নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বৃদ্ধা আশ্রম একটি সামাজিক কলঙ্কের নাম

৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৩

বাবা-মা দিন-রাত কষ্ট করেন, সন্তানের মুখে হাসি ফুটাতে
শেষ বয়সে তাদের জায়গা কেন হয় বৃদ্ধা আশ্রমে!!
যে সন্তানেরা বাবা মাকে বৃদ্ধা আশ্রমে পাঠায় তাদেরকেও যে-
বৃদ্ধা আশ্রমে থাকতে হবেনা সেটা বলা যায় না।

ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের মত, এদেশে এখনও বহু সন্তান রয়েছে
যারা মায়ের জন্য জীবন উত্সর্গ করতে পারে। কিন্তু তার বিপরীতে
বাবা মায়ের প্রতি সন্তানদের চরম অবহেলা- অবজ্ঞার চিত্র ধরা পড়ে
বৃদ্ধাশ্রমে।

বৃদ্ধা আশ্রমে বসে আকাশের দিকে তাকিয়ে বাবা-মাকে বলতে শুনেছি-
আমার ছেলেমেয়েরা ভালো থাকুক, আরও বড় হোক।
বয়সের ভারে নুয়ে পড়া পিতা-মাতা খোঁজেন একটি বাঁচার অবলম্বন,
একটু থাকার আবাস।

আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানিয়ে দিয়েছেন-
মা বাবার জন্য দোয়া করার জন্য,
মা বাবার শোকর আদায় করার জন্য।
মায়ের অবাধ্য হওয়া মানে সবচেয়ে বড় গুনাহ করা।

মনে রেখ,
যদি বাবা-মাকে কষ্ট দাও, তাহলে যেতে হবে তোমাকে জাহান্নামে।
পিতা-মাতার সারাজীবনের লালন করা সুন্দর সংসারের স্বপ্নভঙ্গ আর না হয়।
প্রতিটি সন্তান তার বাবা-মার দায়িত্ব নিক।

বৃৃদ্ধাশ্রম নয়, প্রতিটি বয়োবৃদ্ধের স্থান হোক তার সন্তানের খুব কাছে,
যেভাবে শৈশবে তাকে আগলে রাখা হয়েছিল গভীর ভালোবাসা ও মমতায়।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৬

ঢাকাবাসী বলেছেন: এখনো ব্যাপারটা অতোটা ছড়ায়নি।

০৩ রা ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৩

এম.এ.জি তালুকদার বলেছেন: ভাই, আমরা আহাম্মক-নাদান বলেই আসল রেখে নকল ধরি,বৃক্ষতলে ছায়া নাখুজে ছায়া খুজি মরুতে। মায়ার মাঝে ভুলে যাই অনন্ত কালের প্রিয়জনকে।নিজের জীবনের সিঁড়ি ভেঙ্গে গড়ি নিজ সন্তানের অন্য দ্বারে যাওয়ার রাস্তা। খোদায়ী প্রতিশোধ চক্র শুরু হয়েছে যেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.