নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আল্লামা শফীর ব্যক্তিগত জীবন: তিন স্ত্রী, সাত সন্তান।
কোথায় জন্ম আল্লামা শফীর?
আল্লামা শফীর জন্ম ভারতের বিহারে। প্রথমে বাংলাদেশের নোয়াখালিতে আসেন এবং সেখান থেকে পরবর্তীকালে দক্ষিণ চট্টগ্রামের পটিয়ায় আস্তানা গাঁড়েন। হাটহাজারী মাদ্রাসা প্রধানপদে নিজের নিয়োগকে বৈধতা দেওয়ার কারণে জন্মস্থান নিয়ে রহস্য সৃষ্টি করা হয়।
কর্মজীবনের শুরু: পটিয়া বনাম হাটহাজারী
আল্লামা শফী প্রথম পটিয়ার আল জামেয়া আল ইসলামি মাদ্রাসায় শিক্ষকতা জীবন শুরু করেন। পটিয়া মাদ্রাসায় ঢুকে মাদ্রাসার শিক্ষার্থীদের রাজনীতিতে টেনে আনার চেষ্টা শুরু করেন তিনি। কিন্তু ব্যর্থ হন। এ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বিরোধে জড়িয়ে মাদ্রাসা থেকে চলে আসেন। তারপর পটিয়াতেই জিরি মাদ্রাসায় কিছু সময় শিক্ষকতা করেন। পটিয়ার ওই দুটি মাদ্রাসা এখনও আল্লামা শফীর রাজনীতির বিরোধী-ব্লক হিসেবে কাজ করছে।
আল্লামা শফীর মাদ্রাসা প্রধানের পদ
আল্লামা শফী অতপর সাধারণ শিক্ষক হিসেবে চাকুরি নেন দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীতে। এই মাদ্রাসায় চাকরী নেয়ার পর আল্লামা শফী কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের রাজনীতি-সংশ্লিষ্ট করার জন্য ভয়ংকর ও আগ্রাসী হয়ে ওঠেন।
যেভাবে মাদ্রাসা প্রধান হলেন আল্লামা শফী
১৯৮৪ সালে হাটহাজারীর মুহতামিম মাওলানা আবদুর রহিম (আব্দুল খালেদ) মারা যাওয়ার পর সে সুযোগ চলে আসে আল্লামা শফীর সামনে। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় মুহতামিম নির্বাচনের নির্ধারিত আইন। হাটহাজারীর দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার নিয়ম অনুসারে যোগ্য শিক্ষকদের মধ্যে কেউ হাটহাজারীর বাসিন্দা হলে তিনিই হবেন মাদ্রাসা প্রধান। স্বাভাবিকভাবেই, অগ্রাধিকারভিত্তিতে মাওলানা রহিমের ভাই আল্লামা সেলিমের মুহতামিম হওয়ার কথা । কিন্তু আল্লামা সেলিমের কর্তৃত্ব কখনোই নিরঙ্কুশ হয়নি। নানান জটিলতার কারণ এই মাদ্রাসার ইমাম বা অভিভাবকের দায়িত্ব চলে যায় জাতীয় মসজিদ বায়তুল মোকারমের খতিব উবায়দুল হকের কাছে।
এদিকে আল্লামা সেলিমের বিরুদ্ধে সমকামিতার অভিযোগ ওঠে। এই অভিযোগ তুলে মাদ্রাসা প্রাঙ্গনেই আল্লামা সেলিমকে মারাত্মকভাবে শারিরীক নির্যাতন করা হয়। পরবর্তীকালে শাস্তি স্বরূপ আল্লামা সেলিমের মুহতামিম হওয়ার সুযোগ হাত ছাড়া হয়ে যায়। পর্দার সামনে চলে আসেন আল্লামা আহমদ শফী।
