নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ঢাকা শহরের আকাশে ঝকঝকে রোদ

০৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০২

ধরে নিলাম,
বিশ্বের সবচেয়ে দামী গাড়িটির মালিক আপনি।
স্বর্ণের বা ডায়মন্ডের অনেক গুলো হাত ঘড়ি আছে আপনার।
পৃথিবীর সেরা ব্যান্ডের পোষাকে আপনার ঘর ভর্তি।
আপনার গাড়ি, বাড়ি, জমি এবং সম্পত্তির অভাব নেই।

এতকিছুর পরও জীবন আপনাকে অসুখী করে তুলবে! কারণ আপনি মৃত্যুকে জয় করতে পরবেন না! ভাগ্য ভালো হলে, বড়জোর একশ বছর বাঁচবেন। দুইশো বছর তো নয়।

পৃথিবীর সব ধনীর একটাই আক্ষেপ- তারা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, আমি মৃত্যুকে জয় করতে চাই! কিন্তু মৃত্যুকে জয় করা যায় না, তবে অমর হয়ে থাকা যায়। মহৎ কোন একটি ভালো কাজের মধ্য দিয়ে। .

সবচেয়ে বড় সত্য হলো- মানুষ এই কারণে অসুখী নয় যে, তারা মৃত্যকে জয় করতে পারে না। মানুষ অসুখী কারণ তাদের চাওয়া-পাওয়ার শেষ নেই।

আমার কোনো চাওয়া পাওয়া নেই। আমার কোনো কিছুই নেই। তারপরও-
আমি খুব সুখী, কারন আমি ডাল- ভাত হাসি মুখে খাই।
আমি খুব সুখী, কারন আমি বাসে ঝুলে-ঝুলে গন্তব্যে যাই।
আমি খুব সুখী, কারন আমার আলমারি ভর্তি জামা কাপড় নেই।
আমি খুব সুখী, কারন ব্যাংকে আমার কোনো টাকা নেই।
আমি খুব সুখী, কারন আমার ঘরে এসি নেই।
আমি খুব সুখী, কারন এত নেই-নেই এর মাঝেও স্ত্রীর মুখে হাসি,
আমি খুব সুখী, কারন সারাদিন বাইরে কাজ শেষ করে ঘামে ভেজা ক্লান্ত শরীরে বাসায় ফেরার পর- স্ত্রী দৌড়ে এসে জড়িয়ে ধরে।



আজ পাঁচটি তথ্য জানলাম-

১। সারাবিশ্বে COCA-COLA'র প্রস্তুত প্রণালী মাত্র দুজন জানে এবং তাদের একই বিমানে যাতায়াত নিষিদ্ধ!
২। পিক্সেল এর হিসেবে মানুষের চোখ ৫৭৬ মেগা পিক্সেল!
৩। এশিয়ার একমাত্র খ্রিস্টান রাষ্ট্র হলো ফিলিপাইন!!
৪। বৈবাহিক জীবন ৫০বছর হলে সেই দম্পতিকে প্রেসিডেন্ট পদক দেয়া হয় - পোল্যান্ডে!
৫। বিল ক্লিনটন তার প্রেসিডেন্সির ৮ বছরে মাত্র দুটি ই-মেইল সেন্ট করেছিলেন নিজে।

ছোটবেলা গোপাল ভাঁড় কোনো বিয়ের অনুষ্ঠানে গেলে বুড়োরা তাকে ক্ষেপাত আর হাসত, ‘গোপাল, এর পর তোমার পালা।’
শুনে গোপালের খুব রাগ হত। বুড়োদের কিভাবে জব্দ করা যায়, সেই পথ খুঁজতে লাগল এবং এক সময় পেয়ে গেল।
শবদাহ আর শ্রাদ্ধের অনুষ্ঠানে গিয়ে ঐসব বুড়োদের বলতে লাগল, ‘এর পর তোমার পালা!’

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৬ রাত ৮:০১

চাঁদগাজী বলেছেন:



আপনি সুখী আছেন জেনে খুশী হলাম; বিশ্বের সব মানুষ সুখী হোক।

একটি পরিবার স্বাচ্চন্দে থাকার জন্য যতটুকু সম্পদ দরকার, তার চেয়ে বেশী দখল করলে, কারো ভাগটা ছোট হয়ে যাবে; এটা প্রতিস্ঠিত করার দরকার; এটা আমার তত্ব

২| ০৫ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমি খুব সুখী, কারন আমি ডাল- ভাত হাসি মুখে খাই।
আমি খুব সুখী, কারন আমি বাসে ঝুলে-ঝুলে গন্তব্যে যাই।
আমি খুব সুখী, কারন আমার আলমারি ভর্তি জামা কাপড় নেই।
আমি খুব সুখী, কারন ব্যাংকে আমার কোনো টাকা নেই।
আমি খুব সুখী, কারন আমার ঘরে এসি নেই। .............

দারুন

যার অনেক আছে সে ধনী নয়। যার চাহিদা নাই সেই ধনী-শােস্ত্র এমনই বলে

+++

৩| ০৫ ই আগস্ট, ২০১৬ রাত ৯:১৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি খুব সুখী, কারন এত নেই-নেই এর মাঝেও স্ত্রীর মুখে হাসি
স্যালুট ভাবীকে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.