নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারিদিকে আজ মীরজাফরদের জয়ধ্বনি!!

হা হা হা পায় যে হাসি!!!

রাইসুল জুহালা

আমি কে, আমি যেমন নিজে জানি না, বাকিরাও নিশ্চিতভাবে কিছু জানেন না। বেশিরভাগ ঐতিহাসিকের মতে আমি নিতান্তই এক কাল্পনিক চরিত্র, ইতিহাসে আমার অস্তিত্ব নাই! তাদের মতে ঔপন্যাসিক, গল্পকারেরা বিবেক চরিত্র চিত্রায়নে আমাকে সৃষ্টি করেছেন। এমনকি আমার নাম নিয়েও বিভ্রাট আছে। কেউ কেউ আমার নাম গোলাম হোসেন বলেও অভিহিত করেছেন!

রাইসুল জুহালা › বিস্তারিত পোস্টঃ

[ফিরে দেখা] মহামান্য (?!) রাস্ট্রপতি জিল্লুর রহমানকে নিয়ে আমার দু'টি স্মৃতি

২০ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:০৭

পোস্ট উৎসর্গঃ ব্লগার জিশান শা ইকরাম*



ঘটনা এক গত আওয়ামী সরকার আমলে অর্থাৎ ২০০০ সালের দিকে। বাংলাদেশ থেকে ছোটবেলার এক বন্ধু ইউএস এসেছে। তার সাথে মুড়ি-চানাচুর মাখাচ্ছি। একটু পর সে বলল - "দোস্ত, জিল্লুরটা একটু কম মনে হচ্ছে। আরেকটু দে।" যেহেতু অনেক দিন যাবত দেশের বাইরে, কিছুই বুঝলাম না। সে বলল - "আরে সরিষার তেলের কথা বলি। তোরা জানস না, দেশে তো এখন সবাই তেলরে জিল্লুরই ডাকে, আর জিল্লুররে তৈলুর ডাকে।"



ঘটনা দুই ২১শে আগস্টের ঘটনার কিছু ভিডিও ইউটিউবে দেখেছিলাম। আইভি রহমান সিরিয়াসলি ইনজুরড। বোঝাই যাচ্ছে, টিকে যাওয়ার সম্ভাবনা খুব ক্ষীন। টিভি সাংবাদিকদের সামনে জিল্লুর রহমান শেখ হাসিনার সাথে ফোনে কথা বলছেন। ওইপারে হাসিনা কি বলছে, তা জানি না। এইপারে জিল্লুরের কথাগুলি এইরকম - "আপনি দোয়া করেন ওর জন্য। আপনি সারা বাংলাদেশের কোটি কোটি মানুষের নেত্রী, বঙ্গবন্ধুর কন্যা। আপনি দোয়া করলে আল্লাহ শুনবে"। বউ খুব কষ্ট পেয়ে মারা যাচ্ছে, এই অবস্থায়ও চামচামি চালু। (ভিডিওটা খুঁজে পেলাম না, কেউ কি লিঙ্ক দিতে পারবেন?)



তার কাছ থেকে এর চেয়ে বেশি আর কি আশা করব?



(জিল্লুর ওরফে তৈলুর রহমানের ভিডিওটা খুঁজে পেলাম না, কেউ কি লিঙ্ক দিতে পারবেন?)





* ব্লগার জিশান শা ইকরামের শারীরিক বয়স আমার চেয়েও কিছুটা বেশি। কিন্তু তার উদ্যম, এনার্জি আমাকে একই সাথে মুগ্ধ এবং কিছুটা ঈর্ষান্বিত করে। এক শ্রেনীর ব্লগারদের স্থায়ী পাঞ্চিং ব্যাগ, তারপরও প্রবল উৎসাহে ব্লগিং করে যান। এই বয়সেও এইসব ঝামেলা দিনের পর দিন সহ্য করার ব্যাপারটা আমার কাছে বিষ্ময়কর!

