নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারিদিকে আজ মীরজাফরদের জয়ধ্বনি!!

হা হা হা পায় যে হাসি!!!

রাইসুল জুহালা

আমি কে, আমি যেমন নিজে জানি না, বাকিরাও নিশ্চিতভাবে কিছু জানেন না। বেশিরভাগ ঐতিহাসিকের মতে আমি নিতান্তই এক কাল্পনিক চরিত্র, ইতিহাসে আমার অস্তিত্ব নাই! তাদের মতে ঔপন্যাসিক, গল্পকারেরা বিবেক চরিত্র চিত্রায়নে আমাকে সৃষ্টি করেছেন। এমনকি আমার নাম নিয়েও বিভ্রাট আছে। কেউ কেউ আমার নাম গোলাম হোসেন বলেও অভিহিত করেছেন!

রাইসুল জুহালা › বিস্তারিত পোস্টঃ

[ভুলে যাওয়া নাটকগুলি] পাগড়ী (১৯৮৪)

২২ শে জুলাই, ২০১১ ভোর ৬:২৬

পোস্ট উৎসর্গঃ ব্লগার রেজোওয়ানার কন্যা সোহা*



বিঃদ্রঃ চরিত্রগুলির বেশিরভাগের নাম মনে না থাকার কারনে তাদের আসল নাম ব্যবহার করেছি। একজন অভিনেতার আবার আসল নাম মনে নাই, তবে চরিত্রের নাম মনে আছে। তাই তার ক্ষেত্রে চরিত্রের নাম ব্যবহার করছি।



ভাষা আন্দোলন এবং স্বাধীনতা যুদ্ধ আমাদের টেলিভিশন নাটক বা চলচ্চিত্রে যতটা এসেছে সাতচল্লিশপূর্ব ব্রিটিশবিরোধী আন্দোলন তার কানাকড়িও আসেনি। সঙ্গত কারনেই আমরা ১৪ই আগস্ট (পাকিস্তানের স্বাধীনতা দিবস) পালন করি না, তাই বিশেষ দিবসের নাটক হিসেবে ব্রিটিশ আমলের ইতিহাস আসার সম্ভাবনা নাই। খুব ছোট পরিসরে ২৩শে জুন (পলাশী দিবস) পালন করা হয়। কিন্তু এই দিন উপলক্ষেও টেলিভিশনে সাধারনত বিশেষ নাটক প্রচারিত হয় না। বাংলাদেশ টেলিভিশনের একটা কুমিরছানা আছে খান আতাউর রহমানের নবাব সিরাজউদ্দৌলা, সেটাই প্রায়ই ২৩শে জুন বা তার আশেপাশের শুক্রবারে দেখতাম। বিচ্ছিন্নভাবে সংশপ্তক, নুরুলদিনের সারাজীবন (এটা নাগরিক নাট্য সম্প্রদায়ের প্রযোজনায় একটি মঞ্চ নাটক, তবে বিটিভিতে প্রচারিত হয়েছে) ইত্যাদি কিছু নাটকে ব্রিটিশের শাসনের কথা এসেছে। মামুনুর রশিদের এই পাগড়ী নাটকটা খুবই উল্লেখযোগ্য এ কারনে যে এটা আমার দেখা একমাত্র টেলিভিশন নাটক যা ১৮৫৭ এর সিপাহী বিদ্রোহের উপর নির্মিত।



নাটকটা তৈরী হয়েছে গল্পের ভিতর গল্প স্টাইলে। নাটকের শুরুতে মুহম্মদ জাকারিয়া দর্শকদের উদ্দেশ্যে এই গল্পটি লেখার পেছনের গল্প শোনান। তিনি এক মহাফেজখানার তত্ত্বাবধায়ক। সেখানকার প্রচুর পুরোনো দলিল-দস্তাবেজ, বইপত্রের ফাঁকে খুঁজে পেয়েছিলেন একটা পুরোনো পাগড়ী। আর এই পাগড়ীকে নিয়েই মুহম্মদ জাকারিয়া আমাদের আলোচ্য গল্পটি রচনা করেছেন।



১৮৫৭ সালের দিকে ঢাকার আশেপাশের কোন এক অঞ্চলের কোম্পানীবিরোধী বৃদ্ধ জমিদার আলী জাকের। প্রথম স্ত্রীর মৃত্যুর পর আবার বিয়ে করেছেন। প্রথম স্ত্রীর ঘরে সন্তান রাইসুল ইসলাম আসাদ এবং দ্বিতীয় স্ত্রী নার্গিসের ঘরে সুরুজ (এই অভিনেতারই আসল নাম মনে নাই, চরিত্রটার নাম সুরুজ)। আসাদ দায়িত্ববান, সচ্চরিত্র এবং বাবার প্রিয় সন্তান। কিন্তু তার সৎভাই সুরুজের দিন কাটে মদের পেয়ালা আর নর্তকীদের নিয়ে। নার্গিস এবং সুরুজ আসাদকে পছন্দ না করলেও আসাদ তাদের সাথে সুসম্পর্ক রাখতে আগ্রহী। নার্গিস বুঝতে পারছে যে আলী জাকেরের মৃত্যুর পর জমিদারি যাবে আসাদের হাতে। স্বভাবতই নার্গিস অসন্তুষ্ট এবং সুযোগ খুঁজছেন কিভাবে আসাদকে সরিয়ে সুরুজকে জমিদারি পাইয়ে দেয়া যায়।



এই পারিবারিক ডামাডোলের মধ্যে খবর আসতে থাকে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে সিপাহীরা একত্রিত হবার চেষ্টা করছে। আলী জাকের এবং আসাদ সুযোগ খুঁজছে সিপাহীদের সাথে যোগাযোগ করার যাতে প্রয়োজনীয় সাহায্য করতে পারে। এক সন্ধ্যায় অতি গোপনে সিপাহীদের একজন এসে দেখা করে আসাদের সাথে এবং তাদের শ্লোগান (নিচে বিস্তারিত দেখুন) পৌঁছে দেয়। আসাদ সাথে সাথেই ব্যাপারটা আলী জাকেরকে জানায় এবং দু'জনে মিলে সিপাহীদের সমর্থনের সিদ্ধান্ত নেয়।



একই সময় নার্গিস এবং সুরুজও বিদ্রোহের কথা জানতে পারে। কিন্তু জাকের-আসাদের সাথে সমর্থনে যোগ দেয়ার বদলে নার্গিস ব্রিটিশদের সাথে দেখা করে আলী জাকেরকে জমিদারী থেকে সরিয়ে দেবার জন্য সাহায্য চায়। ঢাকার ব্রিটিশ ম্যাজিস্ট্রেট কাজী খুরশীদউজ্জামান উৎপল ব্রিটিশের চিরকালীন ডিভাইড অ্যান্ড রুল নীতি অনুসরন করে নার্গিসকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়।



আলী জাকের তার জমিদারীর পাগড়ী আসাদকে তুলে দেন এবং তার পেয়াদাবাহিনী নিয়ে সিপাহীদের সাথে যোগ দিতে বলেন। কিন্তু নার্গিস-সুরুজের চক্রান্তে ব্রিটিশরা আসাদকে ঘিরে ফেলে আত্মসমর্পন করতে বলে। আসাদ উত্তর দেয় - পাগড়ী মাথায় নিয়ে আত্মসমর্পন করে পাগড়ীর মর্যাদা ক্ষুন্ন করা তার পক্ষে সম্ভব না।



