নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আমার তোলা কিছু ছবি দেখবেন? ( দুই)

১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৩৪

১। ভাবী যেদিন শাড়ি পড়বেন, সেদিন আমাকে অবশ্যই বলবেন, রাজীব আমার ছবি তুলে দাও তো।


২। আমাদের পরী।


৩। আকাশটাকে কাটাতার দিয়ে বন্দী করে রাখার ব্যর্থ চেষ্টা।


৪। আমার বন্ধুরা বলে এই ছবিটা নাকি অসাধারণ হয়েছে। কিন্তু আমার কাছে তা মনে হয় না।


৫। ঝুম বৃষ্টি হচ্ছিল। কি মনে করে গেলাম কমলাপুর রেল স্টেশনে। তারপর এই ছবিটা পেলাম।


৬। পরী তার বাবা-মার দেখাদেখি নামাজ পড়ে। ইদানিং দেখছি সে মসজিদে আযান শুনলেই জায়নামাজ নিয়ে বসে যায়।


৭। যে মেয়েটার সাথে প্রেম করেছি, সেই মেয়েটাকেই বিয়ে করেছি।


৮। পদ্মা নদী। আমার প্রিয় নদী।


৯। বলেন তো কে? যদি না পারেন তাহলে বুঝবো উপরের ছবি গুলো মন দিয়ে দেখেন নি।


১০। যদিও ফালতু একটি ছবি। একদিন অফিসের কাজে ধানমন্ডি যাচ্ছি। হঠাত দেখি, একদল ছেলে-মেয়ে রাস্তার বাস, গাড়ি সব থামিয়ে বিকট শব্দে মিউজিক বাজিয়ে নাচ-গান শুরু করেছে।

মন্তব্য ১৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৪৭

রামন বলেছেন:

উনি আমাদের ভাবী নাকি? আশ্চর্য্য, আপনাদের বেলকনি দিয়ে আমাদের বাড়ী দেখা যাচ্ছে!!!
অনেক সুন্দর হয়েছে ছবি , আরো চাই৷

২| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১:০৭

স্বপ্নবাজ শয়ন বলেছেন: বাহ,,,,ভালো,,,,,
সোভাগ্যবান!

৩| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১:১৬

নিয়েল হিমু বলেছেন: ২ আর ৬এর পরীটাকে আদর অনেক ।
৭ আর ৮ আপনার এবং আপনি তার । আর আঁকাশ বেধে রাখার চেষ্টাটা ভাল হয়েছে ।
ফ্লাস মোবটা কোন ভার্সিটির ছিল ?

৪| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১:২৬

আলফ্রেড বি বলেছেন: ভালো লাগলো

০৩ রা ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৫| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ২:২২

প্রামানিক বলেছেন: শেষের ছবিটা কি বাংলা লিংক?

৬| ১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৩৪

আদম_ বলেছেন: প্রথম স্থান ০৫ নম্বরটা
২য় স্থান ০৮
৩য় স্থান ০৭ এবং ০৪ যৌথভাবে।
## পুরাই পারসোনাল ইভালুয়েশন, পিলিজ লাগে মাইন্ড খায়েন না।

৭| ১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৪১

সুমন কর বলেছেন: প্রতিটি ছবি সুন্দর এসেছে। !:#P

৮| ১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৩৪

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর ,



আপনার নিজের তোলা ছবি , শিরোনামে তাই বলা হয়েছে; তাই ঢোকা । ঢুকে দেখলুম কিছু ব্যক্তিগত ছবিও আছে যেগুলো সম্পর্কে মন্তব্য সমীচিন নয় । তাই ওখানটায় বিরত রইলুম ।
৪ নং ছবিটির দৃশ্যপট খুব সাধারন কিন্তু এর পেছনে অনেক ফিলোসফী আছে যা অসাধারন বলেই মনে হবে যার দেখার চোখ আছে তার কাছে ।
৫ নং ছবিটি তো দারুন । তবে ঝুম বৃষ্টির আলামত একটু কম মনে হলো ।
৩ নং ছবিটি রূপক হিসেবে ধরে বলি - আকাশের মতো উদার উন্মুক্ত ভাবনাগুলোর মেঘ হয়ে ভেসে যাওয়াকে কাঁটাতারে বাঁধার চেষ্টা ।

ফটোগ্রাফীর কিছু না বুঝলেও বলি --- ঝকঝকে সব ছবি ।

৯| ১৩ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:২৩

সুফিয়া বলেছেন: খুব ভাল লেগেছে। ধন্যবাদ শেয়ার করার জন্য। ভাল থাকুন সব সময়।

১০| ১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৪

আলী আকবার লিটন বলেছেন: ৪ নং ছবিটা অসাম ...কুইট্যাঁ ফালাম

১১| ১৩ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার ক্যামেরা জ্ঞ্যান ভাল ।

১২| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১১:০৩

বোকামানুষ বলেছেন: ভাল লাগলো সুন্দর ঝকঝকে সব ছবি

১৩| ১৪ ই আগস্ট, ২০১৫ রাত ১২:২৭

অন্যসময় ঢাবি বলেছেন: কুইট্যাঁ ফালাম - dialogue that carried the day

১৪| ১৪ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৩২

আর জে নিশা বলেছেন: ভাবীর পিঠ প্রদর্শন ফেসবুকে লাইকের ঝড় আইলা নার্গিস পড়ে যেতো ।

১৫| ১৪ ই আগস্ট, ২০১৫ সকাল ৭:২০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Eto proshongsha kore laav nei, lekhok reply diben na.

১৬| ১৫ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

হাসান রাজু বলেছেন: ৪, ৫, ৮ অসাধারন। পরী আর পরীর মা আপনার কাছেই অসাধারন আমি বলার কে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.