মন্তব্য ৬২ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:১২

বিবর্ন বেদনা বলেছেন: :P :P :P :P =p~ =p~

২০ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:১৪

রাইসুল জুহালা বলেছেন: হাসির কিছু নাই ভাই। কষ্টের গল্প এটা।

২| ২০ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:১৯

মদন বলেছেন: আরো তীব্র প্রতিবাদ দরকার।

২০ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:১৬

রাইসুল জুহালা বলেছেন: প্রতিবাদ তো হওয়াই উচিৎ। কিন্তু করবে কে? আমাদের আছে একটা কোমরভাঙ্গা বিরোধী দল যারা বাংলাদেশের ১৬ কোটি লোকের মধ্যে শুধু দুই আলাল আর দুলালকে নিয়েই চিন্তিত।

৩| ২০ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:২২

বাল্মীকি বলেছেন: তৈলুর রহমানদের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত তৈলে ভরা।

২০ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:১৬

রাইসুল জুহালা বলেছেন: কথা সত্য।

৪| ২০ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:২৪

এম এম ওবায়দুর রহমান বলেছেন: আমারতো মনে হয় ওনি রাষ্টপতির চেয়ারকে কলঙ্কীত করছেন। ফাসির আসামীদের মুক্ত করা ছাড়া ওনার কোন কাজ আছে বলে মনে হয় না। এত অযোগ্য কেউ বোধকরি বাংলাদেশের রাষ্টপতি হয় নাই।

২০ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:১৮

রাইসুল জুহালা বলেছেন: ৪০ বছরের স্ত্রীর পতি হিসেবে যখন কথা বলেন, তখন চামচামি করেন। রাস্ট্রের পতি হিসেবে আরও বেশি করবেন, এটাই তো স্বাভাবিক!

৫| ২০ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৩১

নিয়নের আলো বলেছেন: ঠিক কবে এইসব তৈলুররা তাদের তেলাতেলি অফ করবে জানিনা।কিন্তু আর কতদিন??আমাদের দেশের মানুষ গুলার সহ্যক্ষমতা দেখে মাঝে মধ্যে অবাক হই।

ক্ষমতা পেলে একেকজন ভ্যাম্পায়ারের মতন রক্তচোষা হয়ে যায় তাও দিনের পর দিন এই লোকগুলোকে আমরা ভোট দিয়ে যাচ্ছি।

কি দারুন মানসিক বৈকাল্য।হায় সেলুকাস...

২০ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:১৯

রাইসুল জুহালা বলেছেন: শতভাগ সহমত।

৬| ২০ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৩৩

মোঃ মহসিন আলম (রনি) বলেছেন: ভাই, রাষ্ট্রপতিরে দোষ দিয়া লাভ কি, তিনি সাংবিধানিক ভাবে অন্যের হুকুমের গোলাম।

২০ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:২১

রাইসুল জুহালা বলেছেন: কার হুকুমের গোলাম? শেখ হাসিনার? মানলাম। কিন্তু এই হাসিনার আন্ডারেই তো উনি ৩০ বছর রাজনীতি করলেন। যিনি এরকম অসাংবিধানিক হুকুম দেন, তার সাথে রাজনীতিই বা উনি করেন কেন?

৭| ২০ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৩৫

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: কি আর বলব!

২০ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:২১

রাইসুল জুহালা বলেছেন: :(

৮| ২০ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৪১

এস এইচ খান বলেছেন: মহামান্য প্রেসিডেন্টের চেয়ারে একজন অশিতীপর বৃদ্ধ, অসুস্হ্য যিনি নিজে ঠিক মত চলাফেরা করতে পারেন না সেই রকম একজন মানুষকে ঐ চেয়ার বসিয়ে শেখ হাসিনা একটা বিরল উদাহরন রেখে গেলেন! আসলে আউয়ামিলিগের সব কিছুতেই ফাষ্ট হওয়া চাই। কিন্ত সমস্যা হল, আমাদের রাজনৈতিক রেওয়াজ অনুযায়ী পরবর্তীতে অন্য কোন দল ক্ষমতায় এসে যদি শেখ হাসিনার রেকর্ড ভাংগতে গিয়ে কোন কোমায় যাওয়া তেলবাজ ব্যক্তিকে ঐ পদে বসায় তবে তার দায়কি শেখ হাসিনা এড়াতে পারবেন? কি জানি বাপু!!

