নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

সেই কবে থেকে নিঃসঙ্গতা

৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৬

সকালে ঘুম থেকে উঠেই- তোমাকে দেখতে ইচ্ছে করে
আর বলতে ইচ্ছে করে তোমাকে ভালোবাসি...ভালোবাসি
ভাবছো, এতো সহজেই কি করে ভালোবেসে ফেলি?
তোমাকে না ভালোবেসে থাকি কি করে বলো?

গভীর তীব্র অন্ধকারে তোমার হাসিমুখ দেখতে পাই
অপেক্ষায় আছি কবে, কখন সশরীরে এসে উপস্থিত হবে।
রোদ হয়ে অথবা বৃষ্টি হয়ে আসো তুমি আমার ঘরে-
বারবার মনে হয়, তুমি দাঁড়িয়ে আছো আমার ব্যালকনিতে।

গাছের পাতাকে মনে হয় তোমার এলোমেলো চুল
তোমার ছোঁয়া না পেয়ে মরুভূমি হয়ে যাচ্ছে আমার বুক
আমায় কাছে ডেকে নাও, জানতে চাও আমি কি চাই-
রেলগাড়ির কামরায় গভীর অন্ধকারে তোমাকে চাই।

তোমার স্পর্শ দিয়ে আমার জীবন বাঁচাও হে নারী
তোমাকে পরিচয় করিয়ে দেব- চন্দ্রমল্লিকা ফুলের সাথে
ঈশ্বর তোমাকে সৃষ্টি করেছেন আমাকে খুশি করার জন্যে
একবার তুমি আসো, তারপর নিজ থেকেই বারবার।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০০

বিজন রয় বলেছেন: বড় বড় লাইনে সুন্দর কবিতা।
ভাল লাগল।

০৩ রা ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.