নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা

১৯ শে আগস্ট, ২০১৬ রাত ১০:১৮

নানা কারণে ইদানীং বই কম পড়া হয়। তবে এই মাত্র শেষ করলাম রাজীব নূর খানের ছোট গল্পের বই টুকরো টুকরো সাদা মিথ্যা।

বইটির বেশির ভাগ গল্প পড়ে খুব ভালো লেগেছে। প্রথম গল্পটির নাম ‘রোদ চশমা’। এই গল্পে তিনজন লোক তিনটি গাড়ি কেনেন। তবে তাদের গাড়িতে চড়ার অনুভূতি ভিন্ন রকম। জলিল সাহেব স‍ৎ উপার্জনে গাড়ি কিনেছেন। আর অপর দুই ব্যক্তি অসৎ উপায়ে গাড়ি কিনেছেন। সে কারণে অনুভূতিগুলো ভিন্ন ভিন্ন হয়েছে।

লেখকের বেশির ভাগ গল্প খুবই ছোট। সেজন্য পড়ে মজা পেলাম। আরেকটি গল্প ‘আমি একটি মেয়েকে ধর্ষণ করেছি’। একটি স্বপ্নের মধ্যে ঘটে যাওয়া কাহিনী লেখক বর্ণনা করেছেন। তবে এটা যে স্বপ্নের ঘটনা গল্পের শেষে গিয়ে পাঠক জানতে পারবেন। প্রতিটি গল্পেই লেখকের মুন্সীয়ানার প্রতিফলন রয়েছে। সেই সাথে আছে চমকও।

বইটিতে লেখকের ২৫টি গল্প রয়েছে। আশা করি পাঠকদের ভালো লাগবে। বইটি প্রকাশ করেছে অনুপ্রাণন প্রকাশন। মূল্য ১৭৫ টাকা।



আমি খুব তুচ্ছ এবং সাধারন একজন মানুষ। কিন্তু কেউ যখন আমার বই পড়ে তার মন্তব্য জানায় তখন খুব আনন্দ লাগে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ১২:২৫

ফেরদৌসা রুহী বলেছেন: বাহ এটা আপনার বই। শুভকামনা রইলো।

০৮ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৫১

রাজীব নুর বলেছেন: ধনবাদ। অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.