নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

দিনের শেষে সুখের কাছে

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৫

ভোরের শিশির এসে জমতে থাকুক তোমার শাড়ির আঁচলে

আমি রাস্তার পাশের চায়ের দোকান থেকে চা শেষ করে

ফুটপাত থেকে ফুটপাতে হেঁটে হেঁটে শব্দের পর শব্দ সাজাই

ইচ্ছা হয় তোমার কাছ থেকে আদর নিয়ে সারা গায়ে মাখি

তোমার এক একটা দীর্ঘশ্বাস তীরের মতো বুকে এসে বিঁধে

তোমার শাড়ির আঁচলে জমে থাকা শিশির ছুঁয়েছে আমার কষ্ট

কখনও কখনও ভর সন্ধ্যায় আকাশের দিকে তাকালে মনে হয়-

তোমাকে ছাড়া আমি ভীষন রকম অসহায় ।



তুমি পাশে নেই ভাবলেই- বুকের ভেতর কি ভাঙ্গচূরের শব্দ শুনি

শুধু অল্প কিছু মানুষ আকাশের দিকে তাকায়, বৃষ্টিতে ভিজে

তোমার শাড়ির আঁচলে জমে থাকা শিশির সারারাত্রি বলে ভালোবাসি

কেমন হবে, তোমার ভালোবাসা ছাড়া যদি নষ্ট হয়ে যাই?

তোমার আদর পাই না বলেই- সব কাজে আমি ভীষন অমনোযোগী

দিন রাত্রি থাকি ভয়ে-ভয়ে, হারিয়ে যেও না, আমায় শূন্য করে ।

আমি মরতে চাই না- অনেক দিন বেঁচে থেকে ভালোবাসতে চাই

সমুদ্র-পাহাড় অথবা নদী,তোমাকে ছাড়া আমি কোথাও যেতে চাই না।



একদিন জোছনা রাতে তোমার আঁচলে ঢেলে দিব অজস্র বেলী ফুল

আমি জানি, আমার দুর্বল কবিতা তোমার হৃদয় ছুঁয়ে দিতে পারে না

এই জন্যই হঠাৎ হঠাৎ তুমি ভয়াবহ নিষ্ঠুর হয়ে উঠো, তাই ভয় হয়।

আকাশ মাথার উপরে থাকে-তাই আকাশ মহান এবং অপার্থিব

বুকে মাথা রাখো অথবা ঠোঁটে ঠোঁট তাহলে বুঝতে পারবে-

ভালোবাসি কত !তোমার কিসের ভয় ?ইলেকট্রন, প্রোটন সবই আছে ঠিক।

পা রাখো ভালোবেসে আমার বুকে যত্ন করে-শাড়ির আঁচলে জমে আছে শিশির !

ঈশ্বর আছেন বলেই তোমাকে ভালোবাসতে সাহস পাই ।





( আমি কবি না । কবিতা লিখতে জানিও না । কিন্তু মাঝে মাঝে কবিতার মতন কিছু একটা লিখতে ইচ্ছা করে । ইদানিং দেশের অবস্থা ভালো না, তাই মন মেজাজ বেশীর ভাগ সময়ই অশান্ত থাকে । জামায়াত শিবির খুব বেশী বাড়াবাড়ি করছে । আমি চাই দেশে খুব দ্রুত যাবতীয় সমস্যার সমাধান হোক । এটা আমাদের নিজেদের দেশ, অনেক কষ্টে পাওয়া এদেশ। বাংলাদেশ । এই দেশে এক আকাশ আনন্দ নিয়ে থাকতে চাই । যারা আনন্দ নষ্ট করছে- তাদের এই দেশে থাকার কোনো অধিকার নেই। জয় বাংলা ।)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৭

shfikul বলেছেন: কবিতা ভালো লেগেছে তবে পদ্যময়ের চেয়ে গদ্যের প্রাধান্য বেশি ছিল বলে মনে হলো।আমার যেমন মনে হলো তাই বললাম।আবার মনে কষ্ট নিয়েন না যেনো।

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৯

রাজীব নুর বলেছেন: না। একদিন সঠিক কথা বলেছেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.