নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। আজ রাস্তায় ভয়াবহ যানজট। অনেকে বাসের জন্য রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। যে-পুরষ্কার নিয়ে আওয়ামীলীগ হঠাৎ লাফিয়ে উঠেছে, সে-পুরষ্কার পরিবেশ বিজ্ঞানী আতিক রহমান পেয়েছিলেন ২০০৮ সালে। অথচ কেউ জানেই না আতিক রহমান কে?
বিমান বন্দর থেকে প্রধানমন্ত্রীর বাসভবন- গণভবন পর্যন্ত হাজার হাজার নেতাকর্মী রাস্তার দুপাশে দাঁড়িয়ে ফুল দিয়ে অভিবাদন জানান। আমি বুঝিনা তাদের কি কোন কাজ কাম নাই, এত সময় কই পায়? পৃথিবীর অন্য কোথাও এত আজাইরা লোক আছে বলে আমার জানা নাই। লোক দেখানো ব্যাপার সব। সাধারন জনগনকে ভোগান্তি না করে তারা যদি সবাই দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দেশের এবং প্রধানমন্ত্রীর জন্য প্রার্থনা করত তাহলে বেশি ভালো হতো।
এক মন্ত্রী বললেন, প্রধানমন্ত্রীর এই অনন্য অর্জনকে স্মরণীয় করে রাখতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অর্জন গোটা জাতির অর্জন। এটা কোনো দলের একক অর্জন নয়। তাই সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে শেখ হাসিনাকে সংবর্ধনা জানাবে। এই অর্জন দিয়ে কি বাজারে জিনিস পত্রের দাম কমে যাবে? দেশে বেকারের সংখ্যা কমে যাবে?
আওয়ামীলীগ রাস্তাঘাট বন্ধ করে জনগণকে ভোগান্তিতে না ফেলে সবাইকে নিয়ে অন্ততঃ ১টি করে গাছ লাগানোর মতো কর্মসূচী গ্রহণ করলেই বরং আরো প্রশংসিত হতেন।
২। স্বপ্নে দেখি- আমি জাহাজে করে কোথায় যেন যাচ্ছি। জাহাজের কেবিনে শুয়ে আছি। হঠাৎ খুব হৈচৈ শুনতে পেলাম- জাহাজ ডুবে যাচ্ছে। আমি জানি না সাঁতার। আমি একটু একটু করে ডুবে যাচ্ছি।
ডুবে যাওয়ার পর, একটা হাঙর আমার কাছে এসে বলল- স্যার কোনো চিন্তা নাই আমি আছি। আপনি আমার পিঠে উঠে বসুন। আমি বললাম- মশকরা করো- তোমার পিঠে তো কাঁটা। হাঙরটি হাসতে হাসতে বলল- স্যার, কাঁটার আঘাত সইবেন না মরে যাবেন সিদ্দান্ত আপনার।
৩। ইচ্ছা করছে কাউকে কবিতা আবৃত্তি করে শোনাই। এত রাতে কাকে শোনাবো কবিতা?কেউ নেই। কোথাও কেউ নেই।
০৩ রা ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
২| ০৩ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪২
সুমন কর বলেছেন: সাধারণ মানুষকে যানজটে কষ্ট দেয়া ঠিক নয়।
২ ও ৩ নং চমৎকার। প্লাস।
০৮ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৫৪
রাজীব নুর বলেছেন: ধনবাদ। অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
৩| ০৩ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫
অপু দ্যা গ্রেট বলেছেন: বিষয় টা আমার কাছেও খারাপ লাগছে । আর এই আজাইরা গুলারে ডিম থেরাপি দিতে মুঞ্চায় ।
০৮ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৫৪
রাজীব নুর বলেছেন: হা হা হা---
৪| ০৩ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯
আমি আবুলের বাপ বলেছেন: পরিবেশবিদ ও গবেষক ড. আতিক রহমান এবং (বেলা)'র সৈয়দা রিজওয়ানা হাসান মিটিমিটি হাসছেন!!
০৮ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৫৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৫| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ৮:০৬
চাঁদগাজী বলেছেন:
আপনার কবিতা?
