নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
সারা বাংলাদেশের মানুষ একটা বড় ধরনের ধাক্কা খেয়েছে। ভবিষ্যতে এ ধরনের ধাক্কা যেন আর না খেতে হয়- তার জন্য প্রতিটা শিশুকে সবার আগে মানবতার শিক্ষা দিতে হবে। মানবতার শিক্ষা নিয়ে জীবন শুরু করলে- বড় ধরনের অঘটন আর ঘটবে না। মানবতা হলো মানুষের ধর্ম বা বৈশিষ্ট্য যার দ্বারা একজন মানুষ পুর্নাঙ্গ মানুষে পরিনত হতে পারে। এক কথায় মানবতা হলো- মানুষের জন্য মানুষের ভালোবাসা,স্নেহ মায়া মমতা।
প্রায় ২ লাখ বাংলাদেশীর বসবাস ইতালীতে। দয়া করে ইতালীতে একটি ফোন করুন মাননীয় প্রধানমন্ত্রী! শোকের সাগরে ভাসছে আজ গোটা ইতালী। ফোন দিয়ে সর্বোচ্চ শান্তনা ও সমবেদনা পৌঁছে দিন নিহত ৯টি পরিবার সহ গোটা দেশ ও জাতির কাছে।
বাংলাদেশের ইতিহাসে আরো একটি কালো রাত পার হলো।
‘দেশে আইএস নেই। সব জামাত-শিবিরের কাজ।’ তাহলে এখন আইএস কোথা থেকে আসল? দায় স্বীকারই বা কোথা থেকে হলো? অনেক প্রশ্ন মাথার মধ্যে ঘুরঘুর করছে। জঙ্গিরা বলেছিল ইসলামকে প্রতিষ্ঠার জন্য তাদের এই অভিযানকে স্বীকৃতি দিতে হবে।৯০ভাগ মুসলিম দেশে তাদের কি ইসলাম প্রতিষ্ঠা?
এটা সম্পূর্ণ বহিবিশ্বের থেকে আশা হামলা। রোগের কারণ জানলে যেমন ডাক্তার সঠিক চিকিৎসা দিতে পারে- এসব ক্ষেত্রে সঠিক সত্য জানলে জাতি নিরাপত্তা, সার্বভৌমত্ব, স্বাধীনতা আমজনতার শান্তির সঠিক পথে চলতে পারে।
হে... আল্লাহ!
আমাদের দেশটাকে, দেশের প্রতিটা মানুষকে এদের হাত থেকে রক্ষা করো!!
দার্শনিক প্লেটো একবার মানুষের সংজ্ঞা দিতে গিয়ে বলেছিলেন, ‘মানুষ হচ্ছে পালকবিহীন দ্বিপদ একটি প্রাণী।’ এই সংজ্ঞা শুনতে পেয়ে আরেক দার্শনিক ডায়োজেনিস একটি মুরগি জবাই করে সবগুলো পালক ফেলে দিয়ে প্লেটোকে পাঠিয়ে দিলেন। সঙ্গে একটি কাগজে লিখলেন, ‘এটাই তোমার সংজ্ঞায়িত মানুষ।’
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ১:০১
তামান্না তাবাসসুম বলেছেন: ভাবনার বিষয়
শেষটা অসাধারণ।