২০ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:২৩

রাইসুল জুহালা বলেছেন: পরবর্তীতে অন্য কোন দল ক্ষমতায় এসে যদি শেখ হাসিনার রেকর্ড ভাংগতে গিয়ে কোন কোমায় যাওয়া তেলবাজ ব্যক্তিকে ঐ পদে বসায় তবে তার দায়কি শেখ হাসিনা এড়াতে পারবেন?

প্রত্যেকেই তার নিজের কর্মের জন্য নিজেই দায়ী হবে। অন্যকে দোষ চাপানোর কোন সুযোগ নাই।

৯| ২০ শে জুলাই, ২০১১ রাত ৮:০৫

বাংলাদেশী পোলা বলেছেন: ঐ রোবটটার যায়গা জাহান্নামেও হবেনা!

২১ শে জুলাই, ২০১১ রাত ১:৫৪

রাইসুল জুহালা বলেছেন: রোবট আসলে মানুষের অনেক উপকারে আসে। যখন উপকার করা বন্ধ করে দেয়, তখন হয় মেরামত করা হয় বা ধ্বংস করে ফেলা হয়।

১০| ২০ শে জুলাই, ২০১১ রাত ৮:৫৬

মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন: উনি একটা নতুন রাস্তা দেখাচ্ছেন বিরোধী দলকে যে কিভাবে দলীয় বিবেচনায় খুনী পশুগুলা থেকে আরো বেশী আউটপুট পাওয়া যায়। এতোদিনতো খুনীগুলা ওয়ান টাইম ইউজ ছিলো এবার মাল্টিইউজ হবে...

২১ শে জুলাই, ২০১১ রাত ১:৫৫

রাইসুল জুহালা বলেছেন: ভাল বলেছেন।

১১| ২০ শে জুলাই, ২০১১ রাত ৯:০৬

জাহুমুজামা বলেছেন: মানলাম জিল্লুর রহমান অন্যের কথায় চলতে হয়; কিন্ত একজন প্রবীণ রাজনীতিবিদ হিসাবে উনার কি কোন.আাত্মসম্মাণবোধ থাকা উচিৎ নয়।

২১ শে জুলাই, ২০১১ রাত ১:৫৬

রাইসুল জুহালা বলেছেন: সেটাই।

১২| ২০ শে জুলাই, ২০১১ রাত ৯:১১

ছোটমির্জা বলেছেন:
Alpin-e Tar bohu Telsomachar PoreChhi.....

২১ শে জুলাই, ২০১১ রাত ১:৫৭

রাইসুল জুহালা বলেছেন: তৈলুর নামটা খুব সম্ভব আলপিন বা শফিক রেহমানের দেয়া।

১৩| ২০ শে জুলাই, ২০১১ রাত ৯:১৯

প্রজন্ম৮৬ বলেছেন: তিনি সংসদে দাড়িয়ে বলেছিল যে " আমার নেত্রী সক্রেটিসের চেয়ে বেশী জ্ঞানী"। শেখ হাসিনা সত্যি সত্যি লজ্জায় মাথা নিচু করে ফেলেছিল। মানে শেখ হাসিনাও ঐ তেলটা সহ্য করতে পারে নাই।

তিনি খুনীদের মাফ করে দিয়ে আসলেই খুব খারাপ করছে তবে এটা সত্যি যে তিনোদ্দিন সরকারের আমলে তিনিই আওয়ামী লীগের হাল ধরেছিলেন।

যাই হোক ওনার বয়সের কারনেই ওনার উপর খুব রাগ করতে পারি না আর আমরা জানিই যে বাংলাদেশের প্রেসিডেন্ট মুলত দাবা খেলার প্রেসিডেন্টের মত একটা বিশেষ "পাওয়ার" মাত্র,এর বেশী কিছুই না।

তাই এ জন্য ওনার প্রতি সহানুভুতিই বোধ করি!

