নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

নষ্ট সময়, নষ্ট মানুষ

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪১



সমস্ত পাপ থেকে আমাকে উদ্ধার করো হে বিধাতা
বড় বেশি দুঃসময় এসেছে আজ এ জগতে হায়
আমি-তুমি এবং বনের পশু অথবা নীল আকাশের
উড়ন্ত পাখি তারা কেউ'ই ভালো নেই। নেই। নেই।
এখন তুমিই বলো প্রভু, আমি কোথায় যাবো?

কবির কথাই ঠিক, সবকিছু নষ্টদের অধিকারে চলে গেছে।
এই সমাজে প্রতিটা স্তরের লোক নষ্ট হয়ে গেছে
কোথাও স্বচ্ছ ও সততার স্পর্শ পাওয়া যায় না।
ধর্ষণ করে এসে, নারী আন্দোলনের কথা লিখে-
স্ট্যাটাস দাও তুমি। মহৎ সাজো? হা হা হা...

ভালো লাগে না আর পৃথিবীর রুপ, রস আর গন্ধ
বাতাসে অসৎ লোকদের গন্ধ টের পাই- ক্ষণে-ক্ষণে
তাদের দেখে শুনে বুঝে আমার যে বমি পায়।
নারী, মাদক আর টাকার পেছনে ছুটছে সবাই
কেন মানুষ গুলো এমন হয়ে যাচ্ছে?

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০০

কথাকথিকেথিকথন বলেছেন: হুম । মানুষ দিন দিন মানুষের মনস্তাত্বিক স্বকীয়তা হারাচ্ছে ।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০০

কল্লোল পথিক বলেছেন: বাতাসে অসৎ লোকদের গন্ধ টের পাই- ক্ষণে-ক্ষণে
তাদের দেখে শুনে বুঝে আমার যে বমি পায়।
চমৎকার কবিতা।শুভ কামনা জানবেন।

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৪

ঢাকাবাসী বলেছেন: চমৎকার কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.