নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভালোবাসাহীন জগতের বাসিন্দা, জীবন যেখানে নীরস। প্রতিনিয়ত খুঁজে যাই ভালবাসার রূপ এবং অবগাহন করতে চাই যুক্তির সাগরে।

রায়হানুল এফ রাজ

আমি খুব সাধারণ মানুষ।পৃথিবীতে এই অল্প সময় বিচরণে আমি বুঝে গেছি আমার সম্বল একমাত্র আমি। প্রকৃতির মাঝে আমি আমিই। আমার অস্তিত্বও আমি। তাই নিজেকে নিয়ে খেলতেই আমি বেশি পছন্দ করি। মেতে থাকতে চাই যুক্তির খেলা নিয়ে।

রায়হানুল এফ রাজ › বিস্তারিত পোস্টঃ

সকলের ঈদ সমান নয় তবুও ঈদ মোবারক

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৯



সারাদেশে ত্যাগের মহিমায় উদযাপিত হয়েছে ঈদ-উল-আযহা।
আজকের এই দিনটি সকল মুসলমানের জন্য ত্যাগ আর খুশির হলেও অনেক সীমাবদ্ধতার মধ্য দিয়ে অশ্রু সিক্ত চোখে অনেককেই পালন করতে হয়েছে আজকের ঈদ। মনে কষ্ট নিয়ে কখনো ঈদ পালন করা যায় না। ঈদ মানেই খুশি। সবার খুশি মানেই হচ্ছে ঈদ।
হাসপাতালের সাদা বিছানায় কিংবা স্যাঁতস্যাঁতে মেঝেতে অনেক ব্যাথা নিয়ে কাতর হয়ে অনেকেই ঈদ পাড় করেছেন। কিংবা সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অনেক কারণেই কষ্ট নিয়ে ঈদ পালন করেছেন অনেকে।
গত ঈদেও অনেকের বাবা ছিল, মা ছিল, কিন্তু এই ঈদে নেই। এক জন বাবা হারা, মা হারা সন্তানই বুঝে মা-বাবা ছাড়া ঈদ না করার অনুভূতি। আমি আমার বাবাকে দেখে আজ সেটা বুঝেছি। গত ঈদেও দাদি ছিল। আজকে দাদির ঘরে সবার নিশ্চুপ বসে থাকা দেখে বুঝেছি মা ছাড়া আজকে ঈদই মনে হয়নি কারো।
বিশেষ করে আরাকান রাজ্য থেকে অত্যাচার ও নির্যাতন সহ্য করতে না পেরে যারা জীবন নিজের হাতের মুঠোয় করে সীমান্তে মানবেতর জীবন যাপন করছেন তাদের আজ ঈদ বলে কিছু নেই। একদল মুসলমান জীবন বাঁচানোর জন্য পথে পথে ঘুরছে, অন্য মুসলমানরা কীভাবে ঈদ করবে?



ধনী আর গরীবদের ঈদ এক নয়। তবুও মহান আল্লাহ্‌'তায়ালা যে ব্যবস্থা দিয়েছেন তার কারণে আজকের এই দিনে গরীবরাও ভালো একটু খেতে পারে।
আর যাদের মনে অনেক খুশি ছিল, যাদের ছিলনা কোন কষ্ট তাদের ঈদ হয়েছে অন্য রকম।
যাই হোক ঈদের মহিমাও ত্যাগের বদৌলতে মুসলিম উম্মাহর উপর শান্তি বর্ষিত হোক। শান্তি বিরাজ করুক সকলের উপর।
সকলের ঈদ সমান নয় তবুও সকলকে জানাই ঈদ মোবারক।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৩

বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৬

রায়হানুল এফ রাজ বলেছেন: অনেক ধন্যবাদ বিজন রয় ভাই। ঈদ মোবারক।
কেমন আছেন???

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫০

ধ্রুবক আলো বলেছেন: তবুও সবাইকে ঈদ মোবারক।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৬

রায়হানুল এফ রাজ বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঈদ মোবারক

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৩

রায়হানুল এফ রাজ বলেছেন: ঈদ মোবারক আপু। দোয়া করবেন।

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৭

মনিরা সুলতানা বলেছেন: ঈদ শুভেচ্ছা !!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৪

রায়হানুল এফ রাজ বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা আপু। ঈদ মোবারক।

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২৪

উম্মে সায়মা বলেছেন: ঈদ মুবারক.....

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৪৮

রায়হানুল এফ রাজ বলেছেন: ঈদ মোবারক আপ্পি।

৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৬

ইসমাইলহোসেন০০৭ বলেছেন: ঈদ মোবারক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.