নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আজ একটা মেয়ের সাথে সারা বিকেল আর সন্ধ্যা ঘুরে বেড়ালাম, আমার আচরণ ছিল- একেবারে খাঁটি প্রেমিকের মতোন। রিকশা করে ঘুরলাম খিলগাঁ থেকে টিএসসি পর্যন্ত। মেয়েটি রিকশায় উঠেই আমার হাত ধরে রেখেছে। একটু পর-পর সে আমার দিকে চোরা চোখে তাকায়। আর মিটমিট করে হাসে।
দু'জনে হাত ধরাধরি করে অনেকক্ষন হাঁটলাম। মেয়েটা হঠাত চিৎকার করে উঠল। আমি বললাম কি হয়েছে? সে বলল- আকাশের দিকে তাকিয়ে দেখ- এত্ত বড় একটা চাঁদ। সে আজ শাড়ি পড়েছে, চোখে কাজল দিয়েছে, এমন কি কপালে একটা বড় টিপও পড়েছে। ও আচ্ছা, বলতে ভুলে গেছি দুই হাত ভরতি নানান রঙের চুড়িও ছিল। নিয়ন বাতি আর চাঁদের আলো মিশে-মিশে একাকার। আমরা হাত ধরাধরি করে হাঁটছি আর নানান বিষয়ে গল্প করছি।
প্রায় চার ঘন্টা কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না। অবশ্য এর মধ্যে ফুচকা, রঙ চা, আমড়া, আইস্ক্রীম এবং ডিম চপ খাওয়া হয়ে গেছে। লাইব্রেরীর সামনে দেখলাম বেশ কয়েকটা ছেলে-মেয়ে গান গাইছে এবং একজন গিটার বাজাচ্ছে। 'পাগলা হাওয়ার বাদল দিনে' গানটা শুনে ভালোই লাগল। আমার প্রমিকাও দেখলাম গুনগুন করে তাদের সাথে তাল মিলাচ্ছে।
অনেকদিন পর আজ অনেকক্ষন প্রেম করলাম। আর বারবার অনুভব করলাম প্রেমের উপরে আর কিছু নেই। থাকতে পারে না। নিজেকে নায়ক বলে মনে হয়। আমার কথা শুনে মেয়েটি হাসছে, কাঁধে মাথা রাখছে, চাঁদের আলোয় আমরা হাঁটছি ...। ও আমি তো মেয়েটির নাম বলতেই ভুলে গেছি !!! তার নাম সুরভি।
২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৫৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অভিনন্দন!! প্রেম তাহলে হলো আপনার!!
০৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৪৮
রাজীব নুর বলেছেন: হা হা হা----
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৪
গুলশান কিবরীয়া বলেছেন: প্রেমের উপরে আর কিছু নেই , একেবারে সত্য কথা । যার এই অভিজ্ঞতা নেই তার জীবন বৃথা ।
৪| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৫
মহান অতন্দ্র বলেছেন: " আর বারবার অনুভব করলাম প্রেমের উপরে আর কিছু নেই। " খুব চমৎকার কথা।
©somewhere in net ltd.
১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১০
গেম চেঞ্জার বলেছেন: ছিঃ অমন কথা বোলতে আছে??