নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ছবি তোলার পর হঠাৎ একটা টিকটিকি এসে প্রজাপতিটাকে খেয়ে ফেলল !!

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:২০

১। কচ্ছপ একশো বছর বাঁচলেও হাতি বাঁচে মাত্র ৬০/৭০ বছর। হাতির চোখের দিকে তাকিয়ে অনুভব করি গভীর মমত্ব। হাতির কাছ থেকেই আমি ভালোবাসতে শিখেছি। ন্যাশনাল জিওগ্রাফী আর ডিসকোভারীতে হাতির অনুষ্ঠান দেখতে আমার খুব ভালো লাগে।
আফ্রিকায় প্রতি ১৫ মিনিটে একটি হাতিকে হত্যা করা হয়। অর্থাৎ প্রতিদিন প্রায় একশ’ হাতি হত্যা করা হয়। সেই হিসেব অনুযায়ী, গত বছর কমপক্ষে ৩৫ হাজার হাতিকে হত্যা করা হয়েছে।

টিভিতে দেখি, হাতির আশ্চর্য আনন্দমুখর ও শান্তিপূর্ণ জীবন। তারা খেলছে, তারা রঙ্গতামাশা করছে পরস্পরের সঙ্গে, কুস্তি করছে একে অন্যের সাথে। শিশুরা কাদা ছুড়ছে একে অন্যের দিকে, লুকোচুরি খেলছে, মারামারি করছে, সময়ে অসময়ে বিরক্ত করছে তাদের মায়েদের। মায়েরা তাদের শাসন করছে দুষ্টুমির মাত্রা ছাড়িয়ে গেলে। এক বাচ্চা হাতিকে দেখলাম মায়ের ‘বকুনি’ খেয়ে লুকোবার চেষ্টা করছে গাছের আড়ালে। কিন্তু হাতীর শরীর কি তুচ্ছ গাছের আড়াল মানে? দারুণ হাসি পাচ্ছিল আমার শিশু হাতীটার কাণ্ড দেখে।


২। পরী স্কুলে ভর্তি হয়েছে ছয় মাস হয়ে গেল। কিন্তু আজ প্রথম আমি পরীকে স্কুল ড্রেসে দেখলাম। সকালে বাসা থেকে বের হয়ে যাই, রাতে বাসায় ফিরে বেশির ভাগ সময় তাকে ঘুমে পাই।


৩। বিখ্যাত জাদুকর পি সি সরকার একবার স্টিমারে করে যাচ্ছিলেন। স্টিমারের কিছু যাত্রী তাঁকে চিনে ফেলে একটা জাদু দেখানোর আবদার করল। পি সি সরকার প্রথমে রাজি হলেন না। পরে যাত্রীদের চাপাচাপিতে রাজি হয়ে বললেন, ঠিক আছে, আমি জাদু করে স্টিমারটা থামিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর সত্যি সত্যি স্টিমার থেমে গেল। সবাই যখন তাঁর জাদু দেখে মোহিত, তখন এক যাত্রী এসে বলল, আরে আপনি এখানে, একটু আগে না আপনাকে সারেঙের সঙ্গে কথা বলতে দেখলাম !

৪।
হে পরম করুনাময় অতি দয়ালু আমার স্রষ্টা ! আমাকে ক্ষমা করে দিন ও রক্ষা করুন আমার কৃত ভুলগুলি থেকে আমার ছোট বড় গুনাহ গুলো থেকে আমার ইচ্ছায় অনিচ্ছায় কৃতকর্ম গুলি থেকে আমার অন্তরে বাহিরের কৃত পাপ গুলি থেকে আমার চেতন অবচেতন বেহায়াপনা থেকে।
আমি চিৎকার করে বলছি, আপনি একক, আপনার কোন শরিক বা প্রতিদ্বন্দী নেই, আপনি কারো মুখাপেক্ষি নন, কাউকে আপনার কর দিতে হয় না বরং আপনার হুকুমেই সকল কর আরোপিত হয় এই দুনিয়া ও আখেরাতে।
আমার মুনাজাত কে আপনি কবুল করেন-
আমিন আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন।

আল্লাহুম্মা ছাল্লে আলা সাইয়েদেনা মুহাম্মাদিও ওয়াআলা আলেহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আহলে বাইতিহি ওয়া বারেক ওয়া ছাল্লেম।

আল্লাহ বলেন, ’তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সারা দেব।’
- [সূরা মুমিনঃ ৬০]

৫। ছবি তোলার পর হঠাৎ একটা টিকটিকি এসে প্রজাপতিটাকে খেয়ে ফেলল !!

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৫

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ।

০৩ রা ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪৯

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

২| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১২:৩২

ব্লগ সার্চম্যান বলেছেন: সুন্দর লেখছেন ।

০৮ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৪

রাজীব নুর বলেছেন: ধনবাদ। অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

৩| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১:১৮

সৃজন আহমদ বলেছেন: ভালো লাগলো। কদিন আগেও পত্রিকায় দেখলাম আফ্রিকাতে একটা হাতি মারার অনুমতি দেওয়া হয়েছে এক সৌকিন শিকারীকে। কিন্তু এতো হাতি মারা হয় এটা জানা ছিলো না ।

০৮ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৫

রাজীব নুর বলেছেন: হাতীদেরও বাঁচার অধিকার আছে।

৪| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১:৩১

কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ ভালোলাগার চমৎকার পোষ্ট ...
শুভকামনা রইলো আপনার জন্য !!!

০৮ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৬

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৫| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৩:১৩

রক্তিম দিগন্ত বলেছেন: ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনার বিবরণ না নিউজ ফ্ল্যাশ বুঝতে পারছি না।

০৮ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৬

রাজীব নুর বলেছেন: এটা আমার স্টাইল।

৬| ০৩ রা নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৬

অগ্নি সারথি বলেছেন: লিংকটা ধরার চেষ্টা করছি।

০৮ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৭

রাজীব নুর বলেছেন: আপনি বুদ্ধিমান।

৭| ০৩ রা নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৪

সার্ভেয়ার/আমিন সাব বলেছেন: শিরোনামের সাথে লেখার মিল খুজে পেলাম না।

০৮ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৭

রাজীব নুর বলেছেন: এটা আমার স্টাইল।

৮| ০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পরী মাইয়ার জন্য শুভ কামনা ।

০৮ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৭

রাজীব নুর বলেছেন: ধনবাদ। অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৩

ক্যান্সারযোদ্ধা বলেছেন: লেখার স্টাইলটা আনকমন। ধন্যবাদ।

০৮ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৮

রাজীব নুর বলেছেন: এটা পরিকল্পিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.