নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বিশ্বাস করুন কড়া কড়া ওষুধ খাওয়ার থেকে রোজ একটা করে কলা খেলে বেশি সুস্থ থাকবেন

১২ ই মে, ২০১৪ রাত ২:০০

রেস্টুরেন্টের বাইরে সাইনবোর্ডে লেখা-"

এখানে এসে যত খুশি খেয়ে যান...আপনাকে বিল দিতে হবে না; আপনার নাতি-নাতনীরা এসে বিল দিবে"।

এটা দেখে এক লোক ভিতরে ঢুকে ইচ্ছে মতো খেলো...

এরপর ওয়েটার যখন বিল দিলো;

তখন সে বলল-"এ বিল আমার নাতি দিবে...

"ওয়েটার হেসে বলল, "

.

.

এটা আপনার দাদার বিল...



পৃথিবীতে যে মানুষটি এলো সে ধীর লয়ে বড় হতে হতে দেখতে দেখতে নির্দিষ্ট বয়সে উপনীত হয়ে পৃথিবী থেকে বিদায় নিলো_ এটাই তো বাস্তবতা, এটাইতো সত্যি। মানুষের পার্থিব জীবনের মেয়াদকাল খুবই সীমিত। মানবজীবনের মেয়াদের অবসান ঘটে মৃত্যুর মধ্য দিয়ে।



"তোমার যদি বড় হবার আকাঙ্ক্ষা না থাকে, তুমি যদি শুধু কেরানি হতে চাও, তাহলে কেবল কেরানিই হবে এর চেয়ে বড় কিছু হতে পারবেনা। কিন্তু তুমি যদি চাঁদকে স্পর্শ করতে চাও তবে চাঁদকে স্পর্শ করতে না পারলেও কাছাকাছি যেতে পারবে।"

--- রবীন্দ্রনাথ ঠাকুর



মানুষের সাথে মানুষের

সম্পর্কগুলো হয়তো আজীবন

থাকে না..তবু যে ক'দিন

সম্পর্ক থাকে সে সময়টুকু

অন্তত এমন আচরণ করা উচিত,

যেন সম্পর্ক ভেঙে যাবার পরও মানুষটা আপনাকে

সম্মান করতে পারে ......!!!!



মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৪ রাত ২:১০

কানা দাজ্জাল বলেছেন: ভাই টাইটেল আর এয়ানিমেশন তো মিলল না। মানুষ সাধারনত দেহায় মুরগী খাওয়ায় ডাইল। আর আপনে দেহাইলেন কলা খাওয়াইলেন বুউত্তা শাক, দুইটাই অবশ্য সহজ পাচ্য, খারাপ না, ভালই লাগল।

২| ১২ ই মে, ২০১৪ রাত ২:২০

হাতীর ডিম বলেছেন: পোষ্টের নাম আর পোষ্টের মধ্যে কোন মিল পেলাম না B:-/
এইটার কারন কি? :-0

৩| ১২ ই মে, ২০১৪ রাত ৩:২৫

রাহাত লতিফ তৌসিফ বলেছেন: হ য ব র ল

৪| ১২ ই মে, ২০১৪ ভোর ৫:৫৮

বিডি আইডল বলেছেন: এইজন্যই ডারউইন বলে গিয়েছিলেন আপ্নে বান্দরের বংশ

৫| ১২ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

ঢাকাবাসী বলেছেন: বাকোয়াস লেখা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.