নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

একজন মহামানব

১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১১:২৯



এই দিনে লজ্জায় আর এক আকাশ ঘৃনায়-
আমি মিশে যাই মাটিতে। পিতা জেগে উঠো।
৩২ নম্বর বাড়িটি নতুন প্রজন্মকে আবার
নতুন করে জেগে উঠার প্রেরণা যোগায়।
বিবেকের কাছে প্রশ্ন- মানুষ কেমন করে এত হিংস্র হয়?

আমি আমার সমস্ত ভালোত্ব নিয়ে লিখতে বসেছি
কবিতায় যা বলবো সরাসরি বলবো, করে বুক টান-
কবিতায় আজ বলব শেখ মুজিবের যত কথা-
বঙ্গবন্ধু একটি মুক্তির নাম, একটি বিশ্বাসের নাম
শিল্প, সাহিত্য আর সঙ্গীতে বারবার উচ্চারিত হয়েছে-
আপনার কৃতিত্বের কথা হে মুজিব।

মানুষ মানুষকে বাঁচায়, পশুরা মানুষকে হত্যা করে
তিনি নেই, তবুও বারবার তার কথা বড্ড মনে পড়ে
আপনার সেই ভরাট কন্ঠ আর কালো ফ্রেমের চশমা
প্রতিটা বাঙ্গালিকে সুখে দুঃখে বারবার তার কাছে ফিরে যেতে হবে
হে নায়ক- আপনি দিয়ে গেছেন আমাদের চিরজীবনের স্বাধীনতা।

বঙ্গবন্ধু মানেই পৃথিবীর মানচিত্রে স্বাধীন বাংলাদেশ
আপনি ছিলেন সারা বাংলাদেশের মানুষের বটবৃক্ষ-
এখন, বাংলার মাটিকে অটুট রাখবে, শেখ হাসিনা।
বাঙালির শ্রেষ্ট সন্তানকে আমরা কখনও যাব না ভুলে
বাংলাদেশের আরেক নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

প্রিয় বঙ্গবন্ধু, পুরো বাঙালী জাতি আপনার কাছে ঋণী
হে বাংলার মানুষ সকল তোমরা বিশ্বাস করো-
আমি একটি শব্দ মিথ্যা লিখি নাই
তোমরা যদি সত্যবাদী হও, তাহলে আজ
চিৎকার করে বলো- জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৬ রাত ১২:১২

অতৃপ্তচোখ বলেছেন: জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

ভালো লাগলো, সুন্দর লিখেছেন।

আমি বঙ্গবন্ধুকে রোজ দেখি প্রভাতে
যখন সূর্য রশ্মি বাংলাদেশকে আলোকিত করে
বাংলার আকাশ বাতাস নদী খালে
বঙ্গবন্ধু রয়েছেন প্রতিটি বাঙালি হৃদয় জায়নামাজে।

২| ১৫ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৪০

অরুনি মায়া অনু বলেছেন: বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.