নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভালোবাসাহীন জগতের বাসিন্দা, জীবন যেখানে নীরস। প্রতিনিয়ত খুঁজে যাই ভালবাসার রূপ এবং অবগাহন করতে চাই যুক্তির সাগরে।

রায়হানুল এফ রাজ

আমি খুব সাধারণ মানুষ।পৃথিবীতে এই অল্প সময় বিচরণে আমি বুঝে গেছি আমার সম্বল একমাত্র আমি। প্রকৃতির মাঝে আমি আমিই। আমার অস্তিত্বও আমি। তাই নিজেকে নিয়ে খেলতেই আমি বেশি পছন্দ করি। মেতে থাকতে চাই যুক্তির খেলা নিয়ে।

রায়হানুল এফ রাজ › বিস্তারিত পোস্টঃ

দেশের জন্য

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪৪



আপনারা যারা বাংলাদেশকে নিয়ে কথায় কথায় হতাশা প্রকাশ করেন তাদের কেউই এই দেশের তরুণদের নিয়ে কোন আপডেট জানেন না। বাংলার তরুণরা কোনদিন পিছিয়ে ছিলনা। কোনদিনই না। সেই দেশ ভাগের আগে থেকেই তাদের চেতনা দেশ মাতৃকার জন্য। তবে ১৯৪৭ থেকে শুরু করে আজকে পর্যন্ত এই দেশের তরুণদের দিকে তাকিয়ে দেখুন। সবাই একেকটা নক্ষত্রের মত জ্বলজ্বল করছে।
সব থেকে অবাক করা বিষয়, এতো পরিমাণ স্বেচ্ছাসেবক গ্রুপ নীরবে নিভৃতে কাজ করছে এবং তাদের কাজের পরিধি এতোটাই বিস্তৃত যে ভাবতে গেলেই অবাক হতে হয়। এমন কিছু গ্রুপ প্রতিনিয়ত আমাদের আশে পাশেই কাজ করে যাচ্ছে।
স্বপ্নালোড়ন
বিদ্যানন্দ
পথ শিশুদের জন্য এক টাকার মিল
ভলান্টিয়ার ফর বাংলাদেশ
বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টার
টেন মিনিট স্কুল
কান পেতে রই
বিভিন্ন রক্ত দানকারী স্বেচ্ছাসেবক গ্রুপঃ বাঁধন, নিরব, সন্ধানী
আরও অনেক স্বেচ্ছাসেবক গ্রুপ আছে। লক্ষ্য লক্ষ্য তরুণ দিন রাত কাজ করে যাচ্ছেন এই সব স্বেচ্ছাসেবক গ্রুপে।
সবাই সবার জায়গা থেকে দেশটার জন্য কাজ করে যাচ্ছে। আপনাদের কাছে অনুরোধ আপনারা যে যার জায়গা থেকে আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন।
আর সাহায্য না করতে পারলেও অন্তত তরুণদের তাদের কাজ থেকে ফেরাবেন না। তরুণরা জেগেছে। দেখবেন দেশটা একদিন সত্যি বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।

ছবিঃ ইন্টারনেট

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২১

আকিব হাসান জাভেদ বলেছেন: তরুণ প্রাণ জেগে উঠুক
কর্মঠ সু চিন্তা্য় দেশ গঠনে
পাশে থেকে করিবো সাহায্য
যেনো না পড়ে পিছিয়ে ।

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪৭

রায়হানুল এফ রাজ বলেছেন: ধন্যবাদ। তরুণরাই এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশ।

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৩

রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪২

রায়হানুল এফ রাজ বলেছেন: ধন্যবাদ নূর ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.