২১ শে জুলাই, ২০১১ রাত ২:০১

রাইসুল জুহালা বলেছেন: কোন কালে আওয়ামি লীগের হাল ধরেছেন, তাতে কি? কোন সংকট মুহুর্তে দেশের হাল তো ধরেননি। বরং যখন দেশের হাল ধরেছেন, দেশ এখন সংকটে আছে। আর বয়স বেশি হলে, এই বয়সে চাপ সহ্য করতে না পারলে ক্ষমতা ছেড়ে দিতে পারেন। কলমের খোঁচায় ফাঁসীর আসামিকে ছেড়ে দেয়া আর একইভাবে কলমের খোঁচায় নিরপরাধ কাউকে ফাঁসীর আদেশ দেয়া একই কথা। কারন এই ফাঁসীর আসামি হয়ত মুক্ত হয়ে কোন নিরপরাধকে হত্যা করবে।

আমি কোন সহানুভুতি এইধরনের একটা চামচার জন্য বোধ করতে পারলাম না বলে দুঃখিত।

১৪| ২০ শে জুলাই, ২০১১ রাত ৯:২১

িনদাল বলেছেন: আপনার লেখার সাথে সম্পু্র্ণ সহমত, তবে পেপারে লেখাটা পড়ে আমার মাথায় অন্য একটা কথা মনে এসেছিল। এই এই কয়দিন প্রথম আলোর বিরুদ্ধে এত লেখালেখি, তারা নাকি লীগের চামচা................
এই যে তারা এত বড় একটা বোমা ফাটাল, যেটা নয়া দিগন্ত/ আমার দেশও বের ও করতে পারল না, এটা নিয়ে প্রথম আলোর পক্ষে, তাদের ক্রেডিট দিয়ে একটা লেখাও কি আজকে ব্লগে ঢুকলে পাবো ??

২১ শে জুলাই, ২০১১ রাত ২:০২

রাইসুল জুহালা বলেছেন: পত্রিকার কাজ সঠিক এবং নিরপেক্ষ খবর পরিবেশন। এই কাজ যদি ঠিকমত করা হয়, তাহলে সেটা কোন খবর না। যখন করা হবে না, তখনই সেটা খবর।

১৫| ২০ শে জুলাই, ২০১১ রাত ৯:৪৬

প্রজন্ম৮৬ বলেছেন:
পোস্ট উৎসর্গঃ ব্লগার জিশান শা ইকরাম*


এই পোস্টের বিষয়ের সাথে ওনার উদ্যম ও উৎসাহ বিষয়ক ব্যাপারটা পরিষ্কার বুঝতে পারলাম না !!!



বেশ আকর্ষনীয় উৎসর্গপত্রটি সম্পর্কে আরো কিছু জানালে ভাল লাগতো।

২১ শে জুলাই, ২০১১ রাত ২:০৭

রাইসুল জুহালা বলেছেন: এই পোস্টের সাথে ব্লগার জিশান শা ইকরামের কোন সম্পর্ক নাই। ব্লগে এটা একটা প্রচলিত ধারা যে ব্লগাররা তাদের প্রিয় সহব্লগারকে পোস্ট উৎসর্গ করে। যাকে উৎসর্গ করা হল, তার সাথে পোস্টের সম্পর্ক থাকতে পারে, নাও থাকতে পারে। ইমন জুবায়ের তার এক আধ্যাত্মিক গানের পোস্ট আমাকে উৎসর্গ করেছেন। আমি তো গান গাইও না, লিখিও না। তাওও তো করেছেন।

আর কি জানতে চান?