ব্রিটিশ আমলকে নাটক-চলচ্চিত্রে নিয়ে আসার প্রধান অসুবিধা অবশ্যই অর্থনৈতিক। এত পুরোনো সময়কে ধরতে মেকআপ এবং সেট নির্মানের খরচ খুব বেশি। তাছাড়া আরেক সমস্যা ব্রিটিশ চরিত্রগুলির জন্য অভিনেতা জোগাড় করা। এই নাটকে ম্যাজিস্ট্রেট চরিত্রে উৎপল এবং ঢাকা কলেজের প্রিন্সিপাল হিসেবে মাসুদ আলী খান কাজ করেছেন। ভালই করেছেন বলা যায়। লম্বা উৎপল এবং ফর্সা মাসুদ আলীকে মোটামুটি ইংরেজ হিসেবে বিশ্বস্তভাবে উপস্থাপন করা গেছে। অভিনেতা আসাদ একদম নিম্নবিত্ত খেটেখাওয়া চরিত্রে যত সাবলীল, জমিদারপুত্র চরিত্রে ততটা নন। তারপরও দুর্দান্ত অভিনয়গুনে মানিয়ে গেছেন। বাকিরাও উৎরে গেছেন।



নাটক হিসেবে পাগড়ী বাংলাদেশ টেলিভিশনের খুব উল্লেখযোগ্য প্রযোজনা বলা যাবে না। এর চেয়ে অনেক ভাল নাটক আমরা এমনকি মামুনুর রশিদের কাছ থেকেও পেয়েছি। তবে এই নাটকটা আমার দেখা সবচেয়ে পুরোনো সময়কালকে নিয়ে। এই বৈশিষ্ট্যের কারনেই মূলত এখনও ভুলে যাইনি।



(গল্পের কথক মুহম্মদ জাকারিয়াকে অনেকে নাও চিনতে পারেন। তিনি বাংলাদেশের অন্যতম প্রবীন অভিনেতা। কলকাতার বহুরুপী নাট্যসংস্থায় শম্ভু মিত্রের প্রযোজনায় রক্তকরবীতেও তিনি কাজ করেন। নাগরিক নাট্যসম্প্রদায়ের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। মারা গেছেন পনের-বিশ বছর আগে।



সিপাহিদের দূত আসাদকে বিদ্রোহের যে শ্লোগান দিয়েছিল সেটা খুব আকর্ষনীয়। কিন্তু আমি এতদিন পর হুবহু মনে করতে পারছি না। উইকিপিডিয়াতে সিপাহিদের ব্যবহৃত একটা শ্লোগান পাওয়া গেল - খাল্‌ক খুদা কি, মুল্‌ক বাদশাহ কা, হুকুম সুবাদার সিপাহি বাহাদুর কা। খুব সম্ভব এই শ্লোগানটাই নাটকে ছিল।)



* বাচ্চাকাচ্চা আমি খুব পছন্দ করি। এই পাপ-পঙ্কিল পৃথিবীটা আল্লাহ এখনও বোধহয় টিকিয়ে রেখেছেন এই নিষ্পাপ শিশুগুলির জন্য। ব্লগার রেজোওয়ানা তার ব্লগে প্রায়ই সোহার ছবি পোস্ট করে। ফেসবুকেও প্রচুর ছবি আছে। খুবই কিউট আর হাসিখুশি একটি শিশু। দেখলেই ইচ্ছা করে গাল দুটো টিপে দেই। যাই হোক। সোহা, এই লেখাটা তো তুমি কখনোই পড়বে না। কারন এত বড় লেখা পড়ার উপযুক্ত হতে তোমার অন্তত সাত-আট বছর সময় লাগবে। ইন্টারনেটে আট বছর দীর্ঘ সময়। আট বছর পর হয়ত সামহোয়ারই থাকবে না,সামহোয়ার থাকলেও তোমার মা আর ব্লগিংয়ে থাকবে না, মা থাকলেও তোমার জন্মেরও পঁচিশ বছর আগের এক নাটকের রিভিউ পড়তেও তুমি আগ্রহী হবে না। কিন্তু আমার আন্তরিক শুভকামনা সবসময়ই তোমার জন্য।

মন্তব্য ৮৮ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৮৮) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১১ ভোর ৬:৩৩

লিটল হামা বলেছেন: নাটকটার নাম কখনও শুনিনাই :|

উতসর্গপত্রটা বেশ ভালো লাগলো। কিছুটা আবেগাক্রান্ত হলাম!

২২ শে জুলাই, ২০১১ সকাল ৭:৪৪

রাইসুল জুহালা বলেছেন: নাম শোনেন নাই! :( গল্পটা পড়ে কি একটু চেনা লাগল? হয়ত নাম ভুলে গেছেন। নাকি তাও না?

আমার উৎসর্গপত্রের আকার দিন দিন বড় হচ্ছে। প্রথম দিকে শুধু উৎসর্গ লিখতাম। আপনার সময় লিখেছিলাম বোধহয় ৩-৪ লাইন। এবার তো বিশাল। কয়দিন পর বোধহয় পোস্টের চেয়ে উৎসর্গপত্রের আকার বড় হবে। :D

অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

২| ২২ শে জুলাই, ২০১১ সকাল ৮:০৯

সেলিম তাহের বলেছেন:
মোহাম্মদ জাকারিয়া এক অসীম শক্তিশালী মঞ্চাভিনেতা ছিলেন। আজ থেকে ২০/২২ বছর আগে (অথবা তারও পূর্বে?) মহিলা সমিতি মঞ্চে দেখা "পায়ের আওয়াজ পাওয়া যায়" কাব্যনাট্যে তাঁর অসাধারণ অভিনয় আজও আমার স্মৃতিতে ভাস্বর।

উৎসর্গপত্র সহ পোস্টটি দারুণ লাগলো।

২২ শে জুলাই, ২০১১ সকাল ৮:২৭

রাইসুল জুহালা বলেছেন: একটু ভয়ে ছিলাম মোহাম্মদ জাকারিয়াকে কেউ আদৌ চেনেন কিনা! একে তো উনি অনেক বছর আগে মারা গেছেন। এর আগেও টেলিভিশনে খুব একটা কাজ করতেন না, বয়সও হয়ে গিয়েছিল। আপনি তার নাটক দেখেছেন এবং তাকে চেনেন শুনে আশ্বস্ত হলাম।

আপনার নামটা চেনা চেনা লাগছিল। আপনার ব্লগ একটু ঘুরে বুঝলাম, অনেক দিন আগে আপনার সাথে রেবেকা নাটকের চিত্রনাট্য পোস্টে বিপুল রায়হানের পরিচালনা নিয়ে কথা হয়েছিল। আপনার মত একজন নাটকের মানুষের পোস্টটা ভাল লেগেছে শুনে খুব খুশি হলাম। বিশ বছর আগে আজকের মত প্রাইভেট প্রডাকশনের ব্যবস্থা থাকলে হয়ত আপনাদের সাথেই থাকতে পারতাম। নাটক-সিনেমায় আগ্রহ ছিল, কিন্তু তখন সুযোগ ছিল না। আর কি! এখন পেটের ধান্দায় প্রবাসী।

অনেক ধন্যবাদ আপনাকে।

৩| ২২ শে জুলাই, ২০১১ সকাল ৮:২৬

লাবণ্য ও মেঘমালা বলেছেন: আমিও কখনো নাম শুনি নাই। হয়ত জন্মের আগের নাটক।
তবে আপনার ব্লগে আসলেই যেন নস্টালজিয়ার একটা গন্ধ পাই, পুরনো বই খুললে যেমন গন্ধটা ভাসে!

