নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
তুমি জানো না- হায়, আমার হৃদয়ে কত শত ক্ষত,
পাখি আর ফুলেরা যদি জানতো- আকাশ ভরে যেত মেঘে।
দীর্ঘশ্বাস ফেলে স্মরন করি, হে প্রিয়তমা আমার-
চোখ ভরা জল, তীব্র যন্তনা আর দীর্ঘশ্বাস সব মিশে একাকার,
আজ বাতাসের তেজ, রোদের চেয়ে ঢের বেশি।
ঘরে-বাইরে সবাই করেছে আমায় নিঃস্ব এবং ঘৃনা,
চারিদিকে শুধু শুনতে পাই- সাপের নিঃশ্বাস।
সেও আমার মতন কথা দিয়ে, রাখেনি কথা।
সাগরের ঢেউ এসে বার বার দিয়ে যায়-
দীর্ঘশ্বাস আর যন্ত্রনা।
( আজ প্রায় তিনমাস পর একটা কবিতা লিখলাম। আগে প্রতিমাসে একটা করে লিখতাম। সময়ের অভাবে আর লিখতে পারি না। যদিও আমি কবিতা লিখতে জানি না। তবুও খুব চেষ্টা করি- কবিতার মতন কিছু একটা লিখতে।
ঈদ শেষ। এই ঈদে অনেক টাকা রিকশা ভাড়া দিয়েছি। বিশ টাকার ভাড়া দিতে হয়েছে পঞ্চাশ টাকা। রিকশাওয়ালা হাসি মুখে বলে মামা ঈদ উপলক্ষে ভাড়া ডবল। যদিও ডবল এর চেয়ে বেশীই নিচ্ছে। বাসেও একই অবস্থা। আর সিএনজি'র কথা না বলাই ভালো।)
©somewhere in net ltd.