নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

মাকে নিয়ে সেরা নয়টি উক্তি

১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৩

১. আব্রাহাম লিংকন- যার মা আছে সে কখনই গরীব নয়।



২. জর্জ ওয়াশিংটন- আমার দেখা সবচেয়ে সুন্দরী মহিলা হলেন আমার মা। মায়ের কাছে আমি চিরঋণী। আমার জীবনের সমস্ত অর্জন তারই কাছ থেকে পাওয়া নৈতিকতা, বুদ্ধিমত্তা আর শারিরীক শিক্ষার ফল।



৩. জোয়ান হেরিস- সন্তানেরা ধারালো চাকুর মত। তারা না চাইলেও মায়েদের কষ্ট দেয়।আর মায়েরা তাদের

শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্তানদের সাথে লেগে থাকে।



৪. এলেন ডে জেনেরিস- আমার বসার ঘরের দেয়ালে আমার মায়ের ছবি টাঙানো আছে, কারণ তিনিই আমার কাছে সবচেয়ে বড় আকর্ষণ।



৫. সোফিয়া লরেন- কোন একটা বিষয় মায়েদেরকে দুইবার ভাবতে হয়– একবার তার সন্তানের জন্য আরেকবার নিজের জন্য।



৬. মিশেল ওবামা- আমাদের পরিবারে মায়ের ভালোবাসা সবসময় সবচেয়ে টেকসই শক্তি।আর তার একাগ্রতা, মমতা আর বুদ্ধিমত্তা আমাদের মধ্যে দেখে আনন্দিত হই।



৭. নোরা এফ্রন- মা আমাদের সবসময় এটা বুঝাতে চাইতেন যে জীবনের চরম কষ্টের মূহুর্তগুলো তোমাদের হাসির কোন গল্পের অংশ হয়ে যাবে এক সময়।



৮. মাইকেল জ্যাকসন- আমার মা বিস্ময়কর আর আমার কাছে উৎকর্ষতার আরেক নাম।



৯. দিয়াগো ম্যারাডোনা- আমার মা মনে করেন আমিই সেরা আর মা মনে করেন বলেই আমি সেরা হয়ে গড়ে উঠেছি।



(সংগ্রহ)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০২

এম আর ইকবাল বলেছেন:
প্রতিটি মা
তার ছেলেকে,
সোনার ছেলে , মনে করেন ।
কিন্তু আমরা ক জন
মায়ের সে ইচ্ছা পুরণ করি ।

২| ১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

বেকার সব ০০৭ বলেছেন: তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটা শিক্ষিত জাতি উপহার দেব। - ন্যাপলিয়ন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.