২২ শে জুলাই, ২০১১ সকাল ৮:৩৪

রাইসুল জুহালা বলেছেন: আমি সঠিক মনে করতে পারছি না, তবে এটা খুব সম্ভব ৮৩-৮৪ সালের দিকের নাটক। এটা জন্মের আগের না পরের? আমাকে উত্তর দেয়ার দরকার নাই।

তবে আপনার ব্লগে আসলেই যেন নস্টালজিয়ার একটা গন্ধ পাই, পুরনো বই খুললে যেমন গন্ধটা ভাসে!


হা হা হা। তাই বুঝি! সেজন্যই বোধহয় গতকাল ব্লগার জোবায়ের বিন ইসলাম (এখন ব্যান) আমাকে ডাকল 'বুড়া মিয়া'। আসলে বাংলাদেশ সম্বন্ধে আমার স্মৃতি মোটামুটি ৯৩-৯৪ সালের দিকে শেষ হয়ে গেছে। তখন তো আর ইন্টারনেট ছিল না, তাই তেমন কিছু আর জানতে পারতাম না। আবার একটু জানার সুযোগ পেলাম ব্লগে আসার পর। মধ্যের পনের বছর ব্ল্যাঙ্ক।

ধন্যবাদ আপনাকে।

৪| ২২ শে জুলাই, ২০১১ সকাল ১১:১২

জিসান শা ইকরাম বলেছেন:
আপনি এখনো এসব মনে রাখলেন কিভাবে ? ভুলে গিয়েছিলাম অন্য অনেক কিছুর মত এই নাটকটাও। ফিরিয়ে দিলেন আপনি :)
++++

আমার বন্ধু সোহামনিকে উৎসর্গ করায় আমি খুবই খুসি :)
( সোহা ফেইসবুকে আমার বন্ধু)

২২ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:২৬

রাইসুল জুহালা বলেছেন: হা হা হা। জানি না কিভাবে মনে রাখলাম! আসলে যার যেটাতে আগ্রহ থাকে। স্পোর্টস ফ্যানদের দেখবেন ২৫-৩০ বছর আগের কোন খেলায় কে কত রান করল, কয় উইকেট পেল এগুলি বিস্তারিত মনে রাখতে পারে। আমি চিন্তাই করতে পারি না কিভাবে মনে রাখে! আমারও নাটক-চলচ্চিত্র নিয়ে বরাবরই খুব আগ্রহ।

আপনার বন্ধুকে উৎসর্গ করতে পেরে আমিও খুব খুশি।

৫| ২২ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৩৮

শুভ্রতা বলেছেন: চমত্‍কার পোস্ট।+

২২ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৪৪

রাইসুল জুহালা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৬| ২২ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৫৮

আসিফ মুভি পাগলা বলেছেন: খুব সম্ভবত আমার জন্মেরও আগের নাটক । আমিও নাম শুনি নাই । কোথাও দেখতে পাবো সে আশাও কম । তবে আজকাল কিছু কিছু পুরানো নাটক পাওয়া যাচ্ছে । উৎসটা বের করতে পারলে আরও ভাল ভাল কিছু নাটক বের করে আনা সম্ভব আর্কাইভ থেকে ।

বরাবরের মতই লেখায় প্লাস । এই প্রথমবারের মত উৎসর্গে প্লাস :)

২২ শে জুলাই, ২০১১ রাত ৮:০৭

রাইসুল জুহালা বলেছেন: কবে যেন আপনি আমাকে বলেছিলেন আপনার জন্ম ৮৯ সালে, নাকি? যদি তাই হয়, তাহলে অবশ্যই জন্মের আরো বেশ কয়েক বছর আগে। বিটিভি যে কেন তাদের আর্কাইভ থেকে নাটক ডিভিডিতে কনভার্ট করে না, আল্লাহই জানেন!

ডবল প্লাসের জন্য ধন্যবাদ।

৭| ২২ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৫৯

কাউসার রুশো বলেছেন: আপনি এত সুন্দর করে নাটকের রিভিউ দেন যে খুব দেখতে ইচ্ছে করে । কিন্তু ইন্টারনেটে দেশী জিনিস খুঁজে পাওয়া বিশাল ঝামেলার কাজ এবং বেশিরভাগ ক্ষেত্রেই পাওয়া যায়না :(

২২ শে জুলাই, ২০১১ রাত ৮:২৫

রাইসুল জুহালা বলেছেন: আমারও খুব ইচ্ছা করে যদি এই নাটকগুলির ডাউনলোড লিঙ্ক আপনাদের দিতে পারতাম, বাংলাদেশ টেলিভিশনের স্বর্নযুগের এই প্রযোজনাগুলি নিয়ে সামহোয়ারের যে মুভি বাফ গ্রুপ আছে তাদের সাথে আলোচনা করতে পারতাম, কি দারুন ব্যাপার হত! আমাদের করতে হয় হলিউডি মুভি নিয়ে আলোচনা। ওটা খারাপ না, কিন্তু নিজভাষার, নিজেদের কোন প্রডাক্ট নিয়ে গল্প করার মজাই আলাদা হত। বিটিভি যে কবে আমাদের এই হাহাকার শুনবে!

৮| ২২ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:০৬

কাউসার রুশো বলেছেন: ভাষা আন্দোলন এবং স্বাধীনতা যুদ্ধ আমাদের টেলিভিশন নাটক বা চলচ্চিত্রে যতটা এসেছে সাতচল্লিশপূর্ব ব্রিটিশবিরোধী আন্দোলন তার কানাকড়িও আসেনি। সঙ্গত কারনেই আমরা ১৪ই আগস্ট (পাকিস্তানের স্বাধীনতা দিবস) পালন করি না, তাই বিশেষ দিবসের নাটক হিসেবে ব্রিটিশ আমলের ইতিহাস আসার সম্ভাবনা নাই। খুব ছোট পরিসরে ২৩শে জুন (পলাশী দিবস) পালন করা হয়। কিন্তু এই দিন উপলক্ষেও টেলিভিশনে সাধারনত বিশেষ নাটক প্রচারিত হয় না। বাংলাদেশ টেলিভিশনের একটা কুমিরছানা আছে খান আতাউর রহমানের নবাব সিরাজউদ্দৌলা, সেটাই প্রায়ই ২৩শে জুন বা তার আশেপাশের শুক্রবারে দেখতাম। বিচ্ছিন্নভাবে সংশপ্তক, নুরুলদিনের সারাজীবন (এটা নাগরিক নাট্য সম্প্রদায়ের প্রযোজনায় একটি মঞ্চ নাটক, তবে বিটিভিতে প্রচারিত হয়েছে) ইত্যাদি কিছু নাটকে ব্রিটিশের শাসনের কথা এসেছে।


