| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রজন্ম চত্বরের ফেচবুক পেজ এ এ সব কি হচ্ছে? এটা কি নির্দলীয় থাকবে? আমরা ফাঁসি চাইতে গেছি কার কুৎসা বা নিন্দা ব্যক্তিগত আক্রমন করতে যাই নাই। আমার চেনা অনেক বিএনপির লোকজন ও গেছে। কিছু লিঙ্ক দিচ্ছি আর পাঠকের কমেন্ট তুলে দিলাম বাকি টা আপনারা বিচার করুন।
এইখানে ক্লিক করুন
Hasib Rokib প্রজন্ম চত্বর - "Projonmo Chottor এর ভাবছিলাম সব ব্লগার মনে হয় নিরদলিও, কিন্তু এই লেখা আর ফটো দেখে sure হলাম যে এখানেউ দলিও আছে, এই ছবিটা কি এই সময়ের? না, এটা অনেক আগের। আর উনি যাই হোক উনি আমাদের দেশের একজন প্রধানমন্ত্রী ছিলেন। এখন প্রধান বিরোধী দল। আজ তাকে নিয়ে বাজে মন্তব্য করা র শেখ হাসিনা বা এরশাদ কে নিয়ে মন্তব্য করা একি কথা। আমরা কোন দল দেখে আন্দোলন করি না, আমরা চাই বাংলাদেশের সব রাজাকারের ফাঁসি হোক। সে যেই হোক না কেন, কিন্তু এইসব পোস্ট কেন আসবে? কেন এই আন্দোলনকে দলিও ভাবে নিতে চাইতেসে?"
আমাকে এই বার ছাগু বলে ইচ্ছা মত গালি দেন। আপনাদের এই রকম আচরণের জন্যই শাহবাগের আন্দোলন আজ সরকার দল এশে দলীয় করে ফেলেছে আর জামাত শিবির এই সুযোগ টাই নিচ্ছে। সময় নাই সব ভেদাভেদ ভুলে আশুন একটাই দাবি ফাঁসি ফাঁসি এই অবস্থানে ফিরে আসি।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২১
২|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৩
গল্পসল্প বলেছেন: প্রজন্ম চত্তরের অফিসিয়াল সাইট সম্পর্কে আমাদের কিছু তথ্য গত ভুল আছে। প্রজন্ম চত্তরের নামে বেশ কিছু পেজ তৈরি করা হয়েছে যে খানে কিছু বিভ্রান্তিকর তথ্য প্রকাশ পাচ্ছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন গোষ্ঠি এ সমস্ত গৃর্ন্ন কাজ পরিচালনা করছে এতে আমরা ভীত নই।
জয় বাংলা।
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১০
ভার্চুয়াল সেলেব্রেটি বলেছেন: আমি যতদূর জানি প্রজন্ম চত্বরের অফিসিয়াল পেজ এটা https://www.facebook.com/boan.bd