হাটহাজারীর স্থানীয় অনেক ব্যক্তিই মনে করেন, আল্লামা সেলিমের বিরুদ্ধে সমকামিতার অভিযোগটি তাকে ঘায়েল করার হাতিয়ার ছিল। কিন্তু মাওলানা সেলিমের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে মুহতামিম পদ থেকে তাকে দূরে থাকতে বাধ্য করা হলেও মাদ্রাসাটির প্রধান হওয়া সম্ভব ছিল না আল্লামা শফীর পক্ষে। অবশেষে বিএনপির দ্বিতীয় বারের শাসন আমলে আল্লামা শফী বায়তুল মোকাররম মসজিদের খতিব ও মাদ্রাসা ইমাম মাওলানা উবায়দুল হকের সঙ্গে তার ঘনিষ্টতাকে কাজে লাগিয়ে এবং উবায়দুল হকের প্রভাব-প্রতিপত্তি ব্যবহার করে মাদ্রাসা প্রধানের পদটি দখল করেন।
আল্লামা শফী হাটহাজারী মাদ্রাসার মুহতামিম হওয়ার পরই রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। নানান চেষ্টার পর ২০১০ সালে হেফাজতে ইসলাম নামের একটি সংগঠন তৈরী করেন এবং হেফাজতে ইসলামের সার্বিক কর্তৃত্ব নিয়ে নেন। হেফাজতে ইসলাম পরিণত হয় এক ব্যক্তি, এক নেতার সংগঠনে।
হুজুরের স্ত্রীগণ?
হাটহাজারী মাদ্রাসা সংশ্লিষ্ট ব্যক্তিরাও জানেন না আল্লামা আহমদ শফীর স্ত্রী কত জন। বর্তমানে হুজুরের তিন জন মতান্তরে চারজন স্ত্রী বিদ্যমান। ৯২ বৎসরের জীবনে আল্লামা শফী অন্তত ছয় বার বিয়ে করেছেন। স্ত্রীদের মধ্য থেকে কারও মৃত্যু হলে, সে স্থান শূন্য থাকেনি। আল্লামা শফী প্রথম বিয়ে করেন ২৩ বছর বয়সে।
আল্লামা শফী স্ত্রীদের নিয়ে হাটহাজারী মাদ্রাসার ভেতরেই একটি কমপ্লেক্সে বসবাস করেন। তবে ব্যক্তিজীবন নিয়ে গোপনীয়তা রাখার চেষ্টা করেন তাই তার পারিবারিক অনুষ্ঠানে হেফাজতে ইসলাম কিংবা হাটহাজারী মাদ্রাসার নেতা-কর্মীদের দাওয়াত দেয়া হয় না।
সন্তান সংখ্যা সাত
আল্লামা শফীর মোট সাত সন্তান। এর মধ্যে চারজন কন্যা ও তিন জন পুত্র। এই সাত সন্তানের মধ্যে হেফাজতে ইসলামের রাজনীতিতে সক্রিয় আছেন মেজ ছেলে আনাস মাদানী। অন্য দুই ছেলে গ্রামের বাড়ি রাঙ্গুনিয়া থাকেন। তিন মেয়ের জামাই-ই মাদ্রাসায় শিক্ষকতার সঙ্গে জড়িত। আনাস মাদানী হাটহাজারী মাদ্রাসায় ‘বড় হুজুরের’ উত্তরসূরী হিসেবে পরিচিত। মাদ্রাসার শিক্ষকদের মধ্যে একমাত্র তার কক্ষটিই শীতাতপ নিয়ন্ত্রীত ও অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত।
বেহেশতী পয়গাম
২০০৮ সালের দিকে আল্লামা শফী হুজুর একদিন মাদ্রাসায় প্রকাশ্যে ঘোষণা দেন, তাঁর খোঁড়া মেয়েকে যে বিয়ে করবে, সে সরাসরি বেহেশতে যাবে। এই ঘোষণা সেই সময় হাটহাজারী এলাকায় চাঞ্চল্য তৈরি করে। এ মুহূর্তে হেফাজতের লোকজন এসব এড়িয়ে গেলেও তৎকালীন সময়ে এ ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছিল।