এ লাইনগুলো আপনার পোস্ট থেকে কপি-পেস্ট করার কারণ আপনি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলে ধরেছেন।
বাংলাদেশিদের জন্য '‌৫২ আর '‌৭১ সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্দেহ নাই। কিন্তু ‌‌'৪৭ ও '৪৭ পূর্ববর্তী সময়টার তাৎপর্য বোঝানোর মত লোক মনে হয় আর কেই মনে হয় বেঁচে নেই আমাদের দেশে। এ বিষয়টা চলচ্চিত্র, বই, নাটক ইত্যাদি শিল্প মাধ্যমে অবশ্যই অবশ্যই উঠে আসা উচিত।
চিন্তা করতে পারেন ভারতে সূর্যসেনকে নিয়ে একাধিক সিনেমা বানানো হয়ে গেছে আর আমাদের দেশে সূর্যসেনকে নিয়ে কোন নাটক পর্যন্ত হয়েছে কিনা আমার জানা নেই। অথচ সূর্যসেন- প্রীতিলতা আমাদের চট্টগামের। এ চট্টগ্রামেই তাঁরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছেন। ঢাকা ও চট্টগ্রাম ব্রিটিশ বিরোধী আন্দোলনের খুবই গুরুত্বপূর্ণ কিছু ঘটনার সাক্ষী। কিন্তু আমাদের প্রজন্ম ঠিকমতো সেটা জানেনা। আর আমাদের পরের প্রজন্ম এর কথা বাদই দিলাম :( :(

২২ শে জুলাই, ২০১১ রাত ১১:৫৬

রাইসুল জুহালা বলেছেন: খুবই একমত। সূর্যসেন আমাদের কাহিনী আর সেটা নিয়ে তারা একাধিক ছবি বানিয়ে ফেলল। তারপরও খুব করে আশা করেছিলাম যাতে খেলে হাম জি জান সে ছবিটা লগন ছবির মত বিশাল মাপের হিট হয়, অস্কারে যায়। লোকে অন্তত চিটাগাং আর পাহাড়তলীর নাম জানুক। ঘোড়ার ডিম। এমন ফ্লপ করল যে বলার না। আসলে ১০০ বছর আগের সময়কে ধরার জন্য যে পরিমান গবেষনা করতে হবে, সেটা করতে আমাদের পরিচালকদের অনীহা আছে। অয়োময় (দেখেছেন?) নাটকটার সময়কাল কিন্তু বেশ পুরোনো। কিন্তু সেখানেও ইংরেজবিরোধী আন্দোলনের কথা একেবারেই আসেনি।

খুব ভাল লাগল আপনার এই মন্তব্যটা।

৯| ২২ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:১০

আসিফ মুভি পাগলা বলেছেন: আশির দশক কিংবা নব্বই দশকের গান নিয়ে আরও কিছু পোস্টের আবদার করে রাখলাম ।

২৩ শে জুলাই, ২০১১ রাত ১২:০০

রাইসুল জুহালা বলেছেন: ইনশাল্লাহ, চেষ্টা করব। অনেক ধন্যবাদ পুতপবিত্র সাহেব। :D

অফটপিকঃ আপনার এই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। ব্লগে, ফেসবুকে সব জায়গাতেই আপনি নামের সাথে আবার একটা করে বিশেষন যোগ করে দিয়েছেন। :D 'আসিফ লম্বু' বা এই জাতীয় কোন নিক কোথাও নাই?

১০| ২২ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:২৪

নিঃসঙ্গ নির্বাসন বলেছেন: @ লেখক

তথ্যবহুল পোস্ট। কিছুই জানতাম না এই ব্যাপারে।

@কাঊসার রুশো

একটা চরম সত্য কিথা বলেছেন। আপনার দ্বিতীয় কমেন্ট এ লাইক দিলাম।

২৩ শে জুলাই, ২০১১ রাত ১২:০৩

রাইসুল জুহালা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

১১| ২২ শে জুলাই, ২০১১ রাত ৮:৪৮

কাউসার রুশো বলেছেন: নিজভাষার, নিজেদের কোন প্রডাক্ট নিয়ে গল্প করার মজাই আলাদা হত। বিটিভি যে কবে আমাদের এই হাহাকার শুনবে!
:( :( :(

২৩ শে জুলাই, ২০১১ রাত ১২:০৬

রাইসুল জুহালা বলেছেন: :( :( কপালও এমন যে আমার যত প্রিয় নাটক, তার বেশিরভাগই নাকি এই সিনেমাখোর গ্রুপের (আপনি, আসিফ, বাদ দেন, ফেলুদা ইত্যাদি) জন্মের আগের!! আপনারা আর বছর দশেক আগে জন্মালেন না কেন? :(

১২| ২২ শে জুলাই, ২০১১ রাত ৯:০৭

রেজোওয়ানা বলেছেন: আমরা আমাদের সন্তান সোহার জন্য একটা ছোট্ট ট্রেজার বক্স বানিয়েছি যেখানে তার জন্মের প্রথম ছবি, হাত ও পায়ের ছাপ, জামাকাপড়, গিফট থেকে শুরু করে বালিশ, ফিডার, প্রথম পছন্দের খেলানা এসব রেখে দিয়েছি। আল্লাহ যদি বাচিয়ে রাখে তাহলে ওর যখন ১৮ বছর বয়স হবে তখন তাকে এই বক্সটা দেয়া হবে খোলার জন্য। আজ আপনার এই লেখাটাও প্রিন্ট করে রেখে দিলাম সেই ট্রেজার বক্সে, বড় হয়ে সে যখন দেখবে কোনদিন দেখা হয়নি এমন এক মহাপ্রাণ কিভাবে তার জন্য গভীর ভালবাসা পোষন করেছে সেদিন নিশ্চয় পৃথিবীর মানুষের প্রতি তার সন্মান অনেক বেড়ে যাবে...............আমরা তার সেই বিস্ময় ও আনন্দমাখা উজ্বল চোখ দেখার অপেক্ষায়..........


২২ শে জুলাই, ২০১১ রাত ৯:৩২

রাইসুল জুহালা বলেছেন: এই মন্তব্যের কোন উত্তর আমার কাছে নাই!

১৩| ২২ শে জুলাই, ২০১১ রাত ৯:২২

রেজোওয়ানা বলেছেন: এই নাটকটা আমি দেখিনি বা হয়তো দেখলেও মনে করতে পারছি না। রিভিউ বরাবরের মতোই দূর্দান্ত......

২৩ শে জুলাই, ২০১১ রাত ১২:০৬

রাইসুল জুহালা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

১৪| ২২ শে জুলাই, ২০১১ রাত ৯:৩৩

সাকিন উল আলম ইভান বলেছেন: আমি নিজের জানতাম না ,পড়লাম এবং পড়ে মুগ্ধ হয়ে গেলাম ,অসাধারণ লিখেছেন ভাইয়া .......

