![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের জন্য লিখি আমি,নিজের জন্য বাঁচি,নিজের জন্য ভূবন আমার,হৃদয় দুয়ার মাঝি।হতাশার কাছে মাথা নত করে জীবনের শুরুশেষে, হতাশাকে ফেলে বাস্তবতাকে মানিয়া নিয়েছি মনে।আমার পথ চলা অভ্রনীল কোন পথিকের পথে,আমার পথ চলা কোন বিষাদময় গতির পথে,আমার পথ চলা অর্ন্তহীন পথে,পথে পথে ঘুরি শুধু পথের সন্ধানে।বসে আছি শুধু তোমার পথ চেয়ে কবে আসবে তুমি ধরবে এই হাত,কুয়াশাতে ভিজবো দুজন মনেতে রবে না কোন ক্ষাত।নীলখামে মোড়া পত্র তোমায় দিবো প্রতিমাসে,বুঝ বে তখন হৃদয়ে আমার কত ভালবাসা লুকিয়ে আছে।:-D:-D:-Dহয়ত জীবনের অর্থ একদিন বুঝতে পারবো কিন্তু সেদিন জীবনে উপলব্ধি বলতে কিছু থাকবে না।চোখে থাকবে হয়ত মোটা ফ্রেমের চশমা,ঠিকভাবে দাড়িয়ে থাকার জন্য হয়ত হাতে থাকবে লাঠি
আজ সেই দিনটি...।।
গ্লাডিওলাসে মুঠোবন্দী তোমার হাত
রক্তবর্ণ লিপস্টিক আর রোদ চশমা ।
সারি সারি বকুল গাছের পাশদিয়ে হেঁটে যাওয়া।
আমার হৃদয়ের ল্যাব ড্যাব আওয়াজে নাড়া দিয়েছিল । হৃদয়ের আকুতি চাপা দিয়ে অন্য সব প্রথিক এর মতোই তোমার বিদায় পথ চেয়ে ছিলাম ।
বন্ধুদের আবদারে সেই ছোট্ট কফি শপটিতে না গেলে হইত আর দেখা পেতাম না তোমার । তার উপর আমার বন্ধুর বন্ধু হয়ে আরও কাছে এসেছিলে তুমি । কিছু কথা,কিছু মিষ্টি হাসি,কিছু ইশারা আমার মনে ঝড় তুলেছিল তখন ও বলতে পারি নি তোমায়। মনের মাঝে কবিতা,গান এর লাইন উঁকি মারা শুরু করে দিয়েছিল।
বুকের ঠিক বাম পাশেতে অথৈ ব্যথা ছিল
হয়ত গত হেমন্ততেই হবে ...
জারুল-হিজল ঝড়িয়েছিল পাতা,
আকাশ জুড়ে হলুদ রঙের জোছনা ফুটেছিল।
কি ভাবছো এত ছিল ছিল বলতেছি কেন???????
কারণ পুরানো কিছু ভাবনা নতুন করে ভাবতে আমার বড় ভাল লাগে । সে বছর ভালবাসার দিনটি তোমার কথা ভেবেই কাটিয়েছি । তোমার একটা দর্শন এর অপেক্ষায় দিনটি বৃথা গিয়েছিল ।
তারপর ...।। হুম তারপর ..................
কত ভাবনা কত আবেগ নিয়ে তোমাকে পাওয়া । তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত।
আবার আসছে সেই ভালবাসার দিনটি । এবার আর আমি একা না আমার হাতটি ধরার জন্য তো তুমি আছ । নিজেরই অবাক লাগে প্রায় প্রতি রাতের গভীরতম অন্ধকারে যখন তোমার ছবি স্মৃতির পর্দায় ভেসে ওঠে আর আমি সেই ছবিকেই অনেক ভালোবেসে যাই।
ভালোবাসা সরল, নিষ্পাপ, গভীর, অকৃত্রিম।
©somewhere in net ltd.