নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভালোবাসাহীন জগতের বাসিন্দা, জীবন যেখানে নীরস। প্রতিনিয়ত খুঁজে যাই ভালবাসার রূপ এবং অবগাহন করতে চাই যুক্তির সাগরে।

রায়হানুল এফ রাজ

আমি খুব সাধারণ মানুষ।পৃথিবীতে এই অল্প সময় বিচরণে আমি বুঝে গেছি আমার সম্বল একমাত্র আমি। প্রকৃতির মাঝে আমি আমিই। আমার অস্তিত্বও আমি। তাই নিজেকে নিয়ে খেলতেই আমি বেশি পছন্দ করি। মেতে থাকতে চাই যুক্তির খেলা নিয়ে।

রায়হানুল এফ রাজ › বিস্তারিত পোস্টঃ

সমুদ্রের খুব কাছে

১৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫



পড়ন্ত বিকেলের ঠিক শেষ প্রান্তে,
যখন প্রকৃতি সারাদিনের কর্মযজ্ঞ শেষে অবসরে যাবে,
ঠিক সেই সময়টাতে তোমাকে পাশে নিয়ে
সূর্যকে আলিঙ্গন করা সমুদ্রের পাশে বসব।
জুড়িয়ে যাওয়া বালুকাবেলায়,
সমুদ্রের গর্জনের সাথে,
গাঢ় লালে ছেয়ে যাওয়া আকাশকে নিয়ে,
প্রেমোপাখ্যান পড়ে শোনাব তোমাকে।
তুমি মুগ্ধতায় ছেয়ে আকাশ পানে তাকিয়ে,
উদ্ঘাটন করবে সমুদ্র-নীলের রহস্য।
আর আমার মুগদ্ধতা সুবাস ছড়াবে,
তোমার অপরুপতায়। যেখানে বন্দী-
আমার উদীপ্ত অস্তিত্ব।

লেখকঃ রায়হানুল ফেরদৌস রাজ
সত্ত্বঃ লেখক
ঝিনাই-কুঁড়ির পাড়
পঞ্চগড়।
ছবিঃ ইন্টারনেট

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:০৭

মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দর , ভাল লাগা রইল

১৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:১০

রায়হানুল এফ রাজ বলেছেন: ধন্যবাদ ভাইয়া। শুভকামনা রইলো।

২| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:১৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩১

রায়হানুল এফ রাজ বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।

৩| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ৯:০৬

ভ্রমরের ডানা বলেছেন:

সমুদ্র কাব্যে ভাল লেগেছে খুব! কবির স্বপ্ন কবিতাকে করেছে মোহনিয়া!

১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১৯

রায়হানুল এফ রাজ বলেছেন: স্বপ্ন নিয়েই বেঁচে আছি প্রতিনিয়ত। আপনার মন্তব্য আরও অনুপ্ররনা জাগালো।

৪| ১৬ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৪৫

রাজীব নুর বলেছেন: আপনার কবিতা পড়ার পর মনে হলো অনেকদিন সমুদ্রের কাছে যাই না।

১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২১

রায়হানুল এফ রাজ বলেছেন: নুর ভাই ঘুরে আসুন। শুনেছি সমুদ্রের পাশে বসে থাকলে নাকি মন বড় হয়। এই একটা কারণেই সমুদ্রের কাছে ছুটে যেতে ইচ্ছা করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.