নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
একটা ছেলে প্রচণ্ড ভাব নিয়ে বাইক চালিয়ে যাচ্ছে । হঠাৎ সে দেখলে খুবি সুন্দরী একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। ছেলেটি আরও ভাব নিয়ে বাইকের স্পীড বাড়িয়ে মেয়েটির সামনে ব্রেক করতে গিয়ে ঠাস করে মাটিতে পড়ে গেল..!! এই অবস্থা দেখে মেয়েটি খিলখিল করে হেঁসে উঠলো !!
কিন্তু ছেলেটি একটুও বিচলিত না হয়ে বললঃ
.
.
.
.
. . . . এটাই আমার নামার স্টাইল..!!
গার্ল shocked ...!!
বয় rocked ...!!
বল্টু ক্লাসে সবার শেষে এল।স্যার তাকে জিজ্ঞেস করল, "কি ব্যাপার বল্টু? সবাই আগে আগে চলে এল কিন্তু তুমি সবার শেষে এলে কেন?"
বল্টু বলল, "স্যার ঝাঁক বেধে তো কুত্তা আসে! আমিতো বাঘ !!!"
বল্টু rocked !
স্যার shocked !
বুদ্ধিজীবীদের নিয়ে সমস্যা হচ্ছে, তারা বিভিন্ন দলভুক্ত । কেউ আওয়ামী লীগের, কেউ বিএনপির । নিরপেক্ষ বুদ্ধিজীবী আমাদের নেই ।জাফর ইকবালের সায়েন্স ফিকশনের কোন সাহিত্য মূল্য নেই। এগুলো ইউরোপীয় সায়েন্স ফিকশনের নিম্নমানের রুপায়ন ।
হুমায়ুন আজাদ
বিয়ের অনুষ্টান শেষ। ‘অতঃপর তাহারা সুখে-শান্তিতে বসবাস করিতে লাগিলো’- গল্পের মতোন জীবনের কাহিনীর সমাপ্তি ঘটে না ।
মন্দ কথা বলবেন না। মন্দ কথা ছাড়ুন । মন্দ কথায় কোনো লাভ নেই। উপকার নেই । এতে ক্ষতি আছে । এতে ক্ষতি আছে।মন্দ কথা আপনার যবান নষ্ট করে ,আপনার ব্যক্তিত্ব বিলীন করে ,আপনার মন ও চরিত্রকে কলুষিত করে। মন্দ কথা বন্ধুতা নষ্ট করে সখ্যতা ছিন্ন করে মানুষের সাথে সম্পর্কেহানি করে। যে মন্দ কথা বলে, মানুষ তকে ঘৃণা করে তাকে তুচ্ছজ্ঞান করে, তার থেকে দূরে অবস্থান করে, এমনকি মানুষ তার শত্রু হয়ে যায়।
২| ১৩ ই জুন, ২০১৩ রাত ৮:৪২
ডাইস বলেছেন:
৩| ১৪ ই জুন, ২০১৩ রাত ১:৩৫
আরজু পনি বলেছেন:
মন্দ সবসময়ই মন্দ।।
৪| ১৪ ই জুন, ২০১৩ রাত ১:৪৪
খেয়া ঘাট বলেছেন: And you also rock............. দারুন লিখার স্টাইল
৫| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৫৭
অদ্বিত বলেছেন: অনেক বুদ্ধিমান এমনকি জিনিয়াস ব্যক্তিরও উপস্থিত বুদ্ধি থাকে না। তার মানে এটা নয় যে সে বুদ্ধিমান নয়।
©somewhere in net ltd.
১| ১২ ই জুন, ২০১৩ রাত ১:৫৮
বোকামন বলেছেন:
জীবনে সুখী হতে পুরো পৃথিবীর দরকার হয় না, মনের মত একজন হলেই হয়
একদম খাটি কথা !