নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

একদিন হঠাৎ ফার্মগেটের ফুটপাতে দেখা হয়ে গিয়েছিল ...

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫২



১। বাবা (ছোট ছেলেকে) : এক গ্লাস পানি আনতো।
ছোট ছেলে : পারুম না ৷
.বড় ছেলে : বাদ দাও তো বাবা৷ এইটাতো জন্মের বেয়াদব৷ যাও তুমি নিজেই গিয়া পানি খাইয়া আসো আর হ্যাঁ, আমার জন্যেও এক গ্লাস নিয়া আইসো৷

২। নিকোলাই অস্ত্রভস্কিকে জড়িয়ে ধরতে ইচ্ছা করছে। এইসব মহান লেখকরা কেন যে তাড়াতারি মরে যায়!!!
লেখক নিকোলাই অস্ত্রভস্কি জীবনকাল ছিল মাত্র ৩২ বছর। কিন্তু এই লেখক আমাদের শিখিয়ে গেছেন হাজার দুঃখ কষ্টের মধ্যে কিভাবে বেঁচে থাকতে হয়।

৩। কারও হৃদয় ভেঙ্গো না, হৃদয় একটাই
.
.
.
.
হাড্ডি ভাঙ্গো, কারণ হাড্ডি ২০৬টি।


৪ বাস্তব অর্থে সুন্দরবন একটি বিশ্ব সম্পদ, আমাদের দূর্যোগের আশ্রয় দাতা। আর বিদ্যুৎ কেন্দ্রও যেহেতু দরকার এবং খরচও আসলে বেড়ে যাচ্ছে তাই বিদ্যুৎকেন্দ্র অন্য কোথাও হোক। রামপালে নয়। নো নেভার। পাগলেও তো নিজের বুঝ বুঝে। আমরা নিজের পায়ে কেন কুড়াল মারবো !

৫। যে মানুষ সৎপথে চলে, সে তাঁর নিজের মঙ্গলের জন্যেই সৎ পথে চলে। আর যে মানুষ পথভ্রষ্ট হয়, সে তাঁর নিজের অমঙ্গলের জন্যেই পথ ভ্রষ্ট হয়।
( সূরা বনী ইসরাঈলঃ ১৫ )

৬। ঘুমাতে যাচ্ছেন । আপনি ভালো ভাবেই জানেন যে, কাল সকাল অবধি আপনি বেঁচে থাকবেন কিনা এর কোনও নিশ্চয়তা নেই । তারপরেও আপনি কিন্তু ঘড়িতে এলার্ম দিয়ে ঘুমাতে যান সকালে উঠবেন বলে ।

৭। বাঙ্গালী মেয়েদের একটু লিপস্টিক বা একটু কাজলের ছোঁয়ায় মুখটা কেমন মায়াময় হয়ে উঠে । দেখতে ভালো লাগে ।

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১০

হাসান জাকির ৭১৭১ বলেছেন: লেখা ভাল লাগল ভাই, তবে শিরোনামটা এমন হল কেন?

২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৩

হাবিব বলেছেন: উক্তি গলো পড়ে ও ভাল লাগলো।
বড় ছেলে : বাদ দাও তো বাবা৷ এইটাতো জন্মের বেয়াদব৷ যাও তুমি নিজেই গিয়া পানি খাইয়া আসো আর হ্যাঁ, আমার জন্যেও এক গ্লাস নিয়া আইসো৷
জন্মের বেয়াদব দুই জন।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১০

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৯

আহলান বলেছেন: প্রথম উক্তিটাই সেইরাম ....হা হাহ হাহা ...

২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১১

রাজীব নুর বলেছেন: ঠিক তাই।

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন!!!!!!!!!

দারুন টুকরো টুকরো জীবনবোধের সংকলন:)

৪- অতুলনীয়! প্রয়োজনীয়! সময়ের প্রয়োজন!


২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ।
ভাল থাকুন।

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪০

ঢাকাবাসী বলেছেন: খুব সুন্দর! শিরোনামটা অপ্রাসঙ্গিক।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৭

বিছিন্ন উদয় বলেছেন: শিরোনাম টা মিললোনা

৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩০

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়লাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.