নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'আমি জীবনের মাঝে বেঁচে থাকা এক অদৃশ্য \'জীবাত্না\'। যে জীবনের মাঝে খুঁজে ফিরি জীবনের প্রাণ। নির্জীব জীবনের চেয়ে প্রাণময় মুত্যুতেই আমার উচ্ছাস!\'

রাজিয়া সুলতানা

জীবন মানেই এক অমীমাংসিত সমীকরণ

রাজিয়া সুলতানা › বিস্তারিত পোস্টঃ

দীর্ঘশ্বাস আর অস্বস্তিতে গভীর বিক্ষোভে বিক্ষুব্ধ হয়ে ভালো আছি; ভীষণ ভালো!

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১১

আজ আমি ভালো আছি; ভীষণ ভালো!

ভালো থাকার সমস্যায় অতিষ্ঠ হয়ে আজ আমি ভালো আছি।
কালপুরুষের কালো মায়ায় আচ্ছন্ন হয়ে ভালো আছি।
লক্ষিন্দরের বেহুলা হয়ে ভালো আছি।
না বলা কথামালার মুক্তির দাবিতে ভালো আছি।
দীর্ঘশ্বাস আর অস্বস্তিতে গভীর বিক্ষোভে বিক্ষুব্ধ হয়ে ভালো আছি।
অপ্রিয় জ্বালাতনের পথভোলা প্রত্যাবর্তনে ভালো আছি।

আজ আমি কারণে অকারণে ভালো আছি।

ভালো থাকার আবিষ্টতায় কথামালার পথ হারানোতে ভালো আছি।
কোনো কিছু লিখতে না পারার ব্যর্থ অনুভবে ভালো আছি।

আজ আমি ভালো আছি; ভীষণ ভালো! !!

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৫

রুদ্র জাহেদ বলেছেন: আজ আমি ভালো আছি; ভীষণ ভালো! !!
অসম্ভব সুন্দর হয়েছে।একদম অভ্যন্তরের বিষাদকে আরো গভীরে রেখে বোধের অনুরণন-উচ্চারণ যেন।খুব ভালো লেগেছে
+++

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪১

রাজিয়া সুলতানা বলেছেন: ধন্যবাদ রুদ্র জাহেদ মন্তব্যের জন্য। সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম। !:#P

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৬

প্রামানিক বলেছেন: দীর্ঘশ্বাস আর অস্বস্তিতে গভীর বিক্ষোভে বিক্ষুব্ধ হয়ে ভালো আছি।
অপ্রিয় জ্বালাতনের পথভোলা প্রত্যাবর্তনে ভালো আছি।

জীবনটা এরকমই। ভাল না থেকেও বলতে হয় ভাল আছি। চমৎকার কবিতার কথামালা। ধন্যবাদ

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০০

রাজিয়া সুলতানা বলেছেন: হুম, কবিতারা তো এভাবেই হয়। জীবন থেকেই কবিতা উঠে আসে। জীবনেই জড়িয়ে যায়। ধন্যবাদ প্রেরণামূলক মন্তব্যের জন্য।

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৫

ফেরদৌসা রুহী বলেছেন: ভালো থাকায় বড় কথা।

পথ দুইটা। ভালো থাকা, মন্দ থাকা। এই দুইয়ের মধ্যে কে কোনটা বেছে নিবে তার উপর নির্ভর করে।

৩০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩৪

রাজিয়া সুলতানা বলেছেন: হুম, ভালো থাকাই বড় কথা বলে আমরা কষ্ট করে ও ভালো থাকতে চাই। আমরা কেউ কি কখনো মন্দ থাকা বেছে নিতে চাই? ধন্যবাদ ফেরদৌসা রুহী মন্তব্যের জন্য। আমার ব্লগে স্বাগতম। !:#P

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভালো থাকার আবিষ্টতায় কথামালার পথ হারানোতে ভালো আছি।
কোনো কিছু লিখতে না পারার ব্যর্থ অনুভবে ভালো আছি।


======= ভাল থাকবেন নিরন্তন তবে কোন কিছু হারায়ে নয়
সকল পাওয়া আপনাকে গিরে বসত করুক সেই প্রত্যশা। সুন্দর কবিতা ভাল লাগা রইল।

৩০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩৮

রাজিয়া সুলতানা বলেছেন: আপনার সুন্দর শুভেচ্ছা বার্তা ভালো লাগলো। কোনো কিছু হারায়ে ও আমরা অনেক সময় ভালো থাকতে পারি.....ভালো থাকা অনেক রকমের হতে পারে। ভালো থাকুন আপনি ও। :-0

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:২৩

প্রবাসী ভাবুক বলেছেন: "ভালো থাকার সমস্যায় অতিষ্ঠ হয়ে আজ আমি ভালো আছি।"
চমৎকার অনুভূতি!

