নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবি, লেখক, চিত্রকর

ব্রাত্য রাইসু

কবি, লেখক, চিত্রকর

ব্রাত্য রাইসু › বিস্তারিত পোস্টঃ

মন্ত্রী ও মন্ত্রীর ছেলের একই বাড়ির গল্প

২৫ শে জুন, ২০২০ রাত ১০:১৩

১.
একজন পাওয়ারফুল সাবেক মন্ত্রীর ছেলে চাইছে মন্ত্রী মহাশয় অপেক্ষাকৃত কমদামি আলাদা বাসায় গিয়া থাকুক।

আর উত্তরাধিকার সূত্রে যেই বাসা সে পাওয়ার কথা সেই দামি বাড়িতে সে আগে থিকাই বাপরে বাদ দিয়া নিজে থাকতে চাইছে।

এতে জনসাধারণ বিলা হইছে।

২.
মন্ত্রী তার রাজনৈতিক ও প্রশাসনিক ভাইবেরাদরদের ক্ষমতার মারফতে ছেলের ইচ্ছার বিরুদ্ধে গিয়া নিজের বাসায় উঠছেন।

মন্ত্রী নিজে তার বাবামারে নিজের বাসায় রাখছিলেন ধইরা নিতেছি। সুতরাং মন্ত্রীর ছেলে খুব খারাপ কাজ করছে।

৩.
কিন্তু মন্ত্রীর ছেলে একটা ভালো কাজও করছে।

সেইটা কী?

ছেলে জানে মন্ত্রীর সরকারি কানেকশন আছে, তা জাইনাও সে বাজাইয়া দেখতে চাইছে, আসলেই সেই কানেকশন কাজ করে কিনা।

এখন সে দেখলো সাবেক মন্ত্রীর পাওয়ার এখনো যায় নাই।

আছে।

৪.
এর মাধ্যমে কী ঘটলো?

ঘটলো এইটাই, ছেলেটি তার আপাত পাওয়ারহীন মন্ত্রী বাপের যে পাওয়ার আজো টিমটিমাইয়া জ্বলতেছে দেশবাসীরে তা জানাইতে সক্ষম হইল।

৫.
সারমর্ম : নিজের ছেলে আর নিজের বাড়ি একসঙ্গে পাওয়া কঠিন।

২৫/৬/২০২০

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০২০ রাত ১০:২৪

রাজীব নুর বলেছেন: মন্ত্রী ও মন্ত্রীর ছেলের নাম কি?

২| ২৫ শে জুন, ২০২০ রাত ১০:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কি জানি বাপু
এখন আর রাজা মন্ত্রী নিয়ে
ভাব্নিা। ভাবার সময় কই !!
করোনা মাথায় সব
গুলিেয়ে দিয়েছে!!

৩| ২৫ শে জুন, ২০২০ রাত ১০:৩২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: মন্ত্রীর থেকে পার্টির বড় নেতাদের ক্ষমতা কোন অংশেই কম না।

৪| ২৫ শে জুন, ২০২০ রাত ১১:৫৫

কহেন কবি কালীদাস বলেছেন: ব্লগে আসার আগে ফেসবুকে নিউজ টা পরলাম।
বৃদ্ধ একজন মানুষের সাথে তার ছেলের এই ব্যাবহার! প্রকৃতির প্রতিশোধ খুব নির্মম।

তবে মন্দের ভালো হোলও, মন্ত্রির একজন জুনিওর যে কিনা প্রশাসনের খুব ভালো পোস্ট এ আছেন উনাকে বাড়িতে উঠানোর ব্যবস্থা করে দিয়েছেন। আমার মনে হয় এইগুলো হোল কর্মফল! নিজের ছেলে শেষ বয়সে তাকে বাড়িতে রাখতে চায় না এবং অনেকেই এখন ব্যাপারটা যেনে গিয়েছে।

মানসম্মান যা ছিল সবই গেল, ছেলের আর বাপের দুইজনের।

৫| ২৬ শে জুন, ২০২০ রাত ১২:০৭

নেওয়াজ আলি বলেছেন: আজও একজন সাংবাদিক ডিজিটাল আইনে গ্রেফতার হয়েছে । কোন সমালোচনা করা যাবে না । মরে যাবো দরকার হলে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.