১৬| ২০ শে জুলাই, ২০১১ রাত ১০:২৫

এ হেলাল খান বলেছেন: বৃদ্ধ এই লোকটির দোষ দিয়া কোন লাভ নাই। সে হইল হুকুমের গোলাম।

২১ শে জুলাই, ২০১১ ভোর ৫:০৮

রাইসুল জুহালা বলেছেন: যে দেশের রাস্ট্রপতি (সাংবিধানিকভাবে রাস্ট্রের সর্বোচ্চ পদ, এমনকি সংসদীয় ব্যবস্থাতেও) কারো "গোলাম", সে দেশের ভবিষ্যৎ কি?

১৭| ২০ শে জুলাই, ২০১১ রাত ১০:৩০

ছাইরাছ হেলাল বলেছেন:

উনিতো হুকুমের দাস মাত্র।

২১ শে জুলাই, ২০১১ ভোর ৫:০৯

রাইসুল জুহালা বলেছেন: যে দেশের রাস্ট্রপতি (সাংবিধানিকভাবে রাস্ট্রের সর্বোচ্চ পদ, এমনকি সংসদীয় ব্যবস্থাতেও) কারো "দাস", সে দেশের ভবিষ্যৎ কি?

১৮| ২০ শে জুলাই, ২০১১ রাত ১১:০৫

জিসান শা ইকরাম বলেছেন:
বর্তমান বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় , রাষ্ট্রপতিদের অযোগ্যতাই হলো ওনাদের সবচেয়ে বড় যোগ্যতা। যে যত বেশি অযোগ্য, প্রধানমন্ত্রীদের কাছে, তার গ্রহনযোগ্যতা বেশি।
ডা;বদরুদ্দোজা চৌধুরীর কথা ভাবুন। উনি যোগ্য হয়ে উঠেছিলেন বলেই- ওনাকে চলে যেতে হয়েছিল।
এটা জিল্লুর ওরফে তৈলুর রহমানের দোষ নয়, সিস্টেমের দোষ :)
আমার দেখায় , এই ব্যবস্থায়, একমাত্র যোগ্য রাষ্ট্রপতি ছিলেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ।

২১ শে জুলাই, ২০১১ ভোর ৫:০৯

রাইসুল জুহালা বলেছেন: রাষ্ট্রপতিদের অযোগ্যতাই হলো ওনাদের সবচেয়ে বড় যোগ্যতা।

কথা শতভাগ সত্য।

১৯| ২০ শে জুলাই, ২০১১ রাত ১১:১১

ঘুমন্ত আমি বলেছেন: জিল্লুর সাহেব এর বয়স বেড়েছে কিন্তু বিবেকবোধ পরিপক্ক হয়নি ।

২১ শে জুলাই, ২০১১ ভোর ৫:১০

রাইসুল জুহালা বলেছেন: এবং বর্তমানে উনি যে বয়সে আছেন, এই বয়সে বুদ্ধিশুদ্ধি আর বাড়ে না, বরং অনেকের কমতে থাকে। তার মানে তার বিবেকবোধ ভবিষ্যতেও পরিপক্ক হবার সম্ভাবনা নাই।

২০| ২১ শে জুলাই, ২০১১ রাত ১২:৪০

মোঃমোজাম হক বলেছেন: সভ্য দুনিয়ায় ফাসি দেয়া ঠিক নয়।

কিন্তু ফাসির আসামীকে ক্ষমা করে যদি যাবতজীবন কারাদন্ড দেয়া হয় তবে ভাল কথা।কিন্তু তাকে খালাস করে দেয়া হবে সত্যিই অন্যায়।
আমাদের রোবট :P প্রেসিডেন্ট কোন কাজটা করেছেন এখনো যানিনা।

