নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন...

rainbristi

জানতে চাই,শিখতে চাই...

rainbristi › বিস্তারিত পোস্টঃ

সাবাশ অর্থমন্ত্রি সাবাশ আওয়ামীলীগ...পুঁজি বাজারে আজ সর্বনিম্ন লেনদেন!!!

১৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

আজ ফেবু খুলতেই দেখি এক বর ভাইয়ের স্ট্যাটাস সাবাশ অর্থমন্ত্রি সাবাশ আওয়ামীলীগ...পুঁজি বাজারে আজ সর্বনিম্ন লেনদেন!!!



ডিএসইতে আজ (১৫ জানুয়ারী,২০১৩)১০৪ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৫ কোটি টাকা কম। একই সঙ্গে আজকের লেনদেন গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০০৮ সালের ৮ জানুয়ারি ডিএসইতে ৮১ কোটি টাকার লেনদেন হয়েছিল। এ ছাড়া ২০১১ সালের ২০ জানুয়ারি এখানে ৬৮ কোটি টাকার লেনদেন হয়। তবে সেদিন মাত্র পাঁচ মিনিট লেনদেন হওয়ার পর লেনদেন বন্ধ করা হয়েছিল। এ হিসেবে ২০১১ সালের ২০ জানুয়ারির লেনদেন বাদ দিলে আজকের লেনদেন পাঁচ বছর মধ্যে সর্বনিম্ন।-প্রথম আলো



আসলে শেয়ার মার্কেট নিয়ে খোজখবর নেয়া হয় না ।আমার মত আর ও অনেক লোক এই সরকারের ডিজিটাল কেলেঙ্কারির মাধ্যমে শেয়ার খেলাপী হইছেন...আমি ছাত্র জীবন থেকে IPO করতাম পরে ২০০৮ সাল থেকে Secondary মার্কেট এ বিনিয়োগ করি। কিন্তু কি হোল !!ভালই চলল বছর ২ ইয়েক এর পর ........................... আমার মার্চেন্ট ব্যাঙ্ক থেকে লোন অ্যাডজাস্ট করতে বলে,আমি হয়ে গেলাম শেয়ার খেলাপী..।।



প্রধানমন্ত্রী তার ভাষণে অনেক সফলতার কথা বললেন কিন্তু শেয়ার বাজার কেলেঙ্কারির সাথে যারা জরিত তাদের কে কি Treatment দিছেন কিছু বললেন না,বললেন শেয়ারবাজার এর উন্নয়নে অনেক পদক্ষেপের কথা!!



সাবাশ আওয়ামীলীগ ,সাবাশ অর্থমন্ত্রি......

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

হেডস্যার বলেছেন: বুড়া ছাগলটা আবার বড় বড় কথা বলে।
রাবিশ। অকর্মন্য গর্দভ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.