নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলছেন, “বিতর্কিত গল্প প্রকাশের জন্য সংক্ষুব্ধ কেউ প্রথম আলোর বিরুদ্ধে মামলা করতে পারেন।” আমি মনে করি তথ্যমন্ত্রী ঠিকই বলছেন। যদি মামলা করার মেরিট না থাকে সংক্ষুব্ধ ব্যক্তিদের আপত্তির মেরিট তাইলে থাকে না। মধ্যবিত্ত শ্রেণীর নৈতিকতা দিয়া সংক্ষুব্ধ হইলে হবে না। আইনের দিক থিকা যদি খারিজ হইয়া যায় মামলা তাইলে বৃথাই সংক্ষুব্ধ হওয়া হবে!
হাসনাত সাহেবের গল্পে যেহেতু শাহবাগ আন্দোলন ও কিছু ব্যক্তির প্রতি ইঙ্গিত আছে মানহানির মামলা সংক্ষুব্ধ ব্যক্তি করতেই পারেন। এবং সোশ্যাল মিডিয়ায় যারা হাসনাত সাহেবরে মাদারচোদ ইত্যাদি গাইল পারছেন তাগো বিরুদ্ধেও হাসনাত মামলা করতে পারেন। মামলা ভদ্রজনোচিত অ্যাকশন।
আমি একটু ভিন্ন জায়গায় যাই।
২.
ধরা যাউক অন্য কারো গল্প। যেইখানে শাহবাগ নাই। বা শ্লোগানকারী নাই। কিন্তু যে চরিত্র বানাইছেন হাসনাত তা আছে। মফস্বল থিকা আসা মেয়ে। বিশ্ববিদ্যালয়ে পড়েন। চরিত্রের অবমাননাময় বর্ণনা হাসনাত সাহেবের গল্পের মতই। তো সেই গল্প কি লিখতে দিবেন আপনারা গল্পকারদের? নাকি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া অর্থাৎ মধ্যবিত্ত শ্রেণীর কোনো মেয়ের অবমাননার বর্ণনা আপনারা পড়তে রাজিই না। চমৎকার! হেফাজত আসার আর দরকার কী। আমরা যথেষ্ট হেফাজতেই তো...
(বাকি অংশ কুতর্কের দোকানে, ক্লিক প্লিজ...)
©somewhere in net ltd.
১| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৪
কয়েস সামী বলেছেন: সহমত। অাপনের কুতর্ক ঘুরিয় আইলাম। ভাল লাগল।