নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভালোবাসাহীন জগতের বাসিন্দা, জীবন যেখানে নীরস। প্রতিনিয়ত খুঁজে যাই ভালবাসার রূপ এবং অবগাহন করতে চাই যুক্তির সাগরে।

রায়হানুল এফ রাজ

আমি খুব সাধারণ মানুষ।পৃথিবীতে এই অল্প সময় বিচরণে আমি বুঝে গেছি আমার সম্বল একমাত্র আমি। প্রকৃতির মাঝে আমি আমিই। আমার অস্তিত্বও আমি। তাই নিজেকে নিয়ে খেলতেই আমি বেশি পছন্দ করি। মেতে থাকতে চাই যুক্তির খেলা নিয়ে।

রায়হানুল এফ রাজ › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা ভালোবাসা ভালোবাসা

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৭



কাউকে ভালোবাসলে তার পুরোটা নিয়েই ভালোবাসা উচিৎ। তার পুরোটা মানে ঠিক পুরোটাই।
সেই মানুষটা যদি অন্য কাউকে ভালোও বাসে তবে সেই মানুষটার ওই ভালোবাসার মানুষটাকেও ভালবাসতে হবে। যাকে ভালোবাসবেন তার সুখটা যদি নাই বা মেনে নিতে পারেন তবে সেই ভালোবাসার কথা মুখে নিয়ে আসা কোন ভাবেই আপনার ঠিক না। অন্তত আপনার মুখে ভালোবাসার কথা মানায় না।
আপনি যাকে ভালবাসেন তাকে তো আপনি সুখেই রাখতে চান। তবে সেই মানুষটা যদি মনে করে যে আপনার সাথে তার সুখে থাকা সম্ভব না তবে সে তো অন্য কাউকে খুঁজে নিবেই। অন্য কাউকে নিয়ে সে যদি সুখে থাকে তবে আপনার অবশ্যই তাকে সেভাবেই সুখে থাকতে দেওয়া উচিৎ।
ভালোবাসা সব সময়ই পবিত্র। কিন্তু নিজের স্বার্থের জন্য অন্যকে সুখ থেকে সরিয়ে নিয়ে আসা কোন ভাবেই পবিত্র কোন কাজ হতে পারেনা।
ভালোবাসার মানুষের নেগেটিভ দিকগুলো আগে না দেখে পজিটিভ দিকগুলো আগে দেখুন। তারপর নিজের মতো করে প্রিয় মানুষটার সকল নেগেটিভ দিক পজিটিভে পরিণত করুন।
নিজের দিকে তাকিয়ে দেখুন আপনি পৃথিবীর অন্যতম সুখী মানুষ।

রায়হানুল ফেরদৌস রাজ
ঝিনাই-কুঁড়ির পাড়
পঞ্চগড়।

ছবিঃ ইন্টারনেট

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩৩

চাঙ্কু বলেছেন: ভালুবাসা মেলা দামি! এক রুমের ভালুবাসা ভাড়া নিতে গেলেই এক মাসের বেতন চলে যায়। আফসুস

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৭

রায়হানুল এফ রাজ বলেছেন: কি বলেন ভাই, এক মাসের বেতন!!!

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৭

রাজীব নুর বলেছেন: ভালোবাসাবাসির মধ্যে সময় অপচয় না করে লেখা পড়ার সময় পার করা অনেক ভালো। অথবা কর্মে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৮

রায়হানুল এফ রাজ বলেছেন: তা যা বলেছেন। তবুও মানব মন

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৪

কানিজ রিনা বলেছেন: এটা আবার কোন ধরনের ভালুবাসা, যাকে
মন প্রান দিয়ে ভালবাসা সে অন্য আরও
ভাল বাসায় জড়ায় তা মেনে নেয়া পবিত্র।
তাই হয় নাকি জনে জনে ভালবাসা সেটা
পবিত্র হয় কেমনে? ভালবাসা অসীম সত্যিকার
ভালবাসার অসীমতা দিয়ে একজনকে ভালবাসা
টিকে রাখার নাম প্রেম। জনে জনে ভালবাসা
কখনও প্রেম হয়না তা অবিত্র। প্রেম হোল
পরম আল্লাহর এক নাম পরম। পরমতা
পেতে হলে সকল রকম ভালবাসা দিয়ে একজন কে ভালবাসাই প্রেম। সত্যিকার
নারী পুরুষ এক প্রেমেই সকল ভালবাসার
অসীমতা দিয়ে পরমে পৌছাতে পারে।
জনে জনে ভালুবাসা দৈহিক আবেগ
এ আবেগে বিবেক নষ্ঠ হয়। ভাল থাকুন।

১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:০১

রায়হানুল এফ রাজ বলেছেন: রিনা আপু, আমার কাছে ভালোবাসা মানে এটাই।

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৩

আহমেদ জী এস বলেছেন: রায়হানুল এফ রাজ ,





আমার মনে হয় আপনার এই লেখাটি পড়ে দেখা উচিৎ -----“লভ এ্যান্ড রোমান্স” । সখি ভালোবাসা কারে কয়......

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৫

রায়হানুল এফ রাজ বলেছেন: অবশ্যই পড়ব ভাইয়া।

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৬

আমি ৎৎৎ বলেছেন: ভালো লেগেছে !!!!!!!!!

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৯

রায়হানুল এফ রাজ বলেছেন: ভালো লেগেছে জেনে প্রীত হলাম।
শুভকামনা জানবেন।

৬| ২২ শে জুন, ২০১৯ সকাল ৯:৩৫

খায়রুল আহসান বলেছেন: একটি চমৎকার দর্শন যেন এ পোস্টে উঁকি দিয়ে গেল!
আপনার ভাবনাটি বেশ উদার মনের পরিচায়ক।
২ নং প্রতিমন্তব্যটি ভাল লেগেছে - "তবুও মানব মন"!

১৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৪

রায়হানুল এফ রাজ বলেছেন: ধন্যবাদ কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.