নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। বই শুধু কাগজের উপর মুদ্রিত শব্দ বাক্যের ঝুড়ি নয়। বই হচ্ছে মানুষের কল্পনা ও চিন্তার বিশুদ্ধ প্রকাশ। অন্য সকল মাধ্যম হল অনেক তত্ব, তথ্য ও বিষয়ের সংমিশ্রন, কিন্তু বই হচ্ছে একক ও অকৃত্রিম।
২। তোমার সাথে বারে বারে- হার মেনেছি এই খেলাতে
গানের লীলার সেই কিনারে- যোগ দিতে কি সবাই পারে
বিশ্বহৃদয়পারাবারে- রাগরাগিণীর জাল ফেলাতে--
তোমার সুরে সুরে সুর মেলাতে?!
--------- রবীন্দ্রনাথ ঠাকুর।
৩। মানবতার বিরুদ্ধে সবচেয়ে বড় হুমকি হল সৌদি আরব। মুক্তিযুদ্ধের সময় সৌদি আরব আমাদের বিপক্ষে অবস্থান নিয়েছিল। এমনকি পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার পরও বঙ্গবন্ধু জীবিত থাকাকালীন সৌদি আরব বাংলাদেশকে স্বীকার করেনি।
প্রাচীনকালে আরবে মেয়েদের জীবিত কবর দেবার এক নিষ্ঠুর পদ্ধতি প্রচলিত ছিল। সন্তান প্রসবকালেই মায়ের সামনেই একটি গর্ত খনন করে রাখা হতো।
সিরিয়ার শরণার্থীরা জীবন বাঁচাতে স্বজাতিদের কাছে আশ্রয় না পেয়ে যখন ইউরোপে ছুটছেন, তখন তিন দিনের সফরে আমেরিকা গিয়ে একটি হোটেলের পুরোটাই ভাড়া নেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। এরা বোধ করি বিশ্বের সবচাইতে কামাতূর লোক।
ধনী আরব শাসকেরা গরিব আরবদের ধ্বংসে মেতেছে।
©somewhere in net ltd.
১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০১
আরণ্যক রাখাল বলেছেন: হুম