হেফাজতের একজন কেন্দ্রীয় নেতা জানান হুজুর তাঁর ঘোষণার পেছনের যুক্তিও তুলে ধরেছিলেন। হুজুর বলেছিলেন, একজন সতী, পরহেজগার, পঙ্গু নারীকে বিয়ে করলে এই বিয়েই হাসরের ময়দানে নাজাতের উসিলা হবে।
আল্লামা শফীর এই ঘোষণার পরে হাটহাজারীর এক ধনাঢ্য ব্যবসায়ী জামালউদ্দিন প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে আল্লামা শফীর শারীরিক প্রতিবন্ধী কন্যাকে বিয়ে করেন। পরবর্তীকালে জামালউদ্দিন তার প্রথম পক্ষের স্ত্রীর প্রতি অবহেলা দেখালে প্রথম স্ত্রীর বড় সন্তান রোবায়েত বিন জামাল এ নিয়ে আল্লামা শফীর কাছে বারবার অভিযোগ করেন। কিন্তু এর কোন সুরাহা তারা পাননি বলে জানা যায়।
হাটহাজারী মাদ্রাসার ছাত্রসংখ্যা নিয়ে বিভ্রান্তি
হাটহাজারীতে আল্লামা শফী ও তাঁর মাদ্রাসা নিয়ে নানান গল্প ফাঁদা হয়। এর একটি হচ্ছে মাদ্রাসার ছাত্রসংখ্যা। সংখ্যা বাড়িয়ে বলার মাধ্যমে মাদ্রাসার গুরুত্ব যেমন তুলে ধরা হয় তেমনি ক্ষমতা প্রকাশ করতেও তা ব্যবহার করা হয়। অন্যদিকে ছাত্রসংখ্যা অনুদান পেতে বিশেষ ভূমিকা রাখে। সাধারণতভবে প্রচার রয়েছে হাটহাজারী মাদ্রাসার ছাত্রসংখ্যা বিশ থেকে ত্রিশ হাজার। কিন্তু আমাদের অনুসন্ধানে নিশ্চিত জানা গেছে – হাটহাজারী মাদ্রাসায় মোট ছাত্রের সংখ্যা কোনভাবেই আট হাজারের বেশি নয়।
২| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৮:০৭
মোমের মানুষ বলেছেন: আল্লামা শফী সাহেবের অপপ্রচার করে তোমাদের কোন লাভ হবে না, আরো বরং মানুষের সামনে তোমাদের মুখোশ উম্মোচন হচ্ছে।
৩| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৮:১১
লিঙ্কনহুসাইন বলেছেন: আল্লামা শফীর মুরিদ মোমের মানুষ বলেছেন: আল্লামা শফী সাহেবের অপপ্রচার করে তোমাদের কোন লাভ হবে না, আরো বরং মানুষের সামনে তোমাদের মুখোশ উম্মোচন হচ্ছে। তিনি তার মুখোশ ও উন্মোচন করে গেছেন ।
৪| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৮:১৬
রাসেল মাহমুদ মাসুম বলেছেন: রাজিব নূর , আল্লামা শফির পেছনে লাগলেন কেন ? আপনার বোনকে যখন ছাত্রলীগের মানিক , গোপালগঞ্জের পরিমল,কুষ্টিয়ার পান্না যখন আদর করে তখন খুব ভাল লাগে , তাই না ?
৫| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৮:১৮
রাসেল মাহমুদ মাসুম বলেছেন: আপনাদের হাইব্রিড মান্ত্রিরা যখন শফি সাহেবের সাথে মিটিং করে ,তখন কোথায় ছিলেন ?
৬| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৮:১৯
জহীরুল ইসলাম বলেছেন: রাজিব নূর,@ লিঙ্কনহুসাইন বলেছেন@,উদাসী স্বপ্ন @
আল্লামা শফির পেছনে লাগলেন কেন ? আপনার বোনকে যখন ছাত্রলীগের
মানিক , গোপালগঞ্জের পরিমল,কুষ্টিয়ার পান্না যখন আদর করে তখন খুব ভাল লাগে , তাই না ?
