![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। আজ পরীর জন্মদিন। তিন বছরে পড়লো।
২। ঝুম বৃষ্টির রাতে পরীর জন্ম হলো স্কয়ার হাসপাতালে। তখন রাত তিনটা।
৩। আমি পরীর মেঝ চাচা। পরী আমাকে আদর করে ডাকে 'প্রিয়' বলে।
৪। সেদিন পরীকে নিয়ে রমনা পার্কে গিয়েছিলাম।
৫। পরীর বাবা-মা।
৬। সময় সুযোগ হলেই আমি পরীর ছবি তুলে ফেলি।
৭। পরীর পায়ে নূপূর।
৮। পরীর আসল নাম- যাহরা তাবাসুম রোজা। কিন্তু আমি পরীর জন্মের দিন থেকেই পরী বলে ডাকি।
৯। দুষ্ট পরী।
১০। পরীর যখন এক বছর।
১১। কিছু দিন আগে পরী ব্যাংকক ভ্রমন করে আসলো।
১২। টুক টুক করে সারাদিন পরী কথা বলতেই থাকে।
১৩। পরী তার বাবার দেখাদেখি নামাজ পড়ে।
১৪। পরীর ছবি গুলো তুলেছে পরীর প্রিয় চাচা রাজীব নূর খান।
©somewhere in net ltd.
১|
০৬ ই জুন, ২০১৪ রাত ১:৩০
তানিয়া হাসান খান বলেছেন: শুভ জন্মদিন পরী