![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন নিভৃতচারী ব্যক্তি। আমার সবাইকে পড়তে ভালোলাগে। আমি সবকিছু সহজে বলতে বা করতে সংকোচ বোধ করি। ভয় পাই যেন আমার কথায় বা লিখায় যেন কেউ আঘাত না পায়। আমি সবকিছু পর্যবেক্ষন করি আমার আপন আলোকে। তবে আমি কারোও ভালো কাজকে সবসময় উৎসাহিত করি।
বর্তমানে সারা বিশ্ব তাকিয়ে আছে বৃটেনের জাতীয় নির্বাচন এর দিকে।
আমি একজন হতভাগ্য বাংলাদেশী হিসাবেও তাকিয়ে আছি এই নির্বাচনের দিকে।
আমি গর্বিত যে সেই দেশের সাধারন নির্বাচনে ১২ জন বাংলােদেশী বংশোদ্ভূত ব্যক্তি সেই নির্বাচনে অংশগ্রহণ করেছে। আপনি ব্যক্তিগত ভাবে সেই ১২ জনের চরিত্র কিংবা ব্যক্তিগত জীবন সম্পর্কে যদি খোঁজ খবর নেন যা সেই দেশের নির্বাচন কমিশনের প্রাপ্ত তথ্যের সাথে প্রায় পুরোপুরি মিলে যাবে।
অথচ আমাদের দেশের জাতীয় নির্বাচনে যদি সেই ১২ জন ব্যক্তিই যদি অংশগ্রহণ করত তাহলে আমরা কি দেখতে পেতাম। দেখা যেত তারা চলমান নির্বাচনকালীন সময়ে হয় পেশিশক্তি ব্যবহার করতেন বা অবৈধ টাকার ছড়াছড়ি করতেন।
মানুষ আসলে পরিবেশের উপর পুরোপুরি নির্ভরশীল হতে বাধ্য হয়। কারন একটি ভালো পরিবেশ মানুষকে ভালো হতে বাধ্য করে। মানুষ স্বভাবগত ভাবেই কারো নিয়ন্ত্রণাধীন হতে পছন্দ করে।
আমি শুধু আশাবাদী হয়ে ভাবতে চাই কবে আমার বাংলাদেশের পরিবেশ মানবীয় হবে, সহনীয় হবে !!!! পারবো কি সেই দিন দেখে যেতে জানিনা...............
©somewhere in net ltd.