![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চন্দ্রলোকের মন্দ কথা
শুনবো না আর আমি,
তেষ্টা পেলেও করবো না পান নীল সাগরের পানি।
লোভের ফাঁদে পা দিয়ে
হারিয়েছি মান,
শোধ নেবো এবার
যতক্ষণ দেহে আছে প্রাণ।
উঠবো জেগে
মানবতার তরে,
মিথ্যের পাছায় মারবো লাথি
বারে বারে।
গাইবো শুধুই
মুক্তির গান,
মিথ্যের আশায়
থাকবে না আর পিছুটান।
কালদোষে করেছিলাম ভুল;
তাইতো হলাম নির্ভুল।
২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৬
রাইসুল ইসলাম রাণা বলেছেন: আপনাকে ধন্যবাদ। আমি হীন অবার্চীনকে উৎসাহ দানের জন্য।
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১৮
শুভ্র বিকেল বলেছেন: এটাও দারুণ।