২১ শে জুলাই, ২০১১ ভোর ৫:১৫

রাইসুল জুহালা বলেছেন: সভ্য দুনিয়ায় ফাসি দেয়া ঠিক নয়।

এটা আবার পুরোপুরি ভিন্ন বিষয় এবং দীর্ঘ আলোচনা-বিতর্কের দাবি রাখে। আমি ব্যক্তিগতভাবে এমনকি উন্নত দেশগুলিতেও ফাঁসির পক্ষে, আর বাংলাদেশের যা পরিস্থিতি তাতে এই বিষয়ে আমি বিবেচনা করতেই রাজি না।

দ্বিতীয়ত, আমাদের আলোচ্য আসামিকে ফাঁসি ক্ষমা করে যাবজ্জীবন দেয়া হয় নাই। তাদের নামে আরো দু'টো মামলা আছে যেখানে যাবজ্জীবন কারাদন্ড হয়েছে। এই নুরুল ইসলাম হত্যা মামলায় তারা আসলে খালাস পেয়েছেন।

২১| ২১ শে জুলাই, ২০১১ রাত ২:৫১

প্রজন্ম৮৬ বলেছেন: আসলে আমি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির বাস্তবতকে একপ্রকার মেনে নিয়েই উপরে মন্তব্য করেছিলাম। জিল্লুর রহমান তার দলের জন্য করেছে এখন তার প্রতিদান পাচ্ছে এবং দিচ্ছেও। এই তো!! এর মাঝে উচিত বা অন্যায়ের হিসাব করলে আমার আগের মন্তব্য "নুল & ভয়েড" হয়ে গেছে।

উৎসর্গ পত্রটা আকর্ষনীয় ছিল তাই জানতে চেয়েছিলাম।জানানোর জন্য ধন্যবাদ।

২১ শে জুলাই, ২০১১ ভোর ৫:১৬

রাইসুল জুহালা বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২২| ২১ শে জুলাই, ২০১১ সকাল ৭:৫৯

জিসান শা ইকরাম বলেছেন:
পোষ্ট টা আমাকে উৎসর্গ করার জন্য নিজকে ধন্য মনে করছি।
তবে আমার কথা অনেক বাড়িয়ে লিখেছেন।

আপনি শেষ :) এখন আপনি আবার পরিচিত না হন, আমার আর একটা নিক হিসেবে ;)
" জিসানের ওখানে মন্তব্যকারী সব জিসানের নিজের নিক " - এমন ধরনের মন্তব্য মনে হয় আপনি দেখেছেন :) :)

২১ শে জুলাই, ২০১১ দুপুর ১২:৪৫

রাইসুল জুহালা বলেছেন: এখন আপনি আবার পরিচিত না হন, আমার আর একটা নিক হিসেবে ;)

বলেন কি! এমনিতেই সামহোয়ারের ব্লগারদের অ্যাভারেজ বয়সের চেয়ে আমি কিছুটা বেশি বলে কুন্ঠিত থাকি (আজকেই একজন আমাকে 'বুড়া মিয়া' ডেকেছিল), এখন আমার বয়স লোকজন আরো বাড়ায় দিবে? :D

২৩| ২১ শে জুলাই, ২০১১ সকাল ১০:৪৫

সিংহ বলেছেন: একটু অফটপিক।



শুভদা ছবির গান গুলা কি আপনার কাছে আছে ?? থাকলে কি আপলোড করে দিতে পারবেন একটু কস্ট করে। অনেকদিন ধরে খুজছি।

২১ শে জুলাই, ২০১১ দুপুর ১২:৫০

রাইসুল জুহালা বলেছেন: খুব খুশি হতাম যদি আপনাকে সাহায্য করতে পারতাম। কিন্তু আমার কাছে আসলে বাংলা গানের খুব একটা সংগ্রহ নাই। দেশে থাকতে প্রচুর শুনতাম, এখনও অনেক মনে আছে। কিন্তু সংগ্রহে নাই। দুঃখিত। আপনি ব্লগার গানচিলকে বলে দেখতে পারেন।

আপাতত শুভদার একটা গানের ইউটিউব লিঙ্ক দিতে পারি - তুমি এমনই জাল পেতেছ সংসারে

২৪| ২১ শে জুলাই, ২০১১ দুপুর ১২:৫৭

রেজোওয়ানা বলেছেন: আমাদের দেশের রাস্ট্রপতির পদ গুলো গত কয়েক বছর ধরে এইসব অথর্ব তৈলাক্ত লোকেরা পাচ্ছে!

