নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবি, লেখক, চিত্রকর

ব্রাত্য রাইসু

কবি, লেখক, চিত্রকর

ব্রাত্য রাইসু › বিস্তারিত পোস্টঃ

ইজরাইল সরকার যে কারণে নিজ দেশে গাজার পক্ষের প্রতিবাদ বন্ধ করে না

২৭ শে জুলাই, ২০১৪ রাত ৩:৪৬

ইজরাইল গণতন্ত্রের প্রতি সম্মান দেখাইয়া নিজ দেশে একটিবিস্টদের প্রতিবাদ যে করতে দেয় তার কিছু কারণ আছে মনে হয়। চাইলেই তো এই প্রতিবাদ বন্ধ করতে পারে ইজরাইল। কিন্তু করে না। কেন?



১. ইজরাইল রাষ্ট্রের নির্মমতাকে ইজরাইলি গুটিকয়ের সহানুভূতি দিয়া ব্যালেন্স করা যাবে। তাতে সন্ত্রাসী রাষ্ট্রের চেহারা কিছুটা সহনীয় হবে।

২. খোদ ইজরাইলেই প্রতিবাদ হইতেছে এই সন্দেশ বিশ্বব্যাপী যে ইজরাইল বিরোধীতা আছে সেইটার তীব্রতা কমাইয়া আনবে।

৩. আন্তর্জাতিক মণ্ডলীর কর্তব্য কিছুটা ইজরাইল নিজেই বহন করতে রাজি এমন বিজ্ঞাপন হত্যা ও ধ্বংসকে খাটো কইরা দেখাবে।

৪. যেহেতু ইজরাইলেই বিরোধীতা আছে সুতরাং দেশটা অত খারাপ না এই ইমেজ বিশ্বব্যাপী ইজরাইলিদের ও ইহুদিদের জনরোষের হাত থেকে কিছুটা রক্ষা করতে পারবে।

৫. যু্দ্ধ থামাইতে হইলে তখন দেশের লোকদের আপত্তির দোহাই দিতে পারলে আন্তর্জাতিক চাপ কম দৃষ্টিগ্রাহ্য হবে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৪ ভোর ৬:৪৫

উপপাদ্য বলেছেন: বেশ কিছু যৌক্তিক কারন বর্ননা করেছেন।

অনেক ধন্যবাদ। প্রিয় ব্লগার।

২| ২৭ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৩৪

মুহাই বলেছেন: হুম। ঠিক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.