২৩ শে জুলাই, ২০১১ রাত ১২:০৭

রাইসুল জুহালা বলেছেন: আরে আমার হাফ সিলেটি ব্রাদার দেখি আমার পোস্টে! অনেক ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

১৫| ২২ শে জুলাই, ২০১১ রাত ৯:৪৪

রিয়েল ডেমোন বলেছেন: নানুভাইকে উৎস্বর্গ। চমৎকার । কিন্তু এই নাটক দেখার সুযোগ হয় নাই। হবে কি না জানি না :( তবে সিপাহী বিদ্রহের ইতিহাস আমাকেও দারুন নাড়া দেয়। ইতিহাস আর স্মতিকথার মিশেলে পোষ্ট চমৎকার :)

২৩ শে জুলাই, ২০১১ রাত ১২:০৯

রাইসুল জুহালা বলেছেন: সিপাহি বিদ্রোহ আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়। সে একটা অন্যরকম সময় ছিল। অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

১৬| ২২ শে জুলাই, ২০১১ রাত ৯:৫৭

িনদাল বলেছেন: রেজওয়ানা আপুর কমেন্ট টা অসাধারণ

২৩ শে জুলাই, ২০১১ রাত ১২:১২

রাইসুল জুহালা বলেছেন: আমার কাছে ওই কমেন্টের কোন উত্তর নাই।

১৭| ২২ শে জুলাই, ২০১১ রাত ৯:৫৯

লাবণ্য ও মেঘমালা বলেছেন: রেজোয়ানা আপুর কমেন্ট পড়ে আমার নিজেরই চোখে পানি চলে আসলো।
ভালো থাকুক সোহামনি

২৩ শে জুলাই, ২০১১ রাত ১২:২০

রাইসুল জুহালা বলেছেন: আমার নিজেরও চোখে পানি চলে এসেছিল। ভালো থাকুক সোহামনি।

১৮| ২৩ শে জুলাই, ২০১১ রাত ১২:১৪

বাল্যবন্ধু বলেছেন: ভালো লাগলো।

২৩ শে জুলাই, ২০১১ রাত ১২:২২

রাইসুল জুহালা বলেছেন: অনেক ধন্যবাদ।

১৯| ২৩ শে জুলাই, ২০১১ রাত ৩:৩৬

শুকনা মরিচ বলেছেন: একটা নাটকের কথা খুব হালকা ভাবে মনে পড়ছে। বুঝতে পারছিনা সেই নাটক টা কিনা । কারণ উৎপল সাহেব বেশীরভাগ নাটকেই আর্মি অফিসার কিংবা এমন ইস্ট ইন্ডিয়া টাইপের চরিত্রে অভিনয় করতেন বেশী ।

আপনার স্মৃতি শক্তির তারিফ না করে পারছিনা ।

২৩ শে জুলাই, ২০১১ সকাল ১০:৫১

রাইসুল জুহালা বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আপনার পোস্টে আপনার ছেলের গল্পগুলি প্রায়ই পড়ি। খুব ইন্টারেস্টিং। একদিন আমি ওকেও (কি যেন নাম তার? আরিদ?) উৎসর্গ করে একটা পোস্ট লিখব।

স্মৃতিশক্তি আসলে আমার খুব একটা ভাল না। এখানে স্মৃতিশক্তির ব্যাপার না, প্যাশনের ব্যাপার। নাটক-সিনেমা এগুলিতে আমার বরাবরই খুব ঝোঁক ছিল। বাংলাদেশে প্রাইভেট প্রডাকশন এসেছে ৯৪তে আর আমি দেশ ছেড়েছি ৯২তে। আর কয়েক বছর এদিক ওদিক হলে হয়ত দেশেই নাটক-সিনেমা করতাম। কিন্তু একবার বিদেশ চলে আসলে আবার ফিরে যাওয়া এবং নতুন করে শুরু করা খুব কঠিন। এই হল ব্যাপার। যাই হোক। ভাল থাকবেন আর আপনার ছেলেকে কায়দা-কসরৎ করে বেশি বেশি খাওয়াবেন। :)

২০| ২৩ শে জুলাই, ২০১১ সকাল ৮:৩৬

ময়নামতি বলেছেন: আসলে বাংলা নাটক বাংলা সিনেমা এগুলির নির্মান শৈলীতে কেমন একটা ভুতুরে ভাবনার সংযোজন হয়েছে।
তাই রুচিশীল দর্শক এর বদলে ক্ষনস্থায়ী দর্শকদের বাজার বড় চাংগা ।যাক ভাল লাগল ,আপনার স্মৃতি শক্তির প্রশংসা করতেই হয়।

শুভকামনা সকল সময়ের জন্য।

২৩ শে জুলাই, ২০১১ বিকাল ৩:৩৪

রাইসুল জুহালা বলেছেন: ধন্যবাদ ময়নামতি আপনার সুন্দর মন্তব্যের জন্য। এখনকার নাটক আসলে আমি একদমই দেখতে পারি না। অসুস্থ বোধ করি। কোন কাহিনী ছাড়া ৫০-৭০-১০০ পর্বের নাটকও আজকাল বানানো হয়ে যায়! আজব কান্ড। আর স্মৃতিশক্তি আমার খুব একটা ভাল না, নাটকের প্রতি প্যাশন ছিল। এই আর কি!

ভাল থাকবেন।

২১| ২৩ শে জুলাই, ২০১১ সকাল ১১:৩৬

জুন বলেছেন: অনেক ভালোলাগলো আপনার রিভিউ তবে আমি নাটকটি দেখেছি কি না আদৌ মনে করতে পারছিনা।
উৎসর্গপত্রটি খুব সুন্দর হয়েছে। সোহা সত্যি খুব সুইট বাচ্চা।
আসলেই আস্তে আস্তে বড় হচ্ছে :)
আমার বেলায় এক লাইন :||

২৩ শে জুলাই, ২০১১ বিকাল ৩:৩৯

রাইসুল জুহালা বলেছেন: ধন্যবাদ আপা আপনার মন্তব্যের জন্য। উৎসর্গপত্রের আকার যাকে উৎসর্গ করা হচ্ছে তার বয়সের সাথে ব্যস্তানুপাতিক। :D

নাহ, আই ওয়াজ জোকিং। আসলে তখন বেশ নতুন ছিলাম, একটা সংকোচবোধ ছিল, কি বলতে কি বলে ফেলি সেই ভাব ছিল। এখন এগুলি আপনাদের সবার সহযোগিতায় একটু কমেছে। তাই মন খুলে লিখতে পারি।

এই হচ্ছে ব্যাপার।

২২| ২৩ শে জুলাই, ২০১১ বিকাল ৩:৪১

নাআমি বলেছেন: চমৎকার রিভিউ !! যদিও নাটকটা দেখেছি কিনা মনে পড়ছেনা, খুঁজবো এবার দেশে গেলে.........

ধন্যবাদ........

২৩ শে জুলাই, ২০১১ বিকাল ৩:৪৭

রাইসুল জুহালা বলেছেন: ধন্যবাদ নাআমি। যদি নাটকটা পান, আমাদের সাথে শেয়ার করবেন আশা করি।

ভাল থাকবেন।

২৩| ২৩ শে জুলাই, ২০১১ রাত ৮:২৮

শুকনা মরিচ বলেছেন: ছেলের নাম আরদি । এখন একটু খাচ্ছে - কারন ট্রান্সফরমার ৩ আর পাণ্ডা ২ পেয়েছে সে । এখন কিছুদিন খাওয়ানোর সময় যুদ্ধ করা লাগবেনা :)

ওরে বাবা - আপনি তো দেখি অনেক আগে থেকেই দেশ ছাড়া । আমিতো এখনও বছরের কিছু কিছু কাজ পেন্ডিং রাখি - দেশে গিয়ে করবো বলে । কিছু কিছু কাজ দেশে থেকে করতে বা দেশ থেকে আনতে এখনও ভালো লাগে ।

ভালো থাকবেন । আর অপেক্ষায় থাকলাম আপনার পোস্টের জন্য :)

২৩ শে জুলাই, ২০১১ রাত ১০:১৯

রাইসুল জুহালা বলেছেন: হ্যাঁ হ্যাঁ আরদি। ভাওয়েল বসাতে একটু এদিক-ওদিক হয়ে গেছে, দুঃখিত। ট্রান্সফরমার ৩ তো মাত্র বের হল, এর মধ্যেই ডিভিডি জোগাড় করে ফেললেন কিভাবে!

