নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মধুর গরল

েরজাউল বারী

আমি একজন নিভৃতচারী ব্যক্তি। আমার সবাইকে পড়তে ভালোলাগে। আমি সবকিছু সহজে বলতে বা করতে সংকোচ বোধ করি। ভয় পাই যেন আমার কথায় বা লিখায় যেন কেউ আঘাত না পায়। আমি সবকিছু পর্যবেক্ষন করি আমার আপন আলোকে। তবে আমি কারোও ভালো কাজকে সবসময় উৎসাহিত করি।

েরজাউল বারী › বিস্তারিত পোস্টঃ

ঢাকার অটো সিগন্যাল সমস্যা ঃ সমাধান কোথায় ?

১৮ ই মে, ২০১৫ রাত ১০:১৯

ঢাকা শহরে দিন তিনেক পেরিয়ে চতুর্থ দিনের মত অটো সিগন্যাল চালু হয়েছে।
উত্তর ও দক্ষিণ দুই সিটি কর্পোরেশনের মূল রাস্তাগুলো এই সিস্টেমের আওতায় এসেছে। শুরু হয়ে গেল তীব্র যানযট। অনেকে অনেক রকম কথা বলছেন যে নতুন পদ্ধতি কার্যকর হতে সময় লাগবে, অভিজ্ঞতার অভাব ইত্যাদি। আমার কাছে মনে হয় ঢাকার মূল সমস্যা হলো ৩ টি।
১। অধিক জনসংখ্যা
২। প্রয়োজনের অতিরিক্ত যানবাহন। কোন ফ্যামিলি বা প্রতিষ্ঠানে প্রয়োজনের অতিরিক্ত গাড়ী ব্যবহার করা। দেখা যায় সামান্য একটু রাস্তা হেটে গেলেই চলে কিন্তু না আমার আছে লেটেস্ট মডেলের গাড়ী মানুষকে দেখাতে হবে তো।
৩। ট্রাফিক আইন মানতে অনীহা। যে যত কথাই বলুক আমাদের বাঙ্গালীদের রক্তে মিশে আছে নিয়ম না মেনে চলা। যেখানে সেখানে গাড়ী পার্কিং করতে আমাদের কোন জুড়ি নেই। কথাটা বিশ্বাস হচ্ছে না ঢাকায় হেঁটে পথ চলতে চলতে লক্ষ্য করুন আমার কথা মিলে কি না।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৫ দুপুর ১:১৮

কানাই স্যার বলেছেন: গুগলের ড্রাইভার বিহিীন অটো গাড়ি আসছে, আর সমস্যা হবে না। আপাতত কস্ট্ করেন না হয় ঢাকা ছাড়েন।

২| ১৯ শে মে, ২০১৫ দুপুর ২:৩৭

েরজাউল বারী বলেছেন: স্যার বেশ বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.