নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। অনেকে বই পড়ে, কিন্তু বইয়ের কথাকে ভিতরে নেয় না । অনেক পন্ডিত আছে বইয়ের মধ্যে প্রতিবাদযোগ্য অংশ গুলি খোঁজে । মানুষ কেন আর একটু চিন্তিত হয় না, একটু বিষন্ন হয় না, একটু ভালো করে চারদিকটা লক্ষ করে না !
এইসব কবিতা-টবিতা যা কিছু সব আজকাল থার্ড ওয়ার্ল্ডের নিষ্কর্মাদের পাস টাইম ।
মানুষ কেবল বাইরের দুষণটাই দেখে- ভিতরের দুষণটা খেয়াল করে না ! মানুষের জীবনযাপনের মধ্যে, মনের মধ্যে, মস্তিস্কের মধ্যে এক আকাশ পলিউশন ।
২। শাহজাহানের স্বনামধন্য পত্নী মুমতাজ মহল নাকি এক বার সৈনিকদের ব্যারাক পরিদর্শনে গিয়ে দেখেছিলেন, তারা পুষ্টিকর খাবার পায় না। তখন ভাত, মাংস আর মশলা দিয়ে এমন একটি খাবার তৈরি করলেন, যেটি সুস্বাদু এবং পুষ্টিকর। সেটিই বিরিয়ানি।
৩। যখন ইঁদুর বিড়ালকে দেখে হাসে, তখন বুঝতে হবে গর্তটি রয়েছে আশে-পাশেই।
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩২
চাঁদগাজী বলেছেন:
শিরোনাম ইংরেজীতে কেন, এবং ভুলসহ?
৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৫
রূপক বিধৌত সাধু বলেছেন: এইসব কবিতা-টবিতা যা কিছু সব আজকাল থার্ড ওয়ার্ল্ডের নিষ্কর্মাদের পাস টাইম ।" হুম, আর আপনি ব্লগে এসেছেন জাতিকে উদ্ধার করতে...
©somewhere in net ltd.
১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৯
প্রামানিক বলেছেন: অনেক মূল্যবান কথা।