নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ঝিনুক নীরবে সহে যাও...

০৬ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৩৩

অফিসের কাজে আমাকে সারাদিন নানান জায়গায় যেতে হয়। মগবাজার থেকে বনানী যেতেই দুই ঘন্টার বেশি সময় লাগে। হেঁটে হেঁটে যাব সেই উপায়ও নেই। ফুটপাত হকার আর 'বাইক' ভাইদের দখলে। বাইকওয়ালা ভাই'রা ফুটপাত দিয়ে হোন্ডা চালানোর সময়- কোনো পথচারী সামনে থাকলে খুব বিরক্ত হয়। আজ তো একজন আমাকে ধাক্কা দিয়ে ফেলেই দিলো। হাত ছিলে গেল, পায়ে খুব ব্যথা পেলাম। ঘটনা এখানেই শেষ না। আমি উঠে দাঁড়ানোর আগেই সে আমার দিকে মারমূখী ভঙ্গিতে এগিয়ে এলো। আমি বললাম, সরি। হর্ন শুনতে পাইনি। কিন্তু আমার খুব ইচ্ছা হলো- বাইকওয়ালাকে ধাম করে থাকটা থাপ্পড় দিয়ে দেই। কিন্তু কে যেন বলে উঠল- 'সহ্য করো', 'সহ্য করে যাও।' আমি সহ্য করি, সহ্য করতে আমার ভালোই লাগে।


সমাধান যাদের হাতে তারা নিজেরা সমস্যায় না পড়লে দুনিয়ার কোন সমস্যারই সমাধান হয় না। নব নির্বাচিত দুই মেয়র তাদের নির্বাচনী ইশতিহারে যানজট নিরসনের কথা বলেছিলেন। যারা যানজট সমস্যার সমাধান করতে পারবেন তারা রাস্তায় নামার আধা ঘন্টা আগে থেকেই রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়া হয়। তারা যখন রাস্তায় নামেন, তখন কোনো 'যান' বা 'জট' কিছুই থাকে না। তারা ভাবেন-'যানজট বলে কিছু নেই, সব বিরোধী দলের ষড়যন্ত্র।'

ঝিনুক নীরবে সহে যাও...
ভিতরে বিষের বালি, মুখ বুঁজে মুক্তা ফলাও।


সময় দুপুর দুইটা। বনানীতে রাস্তার পাশে একটা চায়ের দোকানে চা খাচ্ছি। আমার দুইহাত দূরে একটা কুকুর দাঁড়িয়ে আছে। আমি ভাবছি চা খাওয়া শেষে কুকুরটাকে একটা রুটি অথবা বিস্কুট কিনে দিব, ঠিক এই সময় এক বদমাশ লোক কোথা থেকে এসে কুকুরটাকে মোটা একটা লাঠি দিয়ে ধাম-ধাম করে দুইটা বাড়ি মারল। কুকুরটার পা মনে হয় ভেঙ্গে গেছে, কুকুরটা বিকট চিৎকার দিয়ে খোড়াতে খোড়াতে কোথাও চলে গেল। আমার খুব রাগ লাগল- আমি লাঠিটা নিয়ে বদমাশটাকে ধাম-ধাম করে দু'টা লাগিয়ে দিলাম।
ভালো করেছি না?

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫৪

সচেতনহ্যাপী বলেছেন: মানবিকতা আজ মিছে আশা।। দেখেছি দু'টো গান বলিশের নীচে রাখা ছেলেকেও রবীন্দ্র শুনতে।। আজ ..........!!
তবুও আমাদের েচে থকতে হবে।। নিজের র পরিবারের জন্য।।

২| ০৬ ই আগস্ট, ২০১৫ রাত ১:২৪

সুমন কর বলেছেন: আপনি কি আসলেই, লোকটিকে মেরেছেন !! তবে না মেরে, বুঝিয়ে বলতে পারতেন। শুধুশুধু মারামারি করাটা ভালো নয়, ঝামেলা হয়।

আমিও আজ রাতে প্রায় ১.৩০ঘণ্টার যানজটে পড়েছিলাম। যেখানে আসতে সময় লাগে সর্বচ্চো ৩০মিনিট। মানে ৬০মিনিট দেরী। আবার বিকাল থেকে, বঙ্গভবন থেকে কলাবাগান পর্যন্ত রাস্তা বন্ধ (কলিগদের মুখে শুনলাম)। কারণ, মন্ত্রী বা প্রধানমন্ত্রী আসবে !!! X(( X(

এটাই হচ্ছে, আমাদের সোনার বাংলা।

৩| ০৬ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:০৫

আহমেদ রশীদ বলেছেন: বিএনসিসি গ্র“পকে আগে তাড়ানো হোক দেখবেন সব যানজট শেষ। গ্রামে অনেকের ভালো অবস্থা এদের তারপরও এরা ঢাকায় হন্যে কুত্তার মতো দৌড়ে বেড়াচ্ছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.