নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন...

rainbristi

জানতে চাই,শিখতে চাই...

rainbristi › বিস্তারিত পোস্টঃ

গ্রামীন ফোনের ফাঁদে পা দিবেন না ।

১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

গুরুত্তপুর্নঃ ফাঁদে পা দিবেন না । গ্রামীণফোন এর ১৯৯৯ টাকার অফার এ রিচার্জ করলে হ্যান্ডসেট!!আপনার লোকেশন এক জায়গায় হ্যান্ডসেট বলবে নিতে আরেক জায়গা থেকে !আর হরতাল বা কোন কারনে সময় মত না নিতে পারলে ওই তারিখের একদিন পরে গেলে পাবেন না । নিজে ভুক্তভোগী । যদিও হরতালে তাদের জিপিসিএফ (মার্কেটের দোকান এর মত) খোলা থাকে কিনা সন্দেহ আছে ।

উল্লেখ্যঃ আমার নিজের নম্বরে আমি ১৯৯৯ টাকা রিচার্জ করি কিছুদিন পর gp থেকে sms দেয় হ্যান্ডসেট নিতে মিরপুর-১০ শাহ-আলী মার্কেটে GPCF থেকে হ্যান্ডসেট নিতে ।



** আপনি থাকেন সিরাজগঞ্জ আপনারে যদি বলে হ্যান্ডসেট নিতে নারায়ণগঞ্জ থেকে তাহলে কি করবেন !!! সাধু সাবধান ।



মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

হেডস্যার বলেছেন:
আরে জিপি কিছু ফ্রী দিলে ও সেই অফার লই না....আবার ১৯৯৯ টাকা রিচার্জ কইরা নিমু হ্যান্ড সেট !!

২০০০ টাকা দিয়া একটা সস্তা সেট কিনার ক্ষমতা আল্লাহ দিছে।
জিপির অফারে আমি ইয়ে করি।

১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

rainbristi বলেছেন: স্যার, আমার মাসে এমনি ২০০০-৩০০০ টাকা যায় ফোন বিল, ভাবলাম একেবারে রিচার্জ করলে যদি একটা সেট পাওয়া যায় !!

২| ১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

সেমিবস বলেছেন: হেডস্যার বলেছেন:
আরে জিপি কিছু ফ্রী দিলে ও সেই অফার লই না....আবার ১৯৯৯ টাকা রিচার্জ কইরা নিমু হ্যান্ড সেট !!

২০০০ টাকা দিয়া একটা সস্তা সেট কিনার ক্ষমতা আল্লাহ দিছে।
জিপির অফারে আমি ইয়ে করি।

৩| ১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

হেডস্যার বলেছেন:
না আপনার দোষ দিতেছি না। আমি আরো কয়েকজনের কাছে শুনছি ঢাকার বাইরে থেকে ও নাকি সেট সংরহ করতে বলছে।
আমি ঢাকা থাকি আমারে যদি বলে আপনি ঠাকুরগাও থেকে সেট নেন তাইলে তাদেরকে কি করা উচিত !! X(( X(( X((

১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

rainbristi বলেছেন: স্যার, এত ভাবি নাই শুরু তে যে জিপি রাজনীতিবিদদের মত আচারন করবে । পুরাই ফাউল ।

৪| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:০০

আদরসারািদন বলেছেন: আর হিডেন চার্জ এর কথা তো কিছু বললেন না ভাই.........ও আরেক টা কথা, সচেতনতার জন্য শেয়ার দিলাম ফেসবুকে

১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:১৪

rainbristi বলেছেন: অনেক ধন্যবাদ । গ্রামিনফোন আসলেই রাজনীতিবিদ ভাই ।

৫| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২৮

মোঃ আনারুল ইসলাম বলেছেন: এই ইবলিশফোনের কোন অফার গ্রহন করিই না।

৬| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৪

মামুন নজরুল ইসলাম বলেছেন: সতর্ক করার জন্য ধন্যবাদ।

১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৬

rainbristi বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই । আর আমার প্রাপ্য জিনিস যেদিন খুশি নিব বা একদিন ২ দিন লেট হলে দিবে না ,এটা কেমন বুলশিট কথা বার্তা ভাই !

৭| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১৫

ওপেস্ট বলেছেন: হারামির ফোন

৮| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৩

নীলতিমি বলেছেন: জিপি অফার দিলে নিতে হবে কেন !!
আপনার সাবধানবাণী তো আপনিই নিজে শোনেন নাই ! :P :P :P

লোভ বড়ই বিচিত্র জিনিস ! =p~ =p~

৯| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৭

সাইফুর রহমান পায়েল বলেছেন: নীলতিমি, লেখক ভুক্তভোগী হোয়েছেন বলেই লেখাটা দিতে পেরেছেন। না হলে তিনিও জানতেন না। লেখক লিখেছেন আমাদের সাবধান করার জন্যও। সেটা বুঝতে হবে।

১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১৬

rainbristi বলেছেন: অনেক ধন্যবাদ । আর লিখাটা অতি চালাকদের জন্য না ,এটা উল্লেখ করা উচিৎ ছিল ।

১০| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৫

নীলতিমি বলেছেন: @সাইফুর রহমান পায়েল: আমি সরাসরি ভুক্তভুগি না হয়েও বাটপাড়দের চিনি। দেখে, পড়ে এবং বুঝেশুনে এই অভিজ্ঞতা হয়েছে।

যারা এসবেও শেখেনা - ঠেকে শেখা ছাড়া তাদের উপায় কী? /:) /:)



যাইহোক, আপনাকে এবং লেখক উভয়কেই ধইন্যা :)

১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১৪

rainbristi বলেছেন: বিচিত্র আমার দেশ !! ভাইয়া একটা অপারেটর অফার দিছে আমি নিলাম, টকটাইম তো লাগেই ! এইখানে লোভের কি আছে, বা ঠেকে শেখার কি আছে ! আর সবাই তো আপনার মত চালাক হবে না ,ভাই আমি নর্থ বেঙ্গল মানুষ বলেই হয়ত আপনার মত স্মার্ট না, মফিজ । আমার শরীরে আয়োডিন এর বড়ই অভাব বোধ করছি আপনার মন্তব্য দেখে ।

১১| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৩

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: any offer, whatever the company is, be coution.

there is no FREE lunch in the world.

(for unknown reason, my BIJOY keyboard is not working)

১২| ১২ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

নীলতিমি বলেছেন: অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট কথা ফলো করেন।

আয়োডিনে ব্যাখ্যা টা মন্দ বলেননি - সত্য বলেই মনে হচ্ছে আপনার কথা শুনে ! /:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.