পৃথিবীতে আমরা সবাই ভাল থাকার আপ্রাণ চেষ্টায় ভাল আছি৷

৩০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪১

রাজিয়া সুলতানা বলেছেন: "পৃথিবীতে আমরা সবাই ভাল থাকার আপ্রাণ চেষ্টায় ভাল আছি৷"
দারুণ! আর একটা কবিতার লাইন হয়ে গেল। ধন্যবাদ। ভালো থাকবেন। :|

৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২২

নুরএমডিচৌধূরী বলেছেন: কষ্টের ভাল থাকায়
বড় কষ্ট পেলাম
লিখায়+++

৩০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪৪

রাজিয়া সুলতানা বলেছেন: বড় কষ্ট পেয়েছেন বলেই কি +++ ?! :-B
ধন্যবাদ এবং আমার ব্লগে স্বাগতম।
ভালো থাকুন। :D

৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৭

জুন বলেছেন: আজ আমি কারণে অকারণে ভালো আছি
ভালো থাকার সমস্যায় অতিষ্ঠ হয়ে আজ আমি ভালো আছি।

আমিও অনেক অনেক ভালো আছি রাজিয়া সুলতানা
অকারন দুর্ব্যবহারের হাত থেকে বেচে ভালো আছি অনেক।
যেই আচরণে কেউ কেউ অসুস্থ হয়ে যায় ভালো থাকার পরিবর্তে।
প্রতিটি মুহুর্তের হিসাব দিতে গিয়ে গোলমাল পাকিয়ে যেতো
ভুলোমনা আমার, মনে করার আপ্রান চেষ্টায় শুরু হতো তীব্র যন্ত্রনা
মাথায়। সেখান থেকে সরে গিয়ে ভালো আছি অনেক।
অনেক অনেক ভালোলাগা কবিতায়।
+

৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৫

রাজিয়া সুলতানা বলেছেন: ধন্যবাদ 'জুন' সুন্দর মন্তব্যের জন্য। আপনার এখনকার ভালোলাগা অবস্থান জেনে ভালো লাগলো। যেখানে ভালো লাগা নেই, সেখান থেকে সরে গিয়ে ভালোই করেছেন। তবে সবাই পারে না। থাকতে হয় ভালো না লাগাকে নিয়ে ও ভালো । এটাই জীবন। অমীমাংসিত সমীকরণ।
সাথে থাকুন, ভালো থাকুন। !:#P :-B

৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৮

জুন বলেছেন: রাজিয়া সুলতানা আপনি আবার উপরের মন্তব্যটিকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে ভাববেন না :)
এ শুধু আপনার কবিতার ভাবের সাথে মিলিয়ে কিছু বলা ।
অনেক ধন্যবাদ ।

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৭

রাজিয়া সুলতানা বলেছেন: হুম, আমি সেরকমই ভেবেছিলাম। :P
এখন আর ভাবছি না। :#) :#)

৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০১

হাসান মাহবুব বলেছেন: ভালো না থেকে যাবেন কোথায়! ভালো থাকাটাই এখনকার নিয়তি :|

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:২১

রাজিয়া সুলতানা বলেছেন: হুম, ভালো আছি তো! আপনিও ভালো থাকুন। :#)

১০| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১২

সুলতানা রহমান বলেছেন: আমি হইলে বলতাম, আজ আমি ভাল নেই, একদমই ভাল নেই। +

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:২২

রাজিয়া সুলতানা বলেছেন: সুলতানা রহমান আপা, ঐ দিন ভালো ছিলেেন না। এখন নিশ্চয়ই ভালো আছেন! ভালো থাকুন। ভালো থাকুন সারাবেলা এটাই কামনা।

১১| ২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৪

অশ্রুত প্রহর বলেছেন: আজ আমি কারণে অকারণে ভালো আছি।

ভালো থাকার আবিষ্টতায় কথামালার পথ হারানোতে ভালো আছি।
কোনো কিছু লিখতে না পারার ব্যর্থ অনুভবে ভালো আছি।

আজ আমি ভালো আছি; ভীষণ ভালো! ! :) যা নিয়ে আছি অনেক ভাল আছি। ভাল লাগল অনেক। কবিতাটি সকালের অনুভূতির সাথে মিশে গেল।

২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৬

রাজিয়া সুলতানা বলেছেন: ধন্যবাদ অশ্রুত প্রহর! লেখাটি পড়বার জন্য এবং সুন্দর মন্তব্যের জন্য। আপনার অনুভূতির সাথে মিশে গেছে জেনে ভালো লাগলো। এভাবেই ভালো থাকুন। অনেক অনেক শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.