নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন...

rainbristi

জানতে চাই,শিখতে চাই...

rainbristi › বিস্তারিত পোস্টঃ

ভিটামিন-এ নিয়ে অপপ্রচার ও কিছু কথা

১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২২

অনেক নামকরা ব্লগার এবং সাংবাদিক ভাই সহ প্রজন্মচত্তর ফেসবুক অফিসিয়াল ফ্যান পেজ এ একটা ব্যাপার আমার দৃষ্টি কারল। দেখলাম ভিটামিন এ -টিকা নিয়ে লিখেছেন -ভিটামিন এ টিকা নিয়ে অপপ্রচার করতেছে ছাগুরা/জামাত শিবির কারন-- সহজ হিসাব। ভিটামিন এ খাইলে বাচ্চাদের চোখ ভালো থাকবে, এরা বড় হইয়া চাঁন্দে সাঈদী দেখতে পাবে না।এরা রাজাকার চিনতে পারবে। ভালো মন্দ আলাদা করতে পারবে। তাই তাদের এতো অপপ্রচার !!"



আমার অনুরোধ আপনারা আরো দায়িত্তশীল আচারন করুন এমন কিছু করবেন না যেন আপনাদের ভুমিকা বিতর্কিত কয়ে যায়। আসলেই কি এইগুলা অপপ্রচার? আসুন কিছু নামকরা পেপার কাটিং দেখি তারা কি বলছে/বলেছে এইবারের এই ভিটামিন এ টিকা নিয়ে।



১। প্রথম-আলো ১০/১/২০১৩- শিশুদের ভিটামিন খাওয়ানো অনিশ্চিত হয়ে পড়েছে। সন্দেহের কারণ: পরীক্ষার দুটি প্রতিবেদনই প্রথম আলোর কাছে আছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন অধ্যাপক বলেছেন, এ পরীক্ষার সময় আন্তর্জাতিক রীতি অনুসরণ করা হয়নি। পক্ষপাতের ঝুঁকি এড়াতে নমুনা পাঠানোর সময় পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম-ঠিকানা লুকিয়ে রাখা হয়।বিস্তারিত-

Click This Link



২। কালের কন্ঠ ১৮/৬/২০১২- এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের একটি সূত্রে জানা যায়, এবার প্রাথমিকভাবে মনোনীত অলিভ হেলথ কেয়ার এর আগে বাংলাদেশে সরকারিভাবে কখনো কোনো ওষুধ সরবরাহ করেনি। এ ছাড়া বিশ্বব্যাংকের পর্যবেক্ষণে যে ঘাটতির কথা বলা হয়েছে, তা পূরণের জন্য সিএমএসডি থেকে চিঠি দেওয়া হলেও ওই প্রতিষ্ঠান তা দিতে পারেনি। ফলে এখন পুরো দরপত্র প্রক্রিয়াই নতুন করে শুরু করার অবস্থা সৃষ্টি হয়েছে। তবে অভিযোগ রয়েছে, একটি প্রভাবশালী মহল বিশ্বব্যাংকের আপত্তি ধামাচাপা দিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে দৌড়ঝাঁপ শুরু করে ভারতীয় কম্পানিটিকেই কাজ দেওয়ার জন্য।বিস্তারিত-

Click This Link



৩। পরিবর্তন ডট কম ১১/০৩/২০১৩- গুরুতর অভিযোগ : মানহীন কোম্পানি থেকে ভিটামিন 'এ' ক্যাপসুল সরবরাহ--তিনবার তারিখ পরিবর্তন করে অবশেষে ১২ মার্চ দেশের আড়াই কোটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। তবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল সরবরাহ করা হয়েছে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ ভারতীয় ‘অলিভ হেলথ কেয়ার’ নামক একটি মানহীন কোম্পানি থেকে। বিস্তারিত-

Click This Link



এইবার পাঠক বুঝে গেছেন নিশ্চয় আমি কত বড় ছাগু!!ছাগু হিসেবে গালি দেন ইচ্ছামত তার আগে প্রথম-আলো, কালের-কন্ঠ রে একবার দিয়ে নিয়েন।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

Ruhul বলেছেন: শুধু বিশেষ গুষ্টিকে দুষ দিয়ে লাভ কি? ২/৩ দিন আগে বদলে যাওয়া "প্রথম আলো" এই ক্যাপসুলের মান নিয়ে একটা রিপোর্ট করছে যা পড়লে যেকোন পাঠক তার বাচ্চাকে ১২ তারিখে ভিতামিন এ ক্যাপসুল খাওয়াতে একবার চিন্তা করবে । আমি নিজেও কনফিউজড ছিলাম।

১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

rainbristi বলেছেন: ঠিক বলছেন ভাই, আমি ও আমার আত্মীয় স্বজনদের এই ওসুদ খাওয়াতে না করেছি,ভিটামিন এ এর অই ইউনিট বাইরে থেকে কিনে খাওয়ানোই ভাল মনে হইছে আমার কাছে।

২| ১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

উরা-ধুর০০৭ বলেছেন: র তে রেইন বৃষ্টি......... তুই রাজাকার........ আমি মুক্তিযোদ্ধা............... =p~ =p~ =p~ =p~ =p~ =p~

সরি ভাই.......... একটু ফান করলাম.............

আর ইনফো তা সেয়ার করার জন্য ধন্যবাদ................

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৫

rainbristi বলেছেন: অনেক ধন্যবাদ। এইবার দেখেন গাইবান্ধায় অনেক শিশু অসুস্থ এই ভিটামিন খেয়ে।
Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.