আমি অনেকদিন দেশছাড়া এবং দেশে খুব একটা যাইও না। শেষ গেছি ৮ বছর আগে।

আপনি আর আপনার বাচ্চাও ভাল থাকবেন। পোস্ট আসলে আপনার ব্লগে গিয়ে জানিয়ে আসব।

২৪| ২৩ শে জুলাই, ২০১১ রাত ৯:১২

শিপু ভাই বলেছেন: সুন্দর রিভিউ।++++++

খুব ছোট বেলায় পুনঃপ্রচার দেখেছিলাম মনে হয়।

উতসর্গপত্রে ++++++++++++++++++

২৩ শে জুলাই, ২০১১ রাত ১০:২২

রাইসুল জুহালা বলেছেন: অনেক ধন্যবাদ। ওহ! দেখেছেন আপনি নাটকটা? খুব খুশি হলাম। আমার সন্দেহ হচ্ছিল যে অনেকেই ভাবছে এই রকম কোন নাটক ছিলই না কখনো এবং আমি নিজেই পোস্ট লেখার জন্য কাহিনীটা বানিয়েছি। :D এখন আপনি সাক্ষী যে এই নাটক আসলেই ছিল।

ভাল থাকবেন।

২৫| ২৩ শে জুলাই, ২০১১ রাত ১০:০৯

বোবায় বলেছেন: Valo laglo review

২৩ শে জুলাই, ২০১১ রাত ১০:২৪

রাইসুল জুহালা বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২৬| ২৩ শে জুলাই, ২০১১ রাত ১০:৩৫

করবি বলেছেন: খুব ছোট বেলায় আমিও পুনঃপ্রচারে দেখছি বলে মনে হয়। আপনার লেখা পড়ে একটু একটু মনে পড়ছে। নার্গিস খুব ঝলমলে পোশাকে অভিনয় করেছিল কি ? জড়ির জামা টাইপের ......

২৩ শে জুলাই, ২০১১ রাত ১০:৪৭

রাইসুল জুহালা বলেছেন: হ্যাঁ হ্যাঁ ওটাই। নার্গিসের ছেলে সুরুজের চরিত্র করেছিল মোচওয়ালা এক অভিনেতা, দেখতে অনেকটা ক্রিকেটার সেলিম মালিকের মত। নাটকটা ভাল লেগেছিল আপনার? আপনি পুনঃপ্রচার কত সালের দিকে দেখেছেন?

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য, এবং সাক্ষী দেয়ার জন্য যে আমি এই কাহিনী নিজে বানাই নাই। :D

২৭| ২৪ শে জুলাই, ২০১১ দুপুর ১২:০০

গানচিল বলেছেন: পাগড়ী ১৯৮৪ সালের শেষের দিকের নাটক রাইসুল।হ্যা ! মনে আছে নাটকটা। একই সময়ে মামুনুর রশীদের আরও কয়েকটা তুখোড় নাটক প্রচারিত হয়েছিল। সাম্প্রতিক (ডলি জহুর/ আহসান আলী সিডনী)
ওরা সব কদম আলী( আজিজুল হালিম)

২৪ শে জুলাই, ২০১১ দুপুর ১২:০৭

রাইসুল জুহালা বলেছেন: বাহ বাহ! এইবার রাজসাক্ষী পাওয়া গেছে। এখন আর কেউ এই নাটকের সত্যতা নিয়ে সন্দেহ করতে পারবে না। :D সিরিয়াসলি ভাই, আপনার মেমোরি দেখি আর অবাক হই।

বোনাস পাঁচ নম্বর দিব যদি বলতে পারেন সুরুজ চরিত্রে অভিনয় করা গায়ক হাসান চৌধুরীর মত (উপরে একজনকে যেন বলেছি ক্রিকেটার সেলিম মালিকের মত দেখতে কারন আমি নিশ্চিত ছিলাম না যে উনি হাসান চৌধুরীকে চেনেন কিনা। আপনার বেলা সে অনিশ্চয়তা নাই। ) দেখতে ভদ্রলোকের নাম কি? এটা আমি মনেই করতে পারলাম না!!

২৮| ২৪ শে জুলাই, ২০১১ দুপুর ১২:০২

গানচিল বলেছেন: সরি , আজিজুল হাকিম

২৪ শে জুলাই, ২০১১ দুপুর ১২:১৪

রাইসুল জুহালা বলেছেন: :)

মামুনুর রশীদকে আমি সত্যিই শ্রদ্ধা করি। অভিনেতা, লেখক, পরিচালক (মঞ্চে) সব বিষয়েই এত প্রতিভাবান সহজে দেখা যায় না। সাথে যোগ করুন তার নতুন প্রতিভা দেখা চোখ - আজিজুল হাকিম, ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, সালাউদ্দিন লাভলু, ইতিকথা নাটকের জামাল-কামাল জুটির মোটা অভিনেতা (নাম কি তার?)।

২৯| ২৪ শে জুলাই, ২০১১ দুপুর ১২:১৬

গানচিল বলেছেন: তুষার খান। অসামান্য অভিনেতা। মামুনুর রশীদের "সুন্দরী" সিরিজে তুষারেরর অভিনয় দেখেছেন?

২৪ শে জুলাই, ২০১১ দুপুর ১২:২১

রাইসুল জুহালা বলেছেন: হ্যাঁ হ্যাঁ তুষার খান। সুন্দরীর আমি প্রথম কয়েক পর্ব দেখেছি। পরিচিত একজনের কাছ থেকে কয়েকটা ভিডিও ক্যাসেট পেয়েছিলাম। পরে নানান সমস্যায় তার সাথে যোগাযোগ কমে গেল। তখন তো ইন্টারনেট বা বাংলাদেশি চ্যানেল ছিল না। এই নাটকে তার একটা বিশেষ অ্যাকসেন্ট ছিল - সিরাজগঞ্জের অ্যাকসেন্ট বোধহয়। দারুন লাগত।

পাগড়ীর সুরুজের নাম মনে আছে আপনার?

৩০| ২৪ শে জুলাই, ২০১১ দুপুর ১২:১৭

নস্টালজিক বলেছেন: নাটকটার স্মৃতি আবছা মনে পড়লো!

জাকারিয়া কথা বলতেন স্বতন্ত্র স্টাইলে।
মন্চের ডাকসাইটে অভিনেতা ছিলেন!

২৪ শে জুলাই, ২০১১ দুপুর ১২:২৫

রাইসুল জুহালা বলেছেন: মোহাম্মদ জাকারিয়াকে আমিও যথেষ্ট বয়স্কই দেখেছি। টিভিতে আসতেন খুব কম, আর তার অভিনয় মঞ্চঘেঁষাই ছিল।

মন্তব্যের জন্য ধন্যবাদ গীতিকবি। আপনাদের মত শিল্পীরা আমার পোস্টে আসলে খুব ধন্য বোধ করি।

৩১| ২৪ শে জুলাই, ২০১১ রাত ১১:৪৪

শুকনা মরিচ বলেছেন: ৮ বছর - বাপরে !!!

