নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা

২৪ শে জুলাই, ২০১৬ রাত ১২:০৪



পড়ে শেষ করলাম রাজীব নূর খান রচিত গল্পগ্রন্থ "টুকরো টুকরো সাদা মিথ্যা"।
২৫টি গল্পে সম্ভার, ৮০ পৃষ্ঠায় বইটি সজ্জিত।
বইটি প্রকাশ করেছে অনুপ্রাণন প্রকাশন।

এ বছরের এপ্রিল মাসে প্রকাশিতি হয়েছে ছোট ছোট গল্পগুলো। ঝরঝরে সহজ গতিময় ও সাবলীল ভাষায় রচিত, মূর্ত বক্তব্য--মনে হবে লেখক নিজের জীবনের কথাই বলছেন। গল্পকার তো নিজের জীবনের কথাই বলেন তবে কল্পনার আবরণে ও আভরণে। সবগুলো গল্পেই সমকালীন সমাজচিত্র স্পষ্ট মনে হবে জীবনের ঘটে যাওয়া ঘটনারই দুফালি কথা লেখকের মুখে শোনা। উত্তম পুরুষে লেখা।


কোনো কোনো গল্প ভাবায় কোনোটা হাসায়। কানা কদ্দুস আর হিমুর গল্পটা এমনভাবে ফেঁদেছেন মনে হবে হুমায়ূন আহমেদের গল্পই--পাঠককে দ্বিধাগ্রস্ত করবেই আমি নিশ্চিত। তিনি যে একজন বিদগ্ধ পাঠক তার আঁচ পাওয়া যায় এই বইটি পড়ে।


গল্পের উত্থান-পতন, ক্লাইমেক্স, দ্বন্দ্ব, মনোজগতের বিশ্লেষণ ইত্যাদি এই গ্রন্থে নেই বলে সরল পাঠের ভিতর দিয়ে এক নিঃশ্বাসে গ্রন্থটি শেষ করা যায়।
অফসেট কাগজে ঝকঝকে মুদ্রণ, নির্ভুল বানানের ছোট ছোট বাক্যের বইটির প্রচ্ছদ শিল্পী তৌহিন হাসান। চমৎকার বাঁধাই। বইটির মূল্য ১৭৫ টাকা। বইটির বহুল প্রচার কামনা করি।




মোজাম্মেল হক নিয়োগী'র স্ট্যাটাস থেকে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৬ রাত ১২:৩১

অরুনি মায়া অনু বলেছেন: বই টি কি আপনার লেখা ?

২৪ শে জুলাই, ২০১৬ সকাল ১০:২৩

রাজীব নুর বলেছেন: ইয়েস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.