![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের জন্য লিখি আমি,নিজের জন্য বাঁচি,নিজের জন্য ভূবন আমার,হৃদয় দুয়ার মাঝি।হতাশার কাছে মাথা নত করে জীবনের শুরুশেষে, হতাশাকে ফেলে বাস্তবতাকে মানিয়া নিয়েছি মনে।আমার পথ চলা অভ্রনীল কোন পথিকের পথে,আমার পথ চলা কোন বিষাদময় গতির পথে,আমার পথ চলা অর্ন্তহীন পথে,পথে পথে ঘুরি শুধু পথের সন্ধানে।বসে আছি শুধু তোমার পথ চেয়ে কবে আসবে তুমি ধরবে এই হাত,কুয়াশাতে ভিজবো দুজন মনেতে রবে না কোন ক্ষাত।নীলখামে মোড়া পত্র তোমায় দিবো প্রতিমাসে,বুঝ বে তখন হৃদয়ে আমার কত ভালবাসা লুকিয়ে আছে।:-D:-D:-Dহয়ত জীবনের অর্থ একদিন বুঝতে পারবো কিন্তু সেদিন জীবনে উপলব্ধি বলতে কিছু থাকবে না।চোখে থাকবে হয়ত মোটা ফ্রেমের চশমা,ঠিকভাবে দাড়িয়ে থাকার জন্য হয়ত হাতে থাকবে লাঠি
আমরা যখন E=mc^2 বুঝার চেষ্টা করি তখন পৃথিবীর অন্য কোন প্রান্তে তা ভুল প্রমাণের চেষ্টা করে । আমরা যখন কোন কিছু নিয়ে ভাবি তখন হয়তো তারা তার রুপ প্রদান করতে পারে ।
তাতে কি??????
পৃথিবীর ক্ষুদ্র রাষ্ট্রগুলোর একটি আমাদের এই সোনার বাংলাদেশ ।
আমরা আমাদের ভাষার জন্য জীবন দিতে পারি । সকল ধর্মের মানুষ হাতে হাত রেখে উৎসব উৎযাপন করতে পারি । আমরা আমাদের ক্রিকেটকে ভালবাসতে পারি ।
ক্রিকেট বিশ্বকাপ এর আয়োজক হয়ে বিশ্বকে দেখিয়ে দিতে পারি । পৃথিবীর সবথেকে বড় পতাকা বানিয়ে বিশ্ব রেকর্ড গড়তে পারি ।
আমরা জয়বাংলা বলি কারন আমরা আমাদের বাংলাকে ভালবাসি।
আমরা জয় বাংলা বলি কারন আমরা আমাদের দেশকে ভালবাসি।
©somewhere in net ltd.