ডিভিডি না - ডাউনলোড করেছি - যদিও ক্যামেরা প্রিন্ট । ছেলে ওটাতেই খুশী । আর থিয়েটারে গিয়ে সে ২বার দেখে ফেলেছে :)

২৫ শে জুলাই, ২০১১ ভোর ৫:৪১

রাইসুল জুহালা বলেছেন: ডাউনলোডের এই সাইটগুলি না থাকলে যে কোথায় যেতাম! :D একসময় ৬-৭ ডলার দিয়ে একটা মুভি রেন্ট করেও দেখেছি। এখন সেই দিনগুলির কথা মনে হলে হাসি পায়।

আপনার পুত্রধনকে আমার অনেক শুভেচ্ছা।

৩২| ২৪ শে জুলাই, ২০১১ রাত ১১:৫১

শুকনা মরিচ বলেছেন: আমি তখন অনেক ছোট যখন সুন্দরী নাটক যখন শুরু হলো ।

তেমন কিছু মনে নেই - শুধু মনে আছে তুষার খান ইংলিশে বলতো " i love her" ( সুবর্ণা কে উদ্দেশ্য করে ) :)

২৫ শে জুলাই, ২০১১ ভোর ৫:৪৭

রাইসুল জুহালা বলেছেন: মমমম....পুরোনো নাটক যেগুলি আমি সরাসরি দেখেছি সেগুলি যত ভাল জানি, বিদেশ আসার পর এর ওর কাছ থেকে ধার করে দেখাগুলি অত ভাল জানি না। কারন দেখা যায় একদিনে ৩-৪ পর্ব দেখা হল, পরের ক্যাসেটটা হয়ত হাতে পেলাম দুই মাস পর। সে কারনে আমি পুরোপুরি নিশ্চিত না, তবে আমার মনে হচ্ছে আপনি যে নাটকের কথা বলছেন সেটার নাম শিল্পী। এটাও মামুনুর রশীদেরই নাটক। সুন্দরীতে সুবর্না ছিল কিনা মনে করতে পারছি না, আমি অবশ্য পুরো সিরিজ দেখি নাই। আর তুষার খানের চরিত্র ইংরেজী জানার কথা না। আপনি কি নিশ্চিত যে আপনি সুন্দরীর সাথে শিল্পী গুলিয়ে ফেলেন নি?

৩৩| ২৫ শে জুলাই, ২০১১ রাত ১:০২

দু-পেয়ে গাধ বলেছেন: ইতিহাস ফিরিয়ে দেবার জন্য ডবল প্লাস।
আরেকটা প্লাস সোহামনির জন্যে। নিশ্চয় সে একদিন লেখাটা পড়বে।

২৫ শে জুলাই, ২০১১ রাত ১০:২১

রাইসুল জুহালা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। সোহামনি পড়লে ভাল, না পড়লেও সমস্যা নাই। আমাদের সবার শুভকামনা তার সাথে থাকলেই হল।

৩৪| ২৫ শে জুলাই, ২০১১ ভোর ৫:৫৩

শুকনা মরিচ বলেছেন: অপসস - মাই মিস্টেক :#>

নাটকটার নাম ছিল " শিল্পী " :)

শুভেচ্ছা পুত্রধন কে সকালে পৌঁছে দেয়া হবে । উনি এখন ঘুমাচ্ছেন :)

২৫ শে জুলাই, ২০১১ রাত ১০:৫১

রাইসুল জুহালা বলেছেন: মিসটেকে কোন সমস্যা নাই। :) অনেক বছর আগের কথা তো।

৩৫| ২৫ শে জুলাই, ২০১১ রাত ৮:৫১

ছোটমির্জা বলেছেন:
কেন জানি কমেন্টগুলা পড়তে পড়তে গা শির শির করার অনুভূতি হল।
চমৎকার সব কমেন্ট।
ব্লগে ইতিহাস নিয়ে বা আমাদের অতীত নিয়ে জানা বিষয় ছাড়া কেউ তেমন লিখেনা।
লিখলেও তেমন সাড়া পায়নি মনে হয়।
যেহেতু আপনি অনেক সাড়া পাচ্ছেন, তো দায়বোধ শোধ করার জন্যই হোক বা নিজের ভাল লাগা থেকেই হোক-আপনাকে থামলে চলবেনা ''গোলাম হোসেন''।
প্লিজ চালিয়ে যান পুরানো দিনের গান, সমাজ, সংসকৃতি, মানুষ নিয়ে লেখালেখি।

আমাদের গাঁ-গেরামের বাড়ী ৯০ এর পরে টিভি এসেছে। অনেক কিছুই দেখা হয়নি। এটাও না।
তার পরও ভাল লাগল এমন রিভ্যুই। মনের চোখতো দেখতে পেল!!

সবার মত -উৎসর্গনামা পড়ে আমিও আবেগাপ্লুত হলাম, রেজনাপুর ১ম কমেন্ট ও তার অ্যান্সার পড়ে থমকে গেসিলাম ভাই।
সোহা মনি, তুমিই জান না কত বড় একটা জিনস তুমি এই শৈশবে পেলে (মায়ের কল্যানে একদিন হয়ত জানবে) !! মে আল্লাহ ব্লিচ য়্যু।

২৬ শে জুলাই, ২০১১ দুপুর ১২:২৯

রাইসুল জুহালা বলেছেন: প্রতিটা কমেন্টই খুব সুন্দর, তবে আপনার এই চমৎকার কমেন্টটা পড়ে আমার গা শিরশির ভাব হল। অনেক ধন্যবাদ ভাই। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সবার পছন্দের নানা ধরনের লেখা উপহার দিতে।

জীবনে কিছু আফসোস আছে আমার। গ্রামবাংলাকে কখনোই ঠিকমত দেখা হল না। গ্রামে গেছি হাতে দু'চার বার, বেশিরভাগই একদিনের জন্য। গ্রামের খোলা মাঠ আর অপরিসীম সৌন্দর্যের মাঝে আপনারা বড় হয়েছেন, আর আমরা বড় হয়েছি শহরের চার দেয়ালের মাঝে। টেলিভিশন, রেডিও, ক্যাসেট প্লেয়ার, টেলিফোন, ভিসিআর এগুলি হয়ত ছিল। কিন্তু তাও তো জায়গাটা বদ্ধ। তাই টেলিভিশনের অনুষ্ঠান না দেখে এমন কিছু মিস করেননি। বলা যায়, আমরা যারা ঢাকায় বড় হয়েছি, তারা অনেক কিছু মিস করেছি।

আমাদের সবার দোয়ায় সোহা নিশ্চয়ই একদিন বড় কিছু হবে। আল্লাহ তার জন্য একটা সুন্দর জীবন সাজিয়ে রেখেছেন নিশ্চয়ই।

অনেক ধন্যবাদ ছোটমির্জা। সত্যিই আবেগাপ্লুত হলাম আপনার মন্তব্যটা পড়ে। ভাল থাকবেন।

৩৬| ২৬ শে জুলাই, ২০১১ দুপুর ২:৪০

ডেইফ বলেছেন:
লেখাটি পড়ে নাটকটি দেখতে ইচ্ছে হচ্ছে অনেক।
তখনকার অভিনেতা-অভিনেত্রীদের অভিনয়টাই ছিল অন্যরকম, এখনকার মত মোবাইলে কথা বলবার মত অভিনয় তাঁদের ছিল না। ছোট কালে দেখা বিটিভি'র কোথাও কেউ নেই, বহুব্রীহি, রূপনগর এখনও চোখে ভাসে।

অনেক ভাল লাগলো পোষ্টটি। আর উৎসর্গের কথাগুলো মন ছুঁয়ে গেল।
ব্যান্ড নিয়ে আপনার লেখাগুলো পড়লাম। এক কথায় অসাধারণ!