ব্লগে প্রকাশ করেন, দেখি কেমন; স্বপ্নে পাওয়া কবিতা নয় আবার।
০৮ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৫৫
রাজীব নুর বলেছেন: ইয়েস।
৬| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ৯:২৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমি বুঝিনা তাদের কি কোন কাজ কাম নাই, এত সময় কই পায়? পৃথিবীর অন্য কোথাও এত আজাইরা লোক আছে বলে আমার জানা নাই। লোক দেখানো ব্যাপার সব।
হা হা হা এইডা আমিও ভাই বুঝিনা.......এই সমস্ত ওজনহীনেরা আজ রাজনীতির ওজনস্তর জুড়ে রয়েছে
আওয়ামীলীগ রাস্তাঘাট বন্ধ করে জনগণকে ভোগান্তিতে না ফেলে সবাইকে নিয়ে অন্ততঃ ১টি করে গাছ লাগানোর মতো কর্মসূচী গ্রহণ করলেই বরং আরো প্রশংসিত হতেন।
+++
০৮ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৫৫
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৫
লাজুক ছেলে...... বলেছেন: ভাই, আপনার মত আমার মনেও বহুদিন ধরে এই প্রশ্নটা ছিল " আমি বুঝিনা তাদের কি কোন কাজ কাম নাই, এত সময় কই পায়?"
কিছুদিন আগে আমার অফিসের সামনে ফুটপাথের উপর নতুন একটা চা'এর টং দোকান হইছে......তো দোকানীর সাথে ভাব হয়ে যাবার পর একদিন জিজ্ঞেস করলাম দোকান এখানে দিলেন ক্যামনে....পুলিশ রে মাসে কত দেওন লাগে ?
দোকানি মুচকি হেসে উত্তর দিল পুলিশ ব্যাপার না ফ্রি চা-বিড়ি পাইলেই খুশী.... গ্যালো মাসে মন্ত্রী স্যারের মিছিলে (মিছিল বলতে সে সংবর্ধনা বলতে চাইছে) ১৫-২০ টা পোলাপান আনছিলাম। পরে এলাকার নেতা রে রিকুস্ট কইরা এইখানে দোকানের ব্যাবস্থা করছি।
আসলে এই যে এরা সময় দেই এইটা আসলে ওদের একরকম ইনভেস্ট। কোনো না কোনো ভাবে ওরা এর বিনিময়ে সুবিধা আদায় করে নেয়....বাংলাদেশে বিনা পুঁজি বা অল্প পুঁজি তে ধনী হওয়ার সহজ উপায় হল স্মাগলারী কিংবা রাজনীতি । এদের মাঝে যারা সত্যিকারের দেশ প্রেমিক তাদের সংখ্যা খুবই কম......।
০৮ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৫৬
রাজীব নুর বলেছেন: এইভাবেই চলছে দেশ।
৮| ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২৬
ঢাকাবাসী বলেছেন: আতিক তো আর দেশবাসীরে উৎসর্গ করে নাই তাই তারে কেউ চিনেনা।
০৮ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৫৭
রাজীব নুর বলেছেন: হুম।
©somewhere in net ltd.
১| ০৩ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: চ্যম্পিয়ান অব দা আর্থ!
শিরোনামটা খুবই চটকদার। মাথৈ বাস্তবতার লেজ টুকু - বসবাসের অযোগ্য শহরের তালীকায় ২য় স্থান পেয়ে আর্থে আমরা চ্যাম্পিয়ানতো বটেই
দূর্নীতি তো এখন সুশীল শব্দে পরিণত- ডাকাতিের কাছে চুরি যেমন মূল্যহীন!
বেলার ড. আতিক আর রেজওয়ানা - আহা যদি রাজনীতি করতো! জাতি আরো আগেই এমন সম্বর্ধনা দেখতে পেত
অনির্বাচিত স্বৈরাচারিতায় বসবাস আপনা ২ নং স্বপ্নতো পুরা জাতির বাস্তবতা! আপনি একার বলেন কেনু!
অন্ধকার যত গভীর হয় - ভোর নাকি ততটাই নিকটে আসে!
আলৌকিত ভোর পর্যন্ত আপনার কবিতা বাঁচিয়ে রাখূন- নিশ্চয় শুনতে আসবে মুক্তি প্রাপ্ত সকল শুভা আত্মারা।