![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের জন্য লিখি আমি,নিজের জন্য বাঁচি,নিজের জন্য ভূবন আমার,হৃদয় দুয়ার মাঝি।হতাশার কাছে মাথা নত করে জীবনের শুরুশেষে, হতাশাকে ফেলে বাস্তবতাকে মানিয়া নিয়েছি মনে।আমার পথ চলা অভ্রনীল কোন পথিকের পথে,আমার পথ চলা কোন বিষাদময় গতির পথে,আমার পথ চলা অর্ন্তহীন পথে,পথে পথে ঘুরি শুধু পথের সন্ধানে।বসে আছি শুধু তোমার পথ চেয়ে কবে আসবে তুমি ধরবে এই হাত,কুয়াশাতে ভিজবো দুজন মনেতে রবে না কোন ক্ষাত।নীলখামে মোড়া পত্র তোমায় দিবো প্রতিমাসে,বুঝ বে তখন হৃদয়ে আমার কত ভালবাসা লুকিয়ে আছে।:-D:-D:-Dহয়ত জীবনের অর্থ একদিন বুঝতে পারবো কিন্তু সেদিন জীবনে উপলব্ধি বলতে কিছু থাকবে না।চোখে থাকবে হয়ত মোটা ফ্রেমের চশমা,ঠিকভাবে দাড়িয়ে থাকার জন্য হয়ত হাতে থাকবে লাঠি
ব্যাস্ত এই শহরে,খুজে ফিরি জীবন
রঙ্গিন রঙ্গিন দালান কোঠায়, নিরস কিছু চাওয়া পাওয়া
স্বপ্নগুলো বাষ্প হয়ে ভেঙ্গে পরে বৃষ্টি হয়ে ।
হয়তো এমনই নিয়তি এমনই ভবিষ্যৎ
চার দেয়ালের মাঝে কিন্তু সপ্ন সীমাহীন।
যন্ত্র যুক্ত জীবনে সময় সবচেয়ে বড়
রঙ্গিন পথে হাঁটতে গিয়ে ফুরায় জীবন আলো ।
©somewhere in net ltd.