উৎসর্গটা ভাল লাগলো :)

২২ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৫৩

রাইসুল জুহালা বলেছেন: ভাল লাগে না আর। :(

উৎসর্গটা আমার নিজেরও ভাল লেগেছে। :)

২৫| ২২ শে জুলাই, ২০১১ ভোর ৪:০৫

শাহী বলেছেন: দেশ নিয়ে কি বলব...
অনেক কিছুই দেখতে পাচ্ছি...
আমি আম পাবলিক হয়ে কি সমস্যায় আছি, আমিই বুঝি এই ঠেলা!!!

২২ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৫৪

রাইসুল জুহালা বলেছেন: আপনি একা না রে ভাই। সবাইই বিপদে আছে। আপনার বিদেশযাত্রার সকল বাধা দূর হোক, সেই কামনা করি।

২৬| ২২ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৪৯

কাউসার রুশো বলেছেন: জিল্লুর রহমানকে মনে হয়েছিলো অন্যান্যদের চেয়ে তুলনামুলকভাবে ভালো।
কিন্তু উনি যা দেখালেন তাতে আমি বাকরুদ্ধ।

সেদিন ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম- রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নোবেল পুরষ্কার দেয়া এখন সময়ের দাবি ;)

২২ শে জুলাই, ২০১১ রাত ৮:০৫

রাইসুল জুহালা বলেছেন: কিসের আর ভাল! অথর্ব একটা লোক। তা নাহলে মেয়ের বয়সী শুধু না, দীর্ঘসময় মেয়ের সমগোত্রীয় ছিল এমন একজনের চামচামি করে?

শেখ হাসিনা শুনলাম নোবেলের জন্য ব্যাপক আন্তর্জাতিক লবিং করছেন। নোবেল শান্তি পুরষ্কার বহু আলতুফালতু লোক পেয়েছে, উনিও পেলে অবাক হব না। আসলে আলফ্রেড নোবেলের পরিবারের উচিৎ ছিল এই শান্তি পুরষ্কার তার নামে চালু করতে না দেয়া। এই ফাতরামির পুরষ্কারটা নোবেল পুরষ্কারটারই ওজন কমিয়ে দিয়েছে।

২৭| ২২ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৫৮

হিবিজিবি বলেছেন: আমাদের স্বরাস্ট্র মন্ত্রী (কালী ঠাকুরানী) এই ফাইল প্রসেস করে (সরকারের নীতি নির্ধারকদের নির্দেশে!!) প্রেসিডেন্ট দফতরে পাঠাইছে আর এই ফাইলে অথর্ব প্রেসিডেন্ট মশায় সাইন করছেন (তিনি নাকি সাইন করতে বাধ্য)। হায়রে দেশ......বড়ই আফসোস!!
Click This Link

২২ শে জুলাই, ২০১১ রাত ৮:১৮

রাইসুল জুহালা বলেছেন: হায়রে দেশ......বড়ই আফসোস!!

২৮| ২৪ শে জুলাই, ২০১১ সকাল ১০:৪৯

রেজওয়ান তানিম বলেছেন: উনি হলেন কাঠপুতুল । হা হা হা । আমাদের দেশে রাস্ট্রপতির হবার বয়স হঠাৎ কবে থেকে যে ৭০+ করা হল বুঝতেই পারলাম না ।

নিয়মটা পাল্টে ৮০+ করা উচিত । তাহলে কিছু মানুষ চল্লিশা খেতে পারবে ।

B-) B-) B-)