২৬ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:৩৫

রাইসুল জুহালা বলেছেন: অনেক ধন্যবাদ ডেইফ আপনার চমৎকার মন্তব্যের জন্য। তখন বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত অভিনেতাদের প্রায় সবাই এসেছিলেন বেশ কয়েক বছরের মঞ্চে কাজ করার অভিজ্ঞতা নিয়ে। তাদের অভিনয়ে ছিল এক ধরনের পরিপক্কতা। তাছাড়া তখন তো অনেক মহড়া ইত্যাদির ব্যাপার ছিল। এখন তো গত পরশু মেয়েটা নাচ শিখত, গতকাল হয়েছিল মডেল, আজকে উনি অভিনেত্রী। মহড়া তো দূরের কথা, সেটে গিয়ে নাকি কাহিনীকার, পরিচালক সিদ্ধান্ত নেন যে আজকে কোন দৃশ্য তোলা হবে। তাই তুলনাই চলে না।

ভাল থাকবেন।

৩৭| ৩১ শে জুলাই, ২০১১ রাত ১১:০৭

নষ্ট কবি বলেছেন: ++++++++++++++

৩১ শে জুলাই, ২০১১ রাত ১১:৫৬

রাইসুল জুহালা বলেছেন: অনেক ধন্যবাদ।

৩৮| ০৪ ঠা আগস্ট, ২০১১ সকাল ১০:২৬

সবুজ ভীমরুল বলেছেন: বিটিভির আর্কাইভে নাটকগুলি কি পাওয়া যাবে। আপনার রিভিউ শুনে খুব দেখতে ইছে করছে!!


এত সুন্দর পোস্টের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।

০৪ ঠা আগস্ট, ২০১১ সকাল ১০:৪৬

রাইসুল জুহালা বলেছেন: মনে হয় না আপনি বিটিভির আর্কাইভ (যদি আদৌ থাকে!) থেকে এই নাটকগুলি উদ্ধার করতে পারবেন। আর তাদের কাছে যে আছে সেটাও নিশ্চিত না।

আপনাকেও ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

৩৯| ১৩ ই আগস্ট, ২০১১ রাত ৯:৩৭

আসিফ মুভি পাগলা বলেছেন: আমি ৯০ এ । আর আসিফ লম্বু বিশেষণটা মাথায় থাকবে । ব্লগ কিংবা ফেসবুক কোথায় যদি ব্যান খেয়ে যাই (সম্ভাবনা যদিও বেশ কম) তাইলে এই নামে আবির্ভূত হবো ;)

১৩ ই আগস্ট, ২০১১ রাত ৯:৫৬

রাইসুল জুহালা বলেছেন: টুইটারে বা গুগল প্লাসে অ্যাকাউন্ট খুলতে পারেন আসিফ লম্বু নামে। এটা খুব গুরুত্বপূর্ন। জীবনে চলার পথে কম্প্রোমাইজ করতে করতে একসময় হয় পুতপবিত্র থাকবেন না, সিনেমার ঝোঁকও কমে যেতে পারে, কিন্তু সাইজ তো আর ছোট হবে না। :D

৪০| ১৮ ই আগস্ট, ২০১১ সন্ধ্যা ৬:৪১

ক্রন্দসী বলেছেন: নাটকটা আমাকেও দারূন ভাবে আন্দোলিত করেছিলো।আলিজাকের অভিনয় ভুলতে পারিনি

১৮ ই আগস্ট, ২০১১ রাত ৮:১৮

রাইসুল জুহালা বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৪১| ২৫ শে আগস্ট, ২০১১ বিকাল ৫:৪০

ক্রন্দসী বলেছেন: সিপাহী বিদ্রোহ কি?ওটা ছিলো আমাদের স্বাধীনতা যুদ্ধ

২৫ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৬:৪৪

রাইসুল জুহালা বলেছেন: হুঁম। মোটাদাগে স্বাধীনতা যুদ্ধ বলা যায় হয়ত। তবে 'যুদ্ধ' বলার মত দীর্ঘ সময় এটি পায়নি। অল্প কয়েকদিনের ঘটনা ছিল এটি। এছাড়া তেমন কোন নেতার অনুপস্থিতি, সাধারন জনগনের অসম্পৃক্ততা (তারা সময় ও সুযোগই পায়নি) ইত্যাদি কারনে ইতিহাস এটিকে বিদ্রোহ হিসেবে চিহ্নিত করেছে। আমার অবশ্য একে স্বাধীনতা যুদ্ধ বলতে সমস্যা নাই।

ধন্যবাদ আপনাকে।

৪২| ২৫ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:১১

আমি সুফিয়ান বলেছেন: দেখি নি( জন্মের আগে তাই দেখবার কথা ও না যদি না বিটিভি দয়া করে পুন:প্রচার করে থাকে)
কিন্তু রিভিও পড়ে দেখার প্রচন্ড ইচ্ছা হচ্ছে

তবে পোস্টের চেয়ে রেজওয়ানা আপুর কমেন্টটা অনেক বেশি ভালো লেগেছে...... :D

২৫ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:২৯

রাইসুল জুহালা বলেছেন: আমার নিজের কাছেও পোস্টের চেয়ে রেজোওয়ানার কমেন্টই বেশি ভাল লেগেছে।

ধন্যবাদ আপনাকে।

৪৩| ১৮ ই অক্টোবর, ২০১১ দুপুর ১২:৫৭

আমি মিসির আলি বলেছেন: বেশিরভাগ সময় অফলাইনে থেকে পোস্ট পড়ি।তাই কমেন্ট করা হয়ে ওঠে না।কিন্তু আমার প্রিয় ব্লগারদের যে তালিকা রয়েছে তাতে রাইসুল জুহালা নামটা আছে।


এটা আপনার যেকোনো পোস্টে প্রথম কমেন্ট।
পোস্টে +++++++++++++++++++++++++++++++++++
ডাউনলোড লিঙ্ক হলে আরও ভালো হত।

ভালো থাকবেন।

১৮ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৫৮

রাইসুল জুহালা বলেছেন: অনেক ধন্যবাদ। আই রিয়েলি ফিল অনারড। ডাউনলোড লিঙ্ক যদি কখনো ঘুরতে ঘুরতে পেয়ে যাই, অবশ্যই পোস্ট করে দিব। এসব নাটক পাওয়া খুব মুশকিল।

আপনিও ভাল থাকবেন।

৪৪| ২৯ শে নভেম্বর, ২০১১ রাত ১০:৩৮

স্পেলবাইন্ডার বলেছেন:

আমার কেন জানি মনে হচ্ছে পাগড়ী নাটকে রিটা আব্দুল্লাহ ছিলেন এবং এটা ছিল বিটিভির বিশ্বনাটক এর একটি নাটক।

২৯ শে নভেম্বর, ২০১১ রাত ১১:০৫

রাইসুল জুহালা বলেছেন: রিটা আব্দুল্লাহ ছিলেন কিনা সেটা মনে করতে পারছি না। সম্ভাবনা খুব কম যদিও। তবে এটা বিশ্বনাটকের নাটক ছিল না। বিশ্বনাটকে ইউরোপের নাটকগুলি করা হত। এই নাটকের কাহিনী তো একেবারেই দেশী। আর এটা মামুনুর রশীদের লেখা, সে বিষয়েও আমি নিশ্চিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.