নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। স্ত্রী: এই শোন, আমি যখন কাজে ব্যস্ত থাকবো তখন হঠাৎ করে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরবেনা । বুঝেছ ??
এই কথা শুনে পাশের ঘর থেকে কাজের বুয়া বলে উঠল : “হ আফা ! আফনেই বুঝান তারে । আমিতো বুঝাইতে বুঝাইতে হয়রান হইয়া গেছি ।
২। বিয়ে কেন করবেন ?
জীবনটা পুরোপুরি বদলে যাবে। বিয়ে করলে জীবনে শৃঙ্খলা আসে। জীবনের দর্শন বদলে যাবে। হার্টের শক্তিশালী ওষুধ বিয়ে। সবচেয়ে বড় কথা- মধ্যেরাতে চা খেতে ইচ্ছা করলে, চা খাওয়া যাবে ।
৩। মাঝরাতে অনেকগুলো পুরুষ কুকুর পথের ধারে একসাথে আড্ডা মারছ এমন
সময় একটা মেয়ে কুকুর সেই পথ ধরে যাচ্ছিলো। এতগুলো পুরুষ কুকুরকে মাঝরাতে পথের ধারে দেখে সে ঘাবড়ে গেল এমন সময় একটা পুরুষ কুকুর তাকে বলে উঠলো-
তুমি নির্ভয়ে চলে যাও। আমরা কুকুর, মানুষ না !!
৪। বিশ্বসেরা অভিনেতারা ছবির বিভিন্ন দৃশ্যে নানা রকম স্টাইলে ধূমপান করতেন । রিচার্ড বার্টন, গ্রেগরি পেক, শন কনোরি, এলসিভ প্রিসলি- সবাই নিজস্ব ভঙ্গিমায় সিগারেট বা চুরুট টানতেন । দিলীপ কুমার, উত্তম কুমার, ওমরেশ পুরী- এদের ধূমপানের ভঙ্গিমা ছিল অপরুপ । অনেকে বলে থাকেন ধূমপানে নাকি বুদ্ধি খোলে । টেনশন থেকে সাময়িক মুক্তি মেলে । এক্কেবারে ডাহা মিথ্যা কথা । ধূমপানে বুদ্ধি তো খোলেই না বরং ভোতা হয়ে যায় আর টেনশন আরো বাড়িয়ে তোলে । ধূমপান মানব জীবনের সবচেয়ে ভয়াবহ ও ক্ষতিকারক একটি নেশা । সবাই সাধান ।
২| ১৩ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:২৯
কানিজ রিনা বলেছেন: জীবনের আঙিনা থেকেই লেখার খই ফোটে।
৩| ১৩ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪৯
আজিজুলবিডি বলেছেন: প্রথমে নিজের জীবনের গল্প থেকেই লেখা শুরু হয়।
এই লেখা দ্বারা কি বোঝাতে চাইলেন বুঝলাম না।....... বিস্তারিত লিখলে ভাল হত......।
৪| ১৩ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:১৬
শোভ বলেছেন: আমার মনে হয় ভাদ্র মাস ছিলনা ভাদ্রমাস হলে কুকুরের কথা বলার সময় কোথায় ?
৫| ১৩ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:২৫
ঢাকাবাসী বলেছেন: মোটামুটি হল আর কি!
৬| ১৩ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:২৮
রায়হানুল এফ রাজ বলেছেন: হা হা হা । প্রথমটা ভাল ছিল।
৭| ১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ১:২৯
আলআমিন১২৩ বলেছেন: আমাদের সমস্যা হলো বলতে বা লিখতে গেলে একটু অসচেতন হয়ে যাই। সব মানুষ কি ধষক? মানুষ বলাতে আমরাও।
৮| ১৪ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪৫
রূপক বিধৌত সাধু বলেছেন: ইহা একটি উড়াধুরা পোস্ট! শিরোনাম এর সঙ্গে লিখার মিল নাই; পাঠকও যথারীতি পোস্ট এর মর্মার্থ বুঝিতে অক্ষম!
৯| ১৪ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:০১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মন্দ লাগেনি।
©somewhere in net ltd.
১| ১৩ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:২৩
বিষন্ন পথিক বলেছেন: প্রথমটা কি জীবন থেকে নেওয়া