২৪ শে জুলাই, ২০১১ সকাল ১১:৩৭

রাইসুল জুহালা বলেছেন: ভাল বলেছেন। :)

২৯| ২৫ শে জুলাই, ২০১১ রাত ১:১৩

দু-পেয়ে গাধ বলেছেন: এই ঘটনায় একটা অন্য ঘটনা মনে পড়ে গেল।
ভারতীয় সুপ্রীম কোর্টের রায় অনুসারে রাষ্ট্রপতির কার্যকাল শেষ হবার পরে তাঁর কাজের বিচার করার অধিকার আদালতের অবশ্যই আছে। সেই সময়ে তিনি কোনো অন্যায় কাজ করে থাকলে শাস্তিও দেওয়া যাবে।
এই রায় বের হবার পরে থেকে ভারতে এই ধরনের ক্ষমা করার ট্রাডিশন বন্ধ হয়ে গেছে। কারণ মৃত ব্যক্তির পরিবার ইচ্ছা করলেই রাষ্ট্রপতির পদ হারানোর পরে তাঁর বিরুদ্ধে মামলা করে দিতে পারে। সেক্ষেত্রে তাঁকে ক্ষমা করার পিছনে উপযুক্ত কারণ দেখাতে হবে। এমন রিস্ক নেবার সাহস কজনের আছে!

২৫ শে জুলাই, ২০১১ ভোর ৫:৩৮

রাইসুল জুহালা বলেছেন: ভারতের একটা ভাল জিনিস আছে, সেটা হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরন। দেখা যায়, কেন্দ্রে আর রাজ্যে ভিন্ন দল ক্ষমতায় আছে বা একই দল থাকলেও সেই দলের সরকার অন্য কোন দলের সমর্থনের উপর নির্ভরশীল। এসব কারনে সবসময়ই একটা ব্যালেন্স চলতে থাকে। কোন একদলের পক্ষে সম্ভব না কোন হঠকারী সিদ্ধান্ত নেয়া। এর সাথে যোগ করুন অতি শক্তিশালী ভারতীয় মিডিয়া। আমাদের মিডিয়ার তো কোন পাতিনেতার সামনে গিয়েও একটা কড়া প্রশ্ন করার সাহস নাই। ওখানে প্রধানমন্ত্রীকেও তারা সরাসরি যেকোন বিব্রতকর প্রশ্ন করে দ্বিধা করেনা। মিডিয়ার এই সাহসও কিছুটা ক্ষমতার বিকেন্দ্রীকরনের কারনেই হয়েছে। আর আদালত সেখানে ১০০ ভাগ স্বাধীন। এই ক্ষমতার বিকেন্দ্রীকরন তো ইন্দিরা গান্ধীর আমলে ছিল না, সত্তরের দশকে তিনি ছিলেন ভগবানের আসনে। তারপরও সাধারন এক নাগরিক ইন্দিরার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা করেছিল আর আদালত আমাদের তিনবিঘা করিডোর হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়ে দিল। এই ধরনের গনতন্ত্রের চর্চা আমাদের এখানে কোথায়?

৩০| ৩১ শে জুলাই, ২০১১ সকাল ১১:০২

অ্যানালগ বলেছেন: জিল্লুর রহমান একজন 'লেবেনডিশ'।
স্যরি এটা আমার কথা না, শেখ হাসিনার মূল্যায়ন, সূত্র: মতিউর রাহমান রেন্টু'র আমার ফাঁসি চাই।

০৫ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ৭:২৮

রাইসুল জুহালা বলেছেন: রেন্টুর বইয়ের সব কথা যে আমি বিশ্বাস করি সেটা বলা যাবে না। তবে জিল্লুর লেবেনডিশ, এই বিষয়ে আমি একমত।

ধন্যবাদ।

৩১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১১ ভোর ৬:১৭

আরিয়ানা বলেছেন: B-) B-)

০৫ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ৭:২৮

রাইসুল জুহালা বলেছেন: ধন্যবাদ। :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.