![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের জন্য লিখি আমি,নিজের জন্য বাঁচি,নিজের জন্য ভূবন আমার,হৃদয় দুয়ার মাঝি।হতাশার কাছে মাথা নত করে জীবনের শুরুশেষে, হতাশাকে ফেলে বাস্তবতাকে মানিয়া নিয়েছি মনে।আমার পথ চলা অভ্রনীল কোন পথিকের পথে,আমার পথ চলা কোন বিষাদময় গতির পথে,আমার পথ চলা অর্ন্তহীন পথে,পথে পথে ঘুরি শুধু পথের সন্ধানে।বসে আছি শুধু তোমার পথ চেয়ে কবে আসবে তুমি ধরবে এই হাত,কুয়াশাতে ভিজবো দুজন মনেতে রবে না কোন ক্ষাত।নীলখামে মোড়া পত্র তোমায় দিবো প্রতিমাসে,বুঝ বে তখন হৃদয়ে আমার কত ভালবাসা লুকিয়ে আছে।:-D:-D:-Dহয়ত জীবনের অর্থ একদিন বুঝতে পারবো কিন্তু সেদিন জীবনে উপলব্ধি বলতে কিছু থাকবে না।চোখে থাকবে হয়ত মোটা ফ্রেমের চশমা,ঠিকভাবে দাড়িয়ে থাকার জন্য হয়ত হাতে থাকবে লাঠি
রাজধানী থেকে ৪৫ কিলোমিটার উত্তরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার থেকে ৩ কিলোমিটার পশ্চিমে গভীর শাল বনের ভেতর ৩ হাজার ৮১০ একর ভূমির ওপর প্রতিষ্ঠা করা হয়েছে এ পার্ক।
বঙ্গবন্ধু সাফারি পার্কের দৃষ্টিনন্দন প্রধান ফটক পার হয়েই ভেতরে রয়েছে বিলুপ্ত ও দুর্লভ প্রজাতির বৃক্ষ, কোর সাফারি, সাফারি কিংডম, বায়োডাইভারসিটি পার্ক, এক্সটেনসিভ এশিয়া সাফারি, বাঘের আস্তানা, সিংহের আস্তানা, চিত্রা হরিণ, কালো ভাল্লুক, সাম্বার হরিণ ও জলহস্তীর আস্তানা।
একদম কাছে থেকে হিংস্র প্রাণী দেখার মজাটাও কম নয় । তবে সেই জন্য একশত টাকা দিয়ে টিকেট কাটতে হয় ।
রয়েছে ডরমেটরি, বন্যপ্রাণী হাসপাতাল, ঝুলন্ত সেতু, ন্যাচারাল হিস্ট্রি পর্যবেক্ষণ কেন্দ্র, গুইসাপ পার্ক, ফেন্সি কার্প পার্ক, ক্রাউন ফিজেন্ট পাখিশালা, পেলিকেল পাখির জলাধারা, অতিথি পাখির জলাধারা, ক্যাঙ্গারু গার্ডেন, হাতি গ্যালারি, লেক ও জলাধারা ইত্যাদি।
ঘুরে দেখার মত একটি সুন্দর জায়গা ।
তবে টিকিট কাটার পর ভিতরে সব কিছু দেখার জন্য টিকেট কাটতে হয় । এই বেপারটা একটু বিরক্তিকর ।
দালানকোঠা থেকে বের হয়ে মনোরম পরিবেশে একটু সময় কাটানোর জন্য অনেক ভাল একটি জায়গা ।
১৩ ই জুন, ২০১৫ বিকাল ৩:৩০
রাইয়ান৪৯ বলেছেন: ধন্যবাদ আপনাকে
২| ২০ শে জুন, ২০১৫ সকাল ৯:১৩
অপ্রকাশিত কাব্য বলেছেন: ভালো লাগলো
২৭ শে জুন, ২০১৫ বিকাল ৫:৫৫
রাইয়ান৪৯ বলেছেন: ধন্যবাদ
৩| ৩০ শে জুন, ২০১৫ দুপুর ২:৫৩
নোমান জবি বলেছেন: বেশ ভালই লাগলো
০৫ ই জুলাই, ২০১৫ রাত ১২:২০
রাইয়ান৪৯ বলেছেন: আপনাকে ধন্যবাদ
৪| ১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:১৬
বলেছেন: হে এরকম সুন্দর জায়গা গুলােতে আমাদের ঘুরে আসা প্রয়োজন। আমরা যান্ত্রিক শহরে বসবাস করতে করতে যেন আমরা ও যান্ত্রিকময় হয়ে আছি। ধন্যবাদ এরকম একটি ভালো দিক তুলে ধরার জন্য।
৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৩৭
রাইয়ান৪৯ বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৬
[email protected] বলেছেন: এই খবরটি প্রত্যেকের জন্য দুর্দান্ত যে আইফোন 7 ডুয়াল ক্যামেরা উপস্থিত হবে। আরো তথ্যের জন্য নিচের লিঙ্কটিতে visit করুন:
http://publishedresult.com/iphone-7-will-present-dual-camera-created/
৬| ১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৫০
আনিস এ রহমান বলেছেন: অনেক দিন থেকে ভাবছি সাফারি পার্কটা দেখতে যাব, আপনার লেখাটা পড়ে সিধান্ত নিয়েই ফেললাম
পড়াশোনা ও কাজ, দুটোই সম্ভব
৭| ০৫ ই জুলাই, ২০২০ সকাল ১১:২৯
Shitab Aziz বলেছেন: সাফারি পার্কে যাবো যাবো করে আর যাওয়া হয়নি। প্রসার একাডেমী নামে একটি শিক্ষা প্রকল্পে ব্যস্ত হয়ে পড়লাম। করোনার কারণে অনলাইন শিক্ষা আরো জোরদার হয়েছে। হয়তোবা ভালো ভালো সময় আসলে কাজের ফাঁকে একবার যাওয়া হবে।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০১৫ রাত ১:১৮
অমিত বাগচী বলেছেন: পোস্টটা বেশ ভাল। কোন মন্তব্য কেন আসেনি, এটাই বুঝলাম না!