছবি, শুধু ৬ নাম্বার ছবিটা কাত হয়ে আছে।
৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৩১
রায়হানুল এফ রাজ বলেছেন: ধন্যবাদ।
ছবিটা ঠিক করে নেব।
ভালো থাকবেন।
৪| ২১ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর পোষ্ট।
আমার অক্টোবরে যাওয়ার ইচ্ছা আছে।
৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৩২
রায়হানুল এফ রাজ বলেছেন: ঘুরে এসে অবশ্যই একটা পোস্ট চাই ভাইয়া।
৫| ২১ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৪
মোস্তফা সোহেল বলেছেন: পাহাড় আমার খুব পছন্দের । যেতে পারলে তো মন্দ হত না। সময় পেলে যাব কোন একদিন।
ছবি ব্লগ ভাল লেগেছে।
৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৩
রায়হানুল এফ রাজ বলেছেন: অবশ্যই ঘুরে আসবেন। সবুজের মাঝে খারাপ লাগবে না।
৬| ২১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৬
চাঁদগাজী বলেছেন:
"কিছু স্বপ্নবান তরুণ পথ চলেছে "
-একটা ছবির ক্যাপশনে লিখেছেন, "কিছু স্বপ্নবান তরুণ পথ চলেছে "; কি স্বপ্ন এসব তরুণদের?
ভ্রমণ নিয়ে লেখা মানে এলাকার ছবি দেয়া নয়!
২১ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৪৫
রায়হানুল এফ রাজ বলেছেন: অজানাকে জানা, দেখা এগুলোও স্বপ্ন হতে পারে। যেহেতু এটা ছবি ব্লগ সেহেতু এলাকার ছবি অবশ্যই আসবে।
এইটুকু কি বোঝেন???
৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২৬
মুফিদুল বলেছেন: ভাল লিখেছেন। বান্দরবানকে এভাবে তুলে ধরার জন্য।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৪৯
রায়হানুল এফ রাজ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
২১ শে আগস্ট, ২০১৭ রাত ১:৪৩
উদাস মাঝি বলেছেন: অসাধারন !!