৭| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৮:১৯
কাফের বলেছেন: ইন্ডিয়ানরা ব্যবসা ভালো বুঝে।
এই ইন্ডিয়ান লুইচ্চা বাংলাদেশে আসছে ধর্ম ব্যবসা করার লাইগা।
৮| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৮:৩১
আশাফ আনিস বলেছেন: লিঙ্কনহুসাইন বলেছেন: আল্লামা শফীর মুরিদ মোমের মানুষ বলেছেন: আল্লামা শফী সাহেবের অপপ্রচার করে তোমাদের কোন লাভ হবে না, আরো বরং মানুষের সামনে তোমাদের মুখোশ উম্মোচন হচ্ছে। তিনি তার মুখোশ ও উন্মোচন করে গেছেন ।
৯| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৮:৪২
প্রথম বাংলা বলেছেন: ধানাই পানাই কইরা লাভ হবেনা কোন, একটা বক্তব্যের আগপাছ কেটে খালি মাঝের অংশ " লা ইলাহা" মানে আল্লা নাই এই কথাখানা কে হাতিয়ার করে একদ ধান্দাবার অপপ্রচার চালিয়েছিলো জাকির নায়েক মুরতাদ ।
তাতে কি হলো, জাকির নায়েকের জনপ্রিয়তা আরো উপরেই উঠতেছে।
কথা খানি ছিলো এমন=
এক নাস্তিক বলেছিলো ইশ্বর নাই আমি বলছি, আপনি কিভাবে প্রমান করবেন যে ঈশ্বর আছে, নাস্তিকের প্রশ্নের জবাবে নায়েক বলেছিলেন-
" আপনি বলছেন আল্রা নাই, আমি বলছি আল্লা নাই এই কথার দ্বারা আপনি আমাদের কালিমার অর্ধেকটা মেনে নিয়েছেণ, এবার আমি আপনাকে বাকিটা বুছিযে দেব ইনশাল্লাহ।"
এই কথা কখানের থেকে সব বাদ দিয়ে কেবল আমি বলছি আল্লা নাই। এক কথা কটা রাখলে কেমন হয়?
অবশ্যয় যে এই কথা বলেছেন সে নাস্তিক, মুরতাদ, এই কথা মানুষ খাবে, নায়েক অনেক উর্ধে চলে যাচ্ছে তাকে আটকাতে এ ই হবে মৃক্ষম হাতিয়ার। কিন্তু পাবলিক খেলোনা।
ঠিক তেমনি সফি সাহেবের কথার আগা মাথা নাই, কেন নাই? আগা মাথা কেটে ফেলা হয়েছে, কে কেটেছে- ধান্দাবাজ সরকার। লাভ হবেনা কোন পাবলিক খাবেনা। শুনেছি কয়েক লক্ষ সিডি করা হয়েছে। নির্বাচনের সময় বিতরণ করা হইবে। যদি কিছু ভোট কবার দেয়া যায়। লজ্জা ঢাকার জন্য।
এখন দুই নারীর ই পাস করার হাতিয়ার সফি, বাহ !!চমতকার।
১০| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১০:১৮
টি-ভাইরাস বলেছেন: রাসেল মাহমুদ মাসুম বলেছেন: রাজিব নূর , আল্লামা শফির পেছনে লাগলেন কেন ? আপনার বোনকে যখন ছাত্রলীগের মানিক , গোপালগঞ্জের পরিমল,কুষ্টিয়ার পান্না যখন আদর করে তখন খুব ভাল লাগে , তাই না ?
১১| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১০:৫০
স্পেলবাইন্ডার বলেছেন: দেখা যাক কার পরিণতি কি হয়...
১২| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১১:৩৪
বাগসবানি বলেছেন: আল্লামা শুফী সাহেবের পোলাপান তো উনার মত হইবে যদিও উনি ইভুল্যুশনে বিশ্বাস করে না । আমার একটা প্রশ্ন সারাক্ষণ ঘুরঘুর করে । অনেক খুজেও এর উত্তর বের করতে পারলাম না । ধরি, আদম হাওয়া থেকে সারা পৃথিবীর মানুষ জন্ম নিছে । যদি ইভ্যুলুশন না ঘটে থাকে, তাহলে তো আমাদের সকলের ( মানে ব্রিটিশ, বাঙালী, আফ্রিকান, জার্মানী) গায়ের রং, চোখের রং, চুলের রং, উচ্চতা সবকিছু এত আলাদা কেন? তবে কি ধরে নিব, ইউরোপ, চাইনিজ, আফ্রিকানদের প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা আলাদা আলাদা আদম হাওয়া পাঠিয়েছেন ! কিন্তু এটাতো সত্য নয় । তবে বলতে হয়, আদম হাওয়ার এক সন্তান ইউরোপিয়ানদের মত, আরেকজন আফ্রিকানদের মত, তৃতীয়জন চাইনিজদের মত ইত্যাদি । এটা যদি সত্যি হয়, তাহলে আফ্রিকান এক জোরা নরনারী থেকে তো ফর্সা, ব্লন্ড চুলের কেউ জন্ম নিচ্ছে না কেন?
১৩| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:০৯
সাদা পাখি বলেছেন: লুইচ্চা শফি ......................
১৪| ০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০৭
নতুন০০৭ বলেছেন: হালায় দেখি ঘটি......
১৫| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২৫
দুঃস্বপ্০০৭ বলেছেন: কি বলব বুঝতে পারছিনা দোষে গুনেই মানুষ । মানুষের তো ভুল ত্রুটি থাকবেই। শান্তি আসুক । ভন্ড ধর্মব্যাবসায়ী ও জালেমদের পতন হোক।
১৬| ০৭ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:২৩
উদাসী স্বপ্ন বলেছেন: এই নবিজী হবার খায়েষধারী আল্লামা কুকুরের মিথ্যাচার নিয়া একটা রিপোর্ট আছিলো:
Click This Link
১৭| ০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:২৭
গ্রীনলাভার বলেছেন: উদাসী স্বপ্ন বলেছেন: নবিজী হওনের মতো হাটা দিছে কুকুরটায়। - একজন মানুষ কতটা নিচু মনের হলে আরেকজন মানুষ সম্পর্কে এমন মন্তব্য করে। আর রাজীব ভাইও কি এসব মন্তব্য আশা করছিলেন?
ধর্ম নিয়ে বাড়াবাড়ি সমুর রক্তে মিশে আছে। কিছু ছাঁ পোষাতো থাকবেই। "ইসলাম", "মুসলিম" এসব শব্দতো তাদের অন্তরকে জ্বালিয়ে ছাড়খাড় করে দেয়।
১৮| ১১ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৫
রোহান খান বলেছেন: ৭০ দলের মধ্যে এ যে কোন দলের সাপোর্টার তা নিয়ে দিধা দন্দে আছিরে ভাই। তবে ভাই ৫ ওয়াক্ত নামাজ পড়ি ৩০ রোজাও রাখি, সাথে দান খয়রাত করি। তবে তেতুল বিষয়ক কথা যাই বলুক না কেন কথা খানা সঠিক হলেও আমি আল্লামা সফি বা জামাতি কারউ সাপোর্ট করতে চাই না। আবার ঝগরাও করতে চাই না, তবে হ্যা - যেহেতু মুসলিম - তাই অইসলামিক আচরন সেটা যেই করুক না কেন তা মন থেকে নিচু চোখে দেখি।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৮:০৫
উদাসী স্বপ্ন বলেছেন: নবিজী হওনের মতো হাটা দিছে কুকুরটায়। আর ৮ খান বিয়